প্রিন্স উইলিয়াম (বাঁ দিকে) এবং ঋষি সুনক। — ফাইল চিত্র।
প্রথম বার মেয়েদের বিশ্বকাপের ফাইনালে উঠেছে ইংল্যান্ড। কিন্তু সেই বিশ্বকাপে দেশকে সমর্থন জানাতে অস্ট্রেলিয়ার সিডনিতে যাচ্ছেন না ব্রিটেনের রাজপুত্র প্রিন্স উইলিয়াম। প্রধানমন্ত্রী ঋষি সুনককেও দর্শকাসনে দেখা যাবে না। এই তথ্য প্রকাশ্যে আসতেই শুরু হয়েছে সমালোচনা। প্রশ্ন উঠছে, ছেলেরা ফাইনালে উঠলেও কি এই সিদ্ধান্ত নিতেন তাঁরা?
ইংল্যান্ডের ফুটবল সংস্থা ফুটবল অ্যাসোসিয়েশনের (এফএ) সভাপতি উইলিয়াম। সেই হিসাবে তাঁর ফাইনালে থাকা উচিত ছিল বলেই মনে করছেন অনেকে। কিন্তু উইলিয়াম মেয়েদের ফাইনালে ওঠাকে স্রেফ ‘অসাধারণ পারফরম্যান্স’ বলে দিয়েই কাজ সেরেছেন। তাতেই আরও চড়েছে সমালোচনার স্বর।
জানা গিয়েছে, পরিবেশ নিয়ে উইলিয়াম সচেতন। ইংল্যান্ড থেকে অস্ট্রেলিয়া বিমানে যেতে গেলে প্রচুর কার্বন নিঃসরণ হবে। তাই এত দূর যেতে চাইছেন না তিনি। তবে উইলিয়ামের যুক্তি মোটেই ধোপে টিকছে না। ছেলেদের দল বিশ্বকাপের ফাইনালে উঠলে উইলিয়াম অবশ্যই যেতেন বলে দাবি তুলেছেন কেউ কেউ।
If the England men’s team were playing in a World Cup Final, Prince William (FA President) would be there. Rishi Sunak would be there. They would make flying over to Australia look as easy as popping to the corner shop for a pint of milk.
— Simon Harris - Man Behaving Dadly (THAT’S DADLY) (@simonharris_mbd) August 17, 2023
গত বছর অক্টোবরেও উইলিয়াম জানিয়েছিলেন, বিশ্বকাপে ছেলেদের দলের খেলা দেখতে তিনি কাতারে যাবেন না। পরে আবার তাঁরই দফতর থেকে জানানো হয়, ফাইনালে উঠলে তিনি খেলা দেখতে যাবেন। এখন মেয়েদের দল ফাইনালে ওঠায় অস্ট্রেলিয়া যেতে কিসের সমস্যা, সেই প্রশ্ন তুলেছেন কেউ কেউ।
ইংল্যান্ডে মহিলাদের সমানাধিকার সংক্রান্ত একটি রাজনৈতিক দলের নেতৃ ম্যান্ডি রেইড বলেছেন, “ছেলেরা বিশ্বকাপ ফাইনালে উঠলে কোনও ভাবেই প্রিন্স উইলিয়াম মাঠে বসে খেলা দেখার সুযোগ হাতছাড়া করতেন না। অযৌক্তিক কারণ দেখিয়ে মেয়েদের বিশ্বকাপ ফাইনালে দেখতে যাচ্ছেন না উনি।”
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy
We will send you a One Time Password on this mobile number or email id
Or Continue with
By proceeding you agree with our Terms of service & Privacy Policy