নোভাক জোকোভিচ বনাম রাফায়েল নাদাল। ছবি: টুইটার থেকে
রাফায়েল নাদাল বনাম নোভাক জোকোভিচের ম্যাচ দেখার জন্য ১১টার পরেও মাঠে থাকার অনুমতি পেয়েছিলেন দর্শকরা। কার নির্দেশে শিথিল হল রাত কার্ফু? নেপথ্যে ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাকরন। দুই সেরা টেনিস খেলোয়াড়ের ম্যাচ দেখতে উপস্থিত দর্শকরাও রাষ্ট্রপতির সিদ্ধান্তকে সাধুবাদ জানালেন।
রাত ১১টার পর কার্ফু জারি হয় ফ্রান্সে। করোনার জন্যই এমন নিয়ম। এর আগে জোকোভিচ এবং মাতেও বেরেত্তিনির কোয়ার্টার ফাইনাল ম্যাচের সময় মাঠ থেকে বার করে দেওয়া হয়েছিল দর্শকদের। বহু দর্শক আপত্তিও জানিয়েছিলেন সেই ঘটনার। শুক্রবার যদিও তেমন কিছু হয়নি। তৃতীয় সেট শেষে ঘোষণা করা হয় যে কার্ফুর নিয়ম শিথিল করে ম্যাচ শেষ হওয়া অবধি মাঠে থাকার অনুমতি দেওয়া হল দর্শকদের। যাঁরা উঠে গিয়েছিলেন, তাঁরাও ফিরে আসতে শুরু করেন। চিৎকার করে গান গাইতে শুরু করেন প্রেসিডেন্টের উদ্দেশে।
ম্যাচ শেষে জোকোভিচ বলেন, “আমি খুশি যে ১১টার পর কার্ফু জারি করা হয়নি। আমি শুনতে পেলাম মাঠে থাকার অনুমতি দেওয়া হল। এমন একটা ম্যাচ যা সারা জীবন মনে থাকবে।” নাদাল বলেন, “আমি কখনও কখনও ক্লান্ত হয়ে পড়ছিলাম। দর্শকদের চিৎকার আমাকে ম্যাচে ফিরিয়ে নিয়ে আসছিল। দারুণ সমর্থন। ধন্যবাদ সকলকে।”
« Merci Macron ! » chante le public de @rolandgarros autorisé à rester après le couvre feu. #rolandgarros #couvrefeu pic.twitter.com/FAqrfeO5z4
— Morgan (@MorganRostagnat) June 11, 2021
৪ সেটের শেষে সুরকি কোর্টের সম্রাটকে হারিয়ে ফরাসি ওপেনের ফাইনালে উঠলেন জোকোভিচ। ২০১৬ সালের পর তাঁর সামনে ফের সুযোগ ফরাসি ওপেন জেতার। সামনে গ্রিসের ২২ বছরের স্টেফানোস চিচিপাস। প্রথম বার কোনও গ্র্যান্ড স্ল্যামের ফাইনালে চিচিপাস।
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy
We will send you a One Time Password on this mobile number or email id
Or Continue with
By proceeding you agree with our Terms of service & Privacy Policy