Advertisement
০১ নভেম্বর ২০২৪
কাশ্মীরে প্রদর্শনী ম্যাচ সুনীলদের

বাতিল ম্যাচের ভাগ্য জানা যেতে পারে শুক্রবার

দিল্লি হাইকোর্টে মিনার্ভা পঞ্জাবের করা মামলা নিয়ে মঙ্গলবার কোনও শুনানি হল না।

ফুরফুরে: শ্রীনগরে এক অনুষ্ঠানে রিয়াল কাশ্মীর কর্তারা। নিজস্ব চিত্র

ফুরফুরে: শ্রীনগরে এক অনুষ্ঠানে রিয়াল কাশ্মীর কর্তারা। নিজস্ব চিত্র

নিজস্ব সংবাদদাতা
কলকাতা শেষ আপডেট: ২০ ফেব্রুয়ারি ২০১৯ ০৪:৪২
Share: Save:

শ্রীনগরে সোমবার ভেস্তে যাওয়া রিয়াল কাশ্মীর বনাম মিনার্ভা পঞ্জাবের ম্যাচের ভবিষ্যৎ কী হবে, তা ঝুলে রইল।

দিল্লি হাইকোর্টে মিনার্ভা পঞ্জাবের করা মামলা নিয়ে মঙ্গলবার কোনও শুনানি হল না। তালিকায় থাকলেও তা নিয়ে সওয়াল করার কোনও সুযোগই পেলেন না আইনজীবীরা। জানিয়ে দেওয়া হয়, ২২ ফেব্রুয়ারি এই মামলা শুনবেন বিচারপতিরা। ফলে ম্যাচটি ফের হবে, না কাশ্মীরকে ‘ওয়াকওভার’ দিয়ে তিন পয়েন্ট দিয়ে দেওয়া হবে তা নিয়ে কোনও সিদ্ধান্ত নিতে পারবে না লিগ কমিটি। আবেদনকারী মিনার্ভার মালিক রঞ্জিত বাজাজ ফোনে দাবি করলেন, ‘‘আদালত ফেডারেশনকে নির্দেশ দিয়েছে তাদের স্বপক্ষে প্রয়োজনীয় নথি জমা দেওয়ার জন্য। ২২ ফেব্রুয়ারি শুক্রবার তা নিয়ে আলোচনা হবে।’’ তবে তিনি এও বলে দেন, ‘‘এই ম্যাচ নিয়ে যে সিদ্ধান্তই শুক্রবার হোক শনিবার নেরোকার বিরুদ্ধে আমরা খেলব।’’

ফেডারেশন কর্তারা ‘আদালতের বিচার্য বিষয়’ বলে এই ম্যাচ নিয়ে মুখ খুলতে নারাজ। তাঁরা ধরে নিয়েছেন, আদালতে মামলার শুনানি কয়েক দিন চলবে। তাই তাঁরা কাশ্মীরে আই লিগের ম্যাচ সংগঠন করতে মরিয়া। সে জন্যই এ দিন ২৮ ফেব্রুয়ারি ইস্টবেঙ্গল বনাম রিয়াল কাশ্মীর ম্যাচ শ্রীনগরেই হবে চিঠি দিয়ে জানিয়ে দেওয়া হয়েছে দুই ক্লাবকে। সব রকম নিরাপত্তাও দেওয়া হবে বলে জানানো হয়েছে লাল-হলুদ শিবিরকে। চিঠি পাওয়ার সঙ্গে সঙ্গে ইস্টবেঙ্গল জানিয়ে দিয়েছে, তাঁরা শ্রীনগরে গিয়ে খেলতে রাজি। দিল্লি থেকে ফোনে ফেডারেশনের এক কর্তা বললেন, ‘‘ইস্টবেঙ্গল ম্যাচ হয়ে গেলে মিনার্ভার দাবি আর টিকবে না। কাশ্মীরে যে ঘটনাই ঘটুক, প্রমাণ হয়ে যাবে শ্রীনগরে ম্যাচ সংগঠন করতে কোনও সমস্যা নেই। মিনার্ভা ইচ্ছাকৃত ভাবেই খেলতে যায়নি।’’ তাঁর যুক্তি ‘‘হাইকোর্টের রায় ফেডারেশনের বিপক্ষে গেলে উচ্চতর আদলতে যেতেও তখন সুবিধা হবে। সেখানে ইস্টবেঙ্গল-রিয়াল ম্যাচের মাঠের ছবি দেখানো যাবে।’’

লিগ টেবলের যা অবস্থা তাতে খেতাবের লড়াইয়ে প্রবল ভাবে রয়েছে রিয়াল কাশ্মীর। ফলে মিনার্ভা ম্যাচের ‘ওয়াকওভার’-এর তিন পয়েন্ট এবং তিন গোল তাদের দরকারই। পরিস্থিতি বুঝতে এ দিনই শ্রীনগর থেকে দিল্লিতে চলে এসেছেন রিয়াল কাশ্মীর কর্তারা। তাদের অন্যতম মালিক সন্দীপ ছাট্টু বললেন, ‘‘আইনজীবীদের সঙ্গে আলোচনা করতে দিল্লি এসেছি। আদালতের রায় যাতে আমাদের বিপক্ষে না যায়, সেটা দেখতে হবে। আমরাও মামলায় যুক্ত হতে পারি।’’ রিয়াল মামলায় যুক্ত হলে পরিস্থিতি আরও জটিল হবে সন্দেহ নেই। ভেস্তে যাওয়া খেলার ম্যাচ কমিশনারের রিপোর্ট ও প্রয়োজনীয় কাগজপত্র লিগ কমিটির কাছে পাঠিয়ে দিয়েছে ফেডারেশন। কিন্তু আদালতে মামলা থাকায় তা নিয়ে কোনও সিদ্ধান্ত নিতে পারবে না কমিটি।

এরই মধ্যে রিয়াল কাশ্মীরের পাশে দাঁড়িয়েছে দেশের অন্যতম সেরা ক্লাব বেঙ্গালুরু এফসি। ভূস্বর্গে একটি প্রদর্শনী ম্যাচ খেলতে চায় সুনীল ছেত্রী, উদান্ত সিংহদের ক্লাব। বেঙ্গালুরুর মালিক পার্থ জিন্দাল এ দিন টুইট করে লিখেছেন, ‘‘রিয়াল যদি চায় তা হলে কাশ্মীরে আমরা প্রদর্শনী ম্যাচ খেলতে রাজি। দেশের অন্যতম সুন্দর জায়গায় খেলার অপেক্ষায় আছি।’’ সঙ্গে সঙ্গেই এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে রিয়াল। তাদের পাল্টা টুইট, ‘‘আমরা সব ব্যবস্থা করছি। দারুণ একটা পরিবেশে খেলার ব্যবস্থা করব। এই ম্যাচটি হবে প্রয়াত জওয়ানদের উদ্দেশে শ্রদ্ধার্ঘ্য।’’ রাতে রিয়ালের মালিক সন্দীপ ছাট্টু বলেন, ‘‘লিগ শেষ হলে সুপার কাপের আগে ২৩ মার্চ এই ম্যাচ হবে।’’

অন্য বিষয়গুলি:

Football I League Real Kashmir
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE