বৃষ্টির কারণে প্রথমার্ধের খেলা হওয়ার পরেই ম্যাচ স্থগিত হয়ে গিয়েছিল। ২৪ ঘণ্টা পরে হল দ্বিতীয়ার্ধের খেলা। ভবানীপুরকে ২-০ গোলে হারাল মহমেডান স্পোর্টিং ক্লাব। কলকাতা লিগের সুপার সিক্সের লড়াই জমিয়ে দিল তারা।
বুধবার প্রথমার্ধের খেলা ০-০ গোলে শেষ হয়। দু’দলই সুযোগ পেয়েছিল। কিন্তু গোল করতে পারেনি। মাঠে জল থাকায় ফুটবলারদের সমস্যা হচ্ছিল। বৃহস্পতিবার দ্বিতীয়ার্ধের খেলায় বৃষ্টি হয়নি। ফলে সময়েই খেলা শেষ করা গিয়েছে।
আরও পড়ুন:
দ্বিতীয়ার্ধে মহমেডানের জোড়া গোলই আসে পেনাল্টি থেকে। প্রথমে ৭৩ মিনিটের মাথায় গোল করেন লালনঘাইসাকা। গোল শোধের জন্য অনেক চেষ্টা করছিল ভবানীপুর। দু’দিন ধরে খেলা হওয়ায় সংযুক্তি সময় একটু বেশিই দেওয়া হয়। কিন্তু তাতে লাভ হয়নি ভবানীপুরের।
খেলা শেষ হওয়ার আগে দ্বিতীয় বার পেনাল্টি পায় মহমেডান। এ বার গোল করেন ইসরাফিল। তাঁর গোলে মহমেডানের জয় নিশ্চিত হয়। সুপার সিক্সে নিজেদের প্রথম ম্যাচ মহমেডান জেতায় জমে গেল সুপার সিক্সের লড়াই। গ্রুপ পর্বে অনেকটা এগিয়ে ছিল ভবানীপুর। মহমেডানের কাছে হারে ধাক্কা খেল তারা।