নেমার। —ফাইল চিত্র।
দল বদলের বাজারে আবার চমক দিল আল হিলাল। সৌদি প্রো লিগের ক্লাবটি নেমারের পর সই করাল সেভিয়ার গোলরক্ষক ইয়াসিন বাউনুকে। ফুটবলপ্রেমীদের কাছে তিনি বোনো নামে জনপ্রিয়। গত কাতার বিশ্বকাপে মরক্কোর সাফল্যে গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল তাঁর।
তিন বছরের চুক্তিতে আল হিলালে যোগ দিলেন ৩২ বছরের বোনো। শুক্রবার আল হিলাল কর্তৃপক্ষ সরকারি ভাবে চুক্তি সইয়ের কথা জানিয়েছেন। সমাজমাধ্যমে চুক্তির কথা জানিয়ে তাঁরা লিখেছেন, ‘‘অ্যাটলান্টিকের সিংহ আমাদের গোলরক্ষক।’’ বোনোর সঙ্গে চুক্তির অঙ্ক প্রকাশ করা হয়নি। সূত্রের খবর ট্রান্সফার ফি বাবদ সেভিয়া পাবে ২২.৮ মিলিয়ন ডলার বা প্রায় ১৯০ কোটি টাকা। আল হিলালের সভাপতি তথা সৌদি আরবের যুবরাজ আল-ওয়ালিদ বিন তালালের উদ্যোগেই বোনো যোগ দিয়েছেন সৌদি প্রো লিগের ক্লাবটিতে।
সদ্য প্রাক্তন হয়ে যাওয়া সেভিয়ার প্রথম গোলরক্ষক দু’বার ইউরোপা লিগ জিতেছেন। কাতার বিশ্বকাপে মরক্কোর সেমিফাইনালে ওঠার পিছনেও বোনোর গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল। রিয়াল মাদ্রিদ, বায়ার্ন মিউনিখের মতো ক্লাবের নজরে ছিলেন বোনো। কিন্তু আল হিলালের আর্থিক প্রস্তাবই সৌদিতে টেনে এনেছে মরক্কোর গোলরক্ষককে।
লিয়োনেল মেসিকে দলে নিতে আগ্রহী ছিলেন আল হিলাল কর্তৃপক্ষ। আর্জেন্টিনার অধিনায়ককে বিশাল আর্থিক প্রস্তাব দেওয়া হয়েছিল। কিন্তু মেসিকে রাজি করাতে পারেননি তাঁরা। দিন দুয়েক আগেই ব্রাজিলীয় তারকা নেমারকে দলে নিয়েছে আল হিলাল।
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy