কিলিয়ান এমবাপের সুবাদে লা লিগার পয়েন্ট তালিকায় শীর্ষ স্থান ধরে রাখল রিয়াল মাদ্রিদ। ভিল্লারিয়ালের বিরুদ্ধে দলের ২-১ ব্যবধানে জয়ে গুরুত্বপূর্ণ অবদান রাখলেন ফরাসি স্ট্রাইকার। রিয়ালের দু’টি গোলই এর এমবাপের পা থেকে। ম্যাচের পর সূচি নিয়ে ক্ষোভ উগরে দিয়েছেন রিয়াল কোচ কার্লো আনচেলোত্তি।
লা লিগা জেতার দৌড়ে রিয়ালের সঙ্গে রয়েছে বার্সেলোনা এবং অ্যাতলেটিকো মাদ্রিদ। তিন ক্লাবের মধ্যে জোর লড়াই চলছে। পরিস্থিতি এমনই যে, একটি ম্যাচে পয়েন্ট নষ্ট মানেই পিছিয়ে পড়ার সম্ভাবনা। এমন চাপের পরিস্থিতিতে দলকে জয় এনে দিলেন এমবাপে।
ঘরের মাঠে ৭ মিনিটের মাথায় গোল করে ভিল্লারিয়েলকে এগিয়ে দেন হুয়ান ফয়েত। পিছিয়ে পড়ার পর আক্রমণের তীব্রতা বৃদ্ধি করেন রিয়ালের ফুটবলারেরা। ফলও মেলে হাতে নাতে। ১৭ মিনিটে রিয়ালকে সমতায় ফেরান এমবাপে। তার পর ২৩ মিনিটের মাথায় আবার গোল করে দলকে এগিয়ে দেন ফরাসি তারকা। এর পর গোটা ম্যাচে চেষ্টা করেও গোল করতে পারেনি দু’দলই। এই জয়ের ফলে ২৮ ম্যাচে ৬০ পয়েন্ট নিয়ে শীর্ষে রয়েছে রিয়াল। দ্বিতীয় স্থানে থাকা বার্সেলোনার সংগ্রহ ২৬ ম্যাচে ৫৭ পয়েন্ট। অন্য দিকে, ২৭ ম্যাচে ৫৬ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে রয়েছে অ্যাতলেটিকো মাদ্রিদ। শনিবার রিয়ালের কাছে হারায় ২৭ ম্যাচে ৪৪ পয়েন্ট নিয়ে পয়েন্ট তালিকায় পঞ্চম স্থানে থাকল ভিল্লারিয়েল।
এই ম্যাচের পর সূচি নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন রিয়াল কোচ আনচেলোত্তি। এক রকম হুমকিই দিয়েছেন তিনি। বুধবার রাতে চ্যাম্পিয়ন্স লিগে অ্যাতলেটিকো মাদ্রিদের বিপক্ষে খেলার তিন দিনের মধ্যেই ভিল্লারিয়েলের বিপক্ষে নামতে হয়েছে রিয়ালকে। আনচেলোত্তি বলেছেন, ‘‘এটাই শেষ। দু’টি ম্যাচের মধ্যে অন্তত ৭২ ঘণ্টার ব্যবধান না থাকলে আমরা ম্যাচ বয়কট করব। সূচি পরিবর্তনের জন্য আগে দু’বার লা লিগা কর্তৃপক্ষকে অনুরোধ করেছি আমরা। তবু কিছু হয়নি। এমন হলে আমরা আর খেলব না।’’ ফুটবলারদের প্রয়োজনীয় রিকভারি সময় দিতে প্রয়োজনে ফিফার দ্বারস্থ হওয়ার সম্ভাবনাও উড়িয়ে দেননি রিয়াল কোচ।