Advertisement
২২ জানুয়ারি ২০২৫
Durand Cup 2024

‘প্রতিবাদ করতে জানি’! ডুরান্ড ফাইনালে ব্যানার উড়ছে যুবভারতীতে, মন্ত্রী অরূপও রইলেন সাক্ষী

ডুরান্ড কাপ ফাইনালেও দেখা গেল আরজি কর-কাণ্ডের প্রতিবাদ। ম্যাচ শুরুর আগে মোহনবাগানের সমর্থকেরা নামালেন দু’টি ব্যানার। সেটা হল রাজ্যের ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাসের সামনেই।

Mohun Bagan supporters’ protest yet again against RG Kar incident

এ বার ডুরান্ড ফাইনালেও দেখা গেল আরজি কর-কাণ্ডের প্রতিবাদ। ছবি: সংগৃহীত।

আনন্দবাজার অনলাইন ডেস্ক
শেষ আপডেট: ৩১ অগস্ট ২০২৪ ১৭:৫২
Share: Save:

ডুরান্ড কাপ ফাইনালেও দেখা গেল আরজি কর-কাণ্ডের প্রতিবাদ। ম্যাচ শুরুর আগে মোহনবাগানের সমর্থকেরা নামালেন দু’টি ব্যানার। সেটাও হল রাজ্যের ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাসের সামনেই। নর্থইস্ট ইউনাইটেডের বিরুদ্ধে মোহনবাগানের ম্যাচের আগে প্রতিবাদ দেখা গেল সমর্থকদের।

বেঙ্গালুরু এফসি-র বিরুদ্ধে সেমিফাইনালে যে ব্যানার নিয়ে মোহনবাগানের সমর্থকেরা হাজির হয়েছিলেন, সেই একই ব্যানার দেখা গেল এ দিনও। ব্যানারে দেখা গিয়েছে, ইস্টবেঙ্গল এবং মোহনবাগানের দুই মহিলা সমর্থক প্রতিবাদ জানাচ্ছেন। সঙ্গে লেখা ছিল, ‘হাতে হাত রেখে এ লড়াই, আমাদের বোনের বিচার চাই’।

এর সঙ্গেই শনিবার আরও একটি ব্যানার দেখা যায়। মহিলাদের রাত দখলের কর্মসূচিতে যে পোস্টার তৈরি করা হয়েছিল, অনেকটা সেই ধাঁচেই ব্যানার তৈরি করা হয়। সঙ্গে লেখা, ‘তোর কোনও ভয় নেই বোন, আমরা প্রতিবাদ করতে জানি’।

উল্লেখ্য, গত মঙ্গলবার বেঙ্গালুরু ম্যাচের আগে বিজ্ঞপ্তি জারি করে মাঠে কোনও টিফো, ব্যানার নিয়ে ঢোকায় নিষেধাজ্ঞা জারি করেছিল বিধাননগর পুলিশ। পুলিশের সেই নির্দেশিকা বাতিল করতে চেয়ে সে দিনই কলকাতা হাই কোর্টের দৃষ্টি আকর্ষণ করা হয়েছিল। পুলিশের নির্দেশিকাকে চ্যালেঞ্জ করে হাই কোর্টের দ্বারস্থ হয়েছিলেন ময়ূখ বিশ্বাস। হাই কোর্টে বিচারপতি হরিশ টন্ডন এবং বিচারপতি হিরণ্ময় ভট্টাচার্যের ডিভিশন বেঞ্চ নির্দেশ দেয়, টিফো নিয়ে মাঠে ঢোকা যাবে। কিন্তু সেই টিফো ভারী কোনও বস্তু দিয়ে তৈরি করা যাবে না। মামলাকারীর পক্ষে সওয়াল করেন আইনজীবী সব্যসাচী চট্টোপাধ্যায়।

সেই মতোই ম্যাচের পর প্রতিবাদ করেন সমর্থকেরা। তবে শনিবার কোনও নিষেধাজ্ঞা না থাকায় ম্যাচের আগেই প্রতিবাদ জানানো হয়।

অন্য বিষয়গুলি:

Durand Cup 2024 R G Kar Medical College And Hospital Incident Kolkata Doctor Rape-Murder Case Protest
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or Continue with

By proceeding you agree with our Terms of service & Privacy Policy