বাবা ও ছেলে: জামশিদ নাসিরি এবং কিয়ান নাসিরি। —ফাইল চিত্র
কলকাতা ডার্বিতে হ্যাটট্রিক! কিয়ান নাসিরি এমন কাণ্ডই ঘটালেন শনিবার। ইস্টবেঙ্গলের প্রাক্তন ফুটবলার জামশিদ নাসিরির পুত্র বাবার নাম উজ্জ্বল করলেন কলকাতা ডার্বিতে। গর্বিত পিতা জানিয়ে দিলেন, এক দিন ভারতের হয়ে খেলুক তাঁর কিয়ান, এটাই তাঁর আশা।
আনন্দবাজার অনলাইনকে জামশিদ বললেন, “আমি দারুণ খুশি। খেলার রংটাই পাল্টে দিল ও। আমি গর্বিত।” খেলোয়াড় জীবনে জামশিদ লাল-হলুদ জার্সি পরে ৬৪টি গোল করেছেন। খেলেছেন মহমেডানের হয়েও। কিন্তু সবুজ মেরুন জার্সিতে কখনও খেলা হয়নি তাঁর। তবে ছেলে যে দলের হয়েই খেলুক খুশি জামশিদ। তিনি বলেন, “ইস্টবেঙ্গলের হয়ে খেলার সময় আমি ওই দলের প্রতি দায়বদ্ধ ছিলাম। আমার ছেলে মোহনবাগানের জন্য দায়বদ্ধ। ও ভাল খেলুক, এটাই আমি চাই।”
ছেলের সাফল্যে গর্বিত জামশিদ। তিনি বলেন, “আমি চাই এক দিন ভারতের হয়ে খেলুক কিয়ান। যে দলের হয়েই খেলুক ও সাফল্য পাক।”
শনিবার ১-৩ গোলে এটিকে মোহনবাগানের কাছে হেরে যায় এসসি ইস্টবেঙ্গল। শুরুতে পিছিয়ে গিয়েও নাসিরির হ্যাটট্রিকে ম্যাচ জেতে সবুজ-মেরুন।
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy