Advertisement
০৮ সেপ্টেম্বর ২০২৪
Prize Money

১১ ঘণ্টার ব্যবধানে তিন ফাইনাল, উইম্বলডন জিতে আলকারাজ়ের ২৮ কোটি, ইউরো, কোপা জিতলে কত?

রবিবার ফাইনালের দিন। ১১ ঘণ্টার ব্যবধানে তিনটি ফাইনাল। হয়ে গিয়েছে উইম্বলডন। রাতে ইউরো কাপ ফাইনাল। সোমবার ভোরে কোপা আমেরিকার ফাইনাল। কে কত টাকা পাবেন?

sports

ট্রফি নিয়ে আলকারাজ়‌। ছবি: রয়টার্স।

আনন্দবাজার অনলাইন ডেস্ক
কলকাতা শেষ আপডেট: ১৪ জুলাই ২০২৪ ২৩:৪০
Share: Save:

রবিবার ফাইনালের দিন। ১১ ঘণ্টার ব্যবধানে তিনটি ফাইনাল। প্রথমে সন্ধ্যা ৬:৩০ থেকে শুরু হয়েছিল উইম্বলডন। রাত ১২:৩০ থেকে রয়েছে ইউরো কাপ ফাইনাল। সোমবার ভোর ৫:৩০ থেকে কোপা আমেরিকার ফাইনাল। তিনটি প্রতিযোগিতায় বড় অঙ্কের পুরস্কারমূল্য অপেক্ষা করছে। কে কত টাকা পাবেন?

উইম্বলডনের ফাইনালে মুখোমুখি হয়েছিলেন কার্লোস আলকারাজ় এবং নোভাক জোকোভিচ। আলকারাজ় গত বারের খেতাব ধরে রেখেছেন। জোকোভিচকে হারিয়ে পুরস্কারমূল্য হিসাবে ২৭ লক্ষ পাউন্ড বা আনুমানিক ২৮.৬ কোটি টাকা পেয়েছেন। রানার-আপ হয়ে জোকোভিচ পেয়েছেন ১৪ লক্ষ পাউন্ড বা প্রায় ১৪ কোটি টাকা। গত বারের থেকে ১৪.৯ শতাংশ বাড়ানো হয়েছে বিজয়ীর পুরস্কারমূল্য। রানার-আপের পুরস্কার মূল্য বাড়ানো হয়েছে ১৯.১ শতাংশ।

ইউরো কাপ শুরু হবে রাত ১২.৩০টা থেকে। স্পেন এবং ইংল্যান্ড একে অপরের বিরুদ্ধে নামবে। স্পেনের লক্ষ্য চতুর্থ ট্রফি। ইংল্যান্ড প্রথম বার ইউরো কাপের লক্ষ্যে নামবে। বিজয়ী দলকে ৮০ লক্ষ ইউরো বা ৭২ কোটি টাকা দেবে উয়েফা। রানার্স আপ পাবে ৫০ লক্ষ ইউরো বা ৪৫ কোটি টাকা।

আরও কিছু ভাগ রয়েছে। সেমিফাইনালে উঠলে পাওয়া যাবে ৪০ লক্ষ ইউরো বা ৩৬ কোটি টাকা। কোয়ার্টার ফাইনালে উঠলে পাওয়া যাবে ২৫ লক্ষ ইউরো বা ২২ কোটি টাকা। প্রি-কোয়ার্টারে উঠলে ১৫ লক্ষ ইউরো বা ১৩ কোটি টাকা। প্রতিযোগিতায় খেলার যোগ্যতা অর্জন করলেই পাওয়া যাবে ৯.২৫ লক্ষ ইউরো বা ৮৪ কোটি টাকা। এ ছাড়া গ্রুপ পর্বে প্রতিটি ম্যাচ জিতলে ১০ লক্ষ ইউরো বা ৯ কোটি টাকা করে পাওয়া যাবে।

স্পেন যদি ইংল্যান্ডকে হারায়, তা হলে সম্ভাব্য পুরস্কারমূল্য হিসাবে ২ কোটি ৮২ লক্ষ ইউরো বা ২৫৭ কোটি টাকা পাবে। ইংল্যান্ড ট্রফি জিতলে পাবে ২ কোটি ৭৫ লক্ষ ইউরো বা ২৫০ কোটি টাকা। কারণ তারা গ্রুপ পর্বে দু’টি ম্যাচ ড্র করেছে।

সোমবার ভোরে রয়েছে আর্জেন্টিনা বনাম কলম্বিয়ার খেলা। রেকর্ড সংখ্যক ১৬টি কোপা জেতার লক্ষ্যে নামবে আর্জেন্টিনা। তারা জিতলে ১ কোটি ৬০ লক্ষ ডলার বা ১৩৩ কোটি টাকা পাবে। রানার্স-আপ পাবে ৭০ লক্ষ ডলার বা ৫৮ কোটি টাকা। তৃতীয় স্থানে শেষ করা উরুগুয়ে পেয়েছে ৫০ লক্ষ ডলার বা ৪১ কোটি টাকা। চতুর্থ স্থানে থাকা কানাডা পেয়েছে ৪০ লক্ষ ডলার বা ৩৩ কোটি টাকা। কোয়ার্টার ফাইনালে হেরে যাওয়া চারটি দলই পাবে ১৫ লক্ষ ডলার বা ১২ কোটি টাকা করে। এ ছাড়া, ১৬টি দলের প্রত্যেককে অংশগ্রহণের জন্য ২০ লক্ষ ডলার বা ১৬.৭ কোটি টাকা করে পাবে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement

Share this article

CLOSE