ট্রফি নিশ্চিত করতে আর মাত্র চার পয়েন্ট দরকার রিয়ালের। হাতে রয়েছে পাঁচটি ম্যাচ। তবে কোনও ম্যাচ না খেলেও চ্যাম্পিয়ন হতে পারে রিয়াল। যদি আতলেতিকো, বার্সা ও সেভিয়া নিজেদের পরের ম্যাচগুলিতে পয়েন্ট নষ্ট করে তা হলে আরও তাড়াতাড়ি লা লিগা চ্যাম্পিয়ন হবেন বেঞ্জেমারা।
লা লিগায় দাপট রিয়াল মাদ্রিদের ফাইল চিত্র
৩৫তম লা লিগা থেকে আর মাত্র চার পয়েন্ট দূরে রয়েছে রিয়াল মাদ্রিদ। ওসাসুনার বিরুদ্ধে ৩-১ গোলে জিতে লিগ শীর্ষে জায়গা আরও পাকা করেছেন করিম বেঞ্জেমারা। এই মুহূর্তে লিগ তালিকায় তাদের ধারেকাছে নেই কোনও দল।
ওসাসুনার বিরুদ্ধে রিয়ালের হয়ে গোল করেন ডেভিড আলাবা, মার্কো আসেন্সিয়ো ও লুকাস ভাজকেজ। বেঞ্জেমা দু’টি পেনাল্টি মিস করেন। তার পরেও ম্যাচ জিততে কোনও সমস্যা হয়নি কার্লো আঞ্চেলোত্তির দলকে।
এই মুহূর্তে লিগ তালিকায় ৭৮ পয়েন্ট রিয়ালের। দ্বিতীয় স্থানে থাকা আতলেতিকো মাদ্রিদের থেকে ১৭ পয়েন্ট এগিয়ে তারা। গ্রানাডার বিরুদ্ধে ড্র করায় আরও পয়েন্ট নষ্ট করেছেন দিয়োগো সিমিয়োনের ছেলেরা। তিন নম্বরে রয়েছে বার্সেলোনা। চারে সেভিয়া।
ট্রফি নিশ্চিত করতে আর মাত্র চার পয়েন্ট দরকার রিয়ালের। হাতে রয়েছে পাঁচটি ম্যাচ। তবে কোনও ম্যাচ না খেলেও চ্যাম্পিয়ন হতে পারে রিয়াল। যদি আতলেতিকো, বার্সা ও সেভিয়া নিজেদের পরের ম্যাচগুলিতে পয়েন্ট নষ্ট করে তা হলে আরও তাড়াতাড়ি লা লিগা চ্যাম্পিয়ন হবেন বেঞ্জেমারা।
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy