শুরু হল কন্যাশ্রী কাপ। নিজস্ব চিত্র
সোমবার থেকে শুরু হল কন্যাশ্রী কাপ। করোনার কারণে এক বছর বন্ধ ছিল আইএফএ আয়োজিত এই প্রতিযোগিতা। এ বার করোনার কারণে কিছুদিনের জন্য এই প্রতিযোগিতা পিছিয়ে দেওয়া হয়েছিল। অবশেষে সোমবার তাঁর সূচনা হল। প্রথম ম্যাচে চাঁদনি স্পোর্টিং ক্লাব মুখোমুখি হয়েছিল এসএসবি উওমেন এফসি-র। সেই ম্যাচে এসএসবি জিতল ৬-০ ব্যবধানে। জোড়া গোল রঞ্জিতা দেবীর। একটি করে গোল দুলার মারান্ডি, মুনেশ কুমারি, পূর্ণিমা লিন্ডা এবং অনীতা রানির।
সোমবার রবীন্দ্র সরোবর স্টেডিয়ামে এই প্রতিযোগিতার উদ্বোধন করা হয়। উপস্থিত ছিলেন রাজ্যের ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস। এ ছাড়া অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্তও ছিলেন। দু’দলের ফুটবলারদের সঙ্গে তাঁরা পরিচিত হন। ইস্টবেঙ্গল ক্লাবের তরফে দেবব্রত সরকার এবং মোহনবাগান ক্লাবের তরফে দেবাশিস দত্ত উপস্থিত ছিলেন।
মেয়েদের এই প্রতিযোগিতা শুরু হওয়ার কথা ছিল গত ৫ জানুয়ারি। কিন্তু সেই সময় করোনা সংক্রমণ বাড়তে শুরু করায় আইএফএ কর্তারা অংশগ্রহণকারী ক্লাবগুলির সঙ্গে বৈঠক করেন। সেখানে সিদ্ধান্ত নেওয়া হয় ১৫ দিনের জন্য স্থগিত করে দেওয়া হবে প্রতিযোগিতা। পরে পরিস্থিতি ভাল হলে প্রতিযোগিতা শুরু হবে। সেই মতো সোমবার থেকে শুরু হল প্রতিযোগিতা।
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy