Advertisement
৩০ অক্টোবর ২০২৪
Pep Guardiola

Pep Guardiola: শেষ ম্যাচে জীবন বাজি রাখার আহ্বান গুয়ার্দিওলার

৩৭ ম্যাচে ৯০ পয়েন্ট নিয়ে ইপিএল টেবলের শীর্ষ স্থানে রয়েছে ম্যান সিটি। এক ম্যাচ কম খেলে ৮৬ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে লিভারপুল।

ফাইল চিত্র।

ফাইল চিত্র।

নিজস্ব প্রতিবেদন
কলকাতা শেষ আপডেট: ১৭ মে ২০২২ ০৬:১৫
Share: Save:

ওয়েস্ট হ্যাম ইউনাইটেডের বিরুদ্ধে জিতলে ররিবারই কার্যন্ত নিশ্চিত হয়ে যেত ম্যাঞ্চেস্টার সিটির ইংলিশ প্রিমিয়ার লিগ চ্যাম্পিয়ন হওয়া। কিন্তু খেলা শেষ হওয়ার চার মিনিট আগে রিয়াদ মাহরেজ় পেনাল্টি নষ্ট করায় উদ্বেগ বাড়ল ম্যান সিটি সমর্থকের। এখন যা পরিস্থিতি তাতে শেষ ম্যাচে যে কোনও মূল্য জিততেই হবে কেভিন দ্য ব্রুনইদের।

এই মুহূর্তে ৩৭ ম্যাচে ৯০ পয়েন্ট নিয়ে ইপিএল টেবলের শীর্ষ স্থানে রয়েছে ম্যান সিটি। এক ম্যাচ কম খেলে ৮৬ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে লিভারপুল। অ্যাস্টন ভিলার বিরুদ্ধে শেষ ম্যাচে জিতলে ৯৩ পয়েন্ট হবে ম্যান সিটির। বাকি দু’টি ম্যাচে লিভারপুল জিতলে শেষ করবে ৯২ পয়েন্ট নিয়ে। অর্থাৎ, পেপ গুয়ার্দিওলার দল যদি পয়েন্ট নষ্ট করে, সেক্ষেত্রে মহম্মদ সালাহদের সামনে শেষ দু’টি ম্যাচে জিতে ইপিএল ছিনিয়ে নেওয়ার সুযোগ থাকবে। পেপ গুয়ার্দিওলা বলেছেন, ‘‘পরের সপ্তাহে অ্যাস্টন ভিলার বিরুদ্ধে ম্যাচে স্টেডিয়াম পুরো ভর্তি থাকবে। আমাদের দলের ফুটবলাররা এবং সমর্থকেরা নিজেদের জীবন দেওয়ার জন্য তৈরি থাকবে।’’

হার আর্সেনালের: ইপিএলে প্রথম চারে থাকতে মরিয়া আর্সেনাল ধাক্কা খেল সোমবার। গানার্সরা ০-২ হারল নিউক্যাসলের কাছে। ৫৫ মিনিটে বেন হোয়াইটের আত্মঘাতী গোল পিছিয়ে দেয় আর্সেনালকে। ৮৫ মিনিটে ব্রুনো গিমারায়েস ব্যবধান বাড়ান। ৩৭ ম্যাচে ৬৬ পয়েন্ট নিয়ে পাঁচ নম্বরে আর্সেনাল।

বিদায় সুয়ারেসের: আতলেতিকো দে মাদ্রিদের হয়ে ঘরের মাঠে শেষ ম্যাচ খেলে ফেললেন উরুগুয়ের স্ট্রাইকার লুইস সুয়ারেস। যদিও শেষ ম্যাচে জেতেনি তাঁর দল। সেভিয়ার বিরুদ্ধে ম্যাচ শেষ হল ১-১। ড্রয়ের সুবাদে সেভিয়া আগামী বছর চ্যাম্পিয়ন্স লিগে খেলবে।

জমজমাট সেরি আ: রবিবার জিতল দুই মিলানই। এসি মিলান ২-০ হারিয়েছে আটলান্টাকে। পরে ইন্টার মিলান ৩-১ হারিয়েছে ক্যালিয়ারিকে। ৩৭ ম্যাচে এসি মিলানের পয়েন্ট় ৮৩। ইন্টারের পয়েন্ট ৩৭ ম্যাচে ৮১।

অন্য বিষয়গুলি:

Pep Guardiola football Manchester City F.C
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE