কিশান রুংতা। ফাইল ছবি
করোনায় প্রয়াত হলেন বিসিসিআই-এর প্রাক্তন নির্বাচক তথা রাজস্থানের প্রাক্তন ক্রিকেটার কিশান রুংতা। জয়পুরের একটি হাসপাতালে তাঁর মৃত্যু হয়েছে। বয়স হয়েছিল ৮৮। গত সপ্তাহে তাঁর করোনা রিপোর্ট পজিটিভ এসেছিল। শনিবার রাতে তিনি প্রয়াত হন।
১৯৯৮-এ মধ্যাঞ্চল থেকে জাতীয় নির্বাচক হয়েছিলেন তিনি। এ ছাড়া ১৯৫৩ থেকে ১৯৭০-এর মধ্যে রাজস্থানের হয়ে ৫৯টি প্রথম শ্রেণির ম্যাচ খেলেছেন। ২৭১৭ রান করেছেন তিনি।
১৯৭০-এর দশকে তাঁর বড় ভাই পুরুষোত্তম বিসিসিআই-এর কোষাধ্যক্ষ হিসেবে কাজ করেছেন। পুরুষোত্তমের ছেলে কিশোরও ২০০০-এর শুরুর দিকে একই পদে ছিলেন। প্রায় পাঁচ দশক ধরে রাজস্থানের ক্রিকেট শাসন করেছে রুংতা পরিবার। কিন্তু ২০০০-এর মাঝের দিকে রুংতা পরিবারের হাত থেকে ক্ষমতা ছিনিয়ে নেন অধুনা নির্বাসিত কর্তা ললিত মোদী।
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy