সেরা: চ্যাম্পিয়নের ট্রফি নিয়ে এসএসবি দল। ছবি: সুদীপ্ত ভৌমিক।
কন্যাশ্রী কাপে চ্যাম্পিয়ন এসএসবি উওমেন এফসি। মঙ্গলবার কিশোরভারতী স্টেডিয়ামে তারা হারাল সাদার্ন সমিতিকে। ফল ১-০। একমাত্র গোলটি করেন রঞ্জিতা দেবী।
এ দিন ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক খেলে বিপক্ষকে কোণঠাসা করে দেয় এসএসবি। পাল্টা প্রতিআক্রমণ শানায় সাদার্ন সমিতি। কিন্তু তারা আসল কাজটি করতে ব্যর্থ। ম্যাচের সেরা হয়ে সাইকেল ও সোনার চেন পুরস্কার পেয়েছেন গোলদাতা রঞ্জিতা। প্রতিযোগিতার সেরা ফুটবলার নির্বাচিত হয়ে স্কুটি পুরস্কার পেলেন এসএসবি-র দুলার মারান্ডি। বিজয়ী দলকে ৫০ হাজার টাকা আর্থিক পুরস্কার ও ট্রফি দেওয়া হয়েছে। রানার্স সাদার্ন সমিতি পায় ট্রফি ও ২৫ হাজার টাকা আর্থিক পুরস্কার।
আইএফএ সচিব জয়দীপ মুখোপাধ্যায় বলছেন, ‘‘মহিলাদের নিয়ে এই কন্যাশ্রী কাপে ভালই সাড়া পেয়েছি গত দু’বছরে। আগামী বছরে পুরস্কার অর্থ বাড়ানো হচ্ছে। বিজয়ী দল তিন লক্ষ ও রানার্স দলকে ২ লক্ষ টাকা পুরস্কার দেব। এ ভাবেই খেলাটাকে প্রসারিত করতে চায় আইএফএ।’’ অনুষ্ঠানে হাজির ছিলেন রাজ্যের ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস-সহ প্রাক্তন ফুটবলারেরাও।
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy
We will send you a One Time Password on this mobile number or email id
Or Continue with
By proceeding you agree with our Terms of service & Privacy Policy