টানা ১১টি ম্যাচে জয় এটিকে মোহনবাগানের। এফসি গোয়াকে ২-০ গোলে হারিয়ে দিল তারা। জোড়া গোল করলেন মনবীর সিংহ। গোয়াকে হারিয়ে ১৫ ম্যাচে ২৯ পয়েন্ট হয়ে গেল মোহনবাগানের।
ম্যাচের শুরুতে ৩ মিনিটের মাথায় গোল করে দলকে এগিয়ে দিয়েছিলেন মনবীর। লিস্টন কোলাসোর কর্নার থেকে হেডে গোল করেন তিনি। কোলাসো নিজেও এর পর সুযোগ পেয়ে গিয়েছিলেন গোল করার। কিন্তু সফল হননি। ৪৩ মিনিটের মাথায় মাঠের আলো নিভে যায়। খেলা বন্ধ রাখতে হয় কিছু ক্ষণ। প্রথমার্ধে ১-০ গোলে এগিয়ে থেকেই সাজঘরে ফেরেন সবুজ-মেরুন ফুটবলাররা।
দ্বিতীয়ার্ধের খেলা শুরু হতে ফের গোল করেন মনবীর। দলকে ২-০ গোলে এগিয়ে দেন তিনি। দ্বিতীয়ার্ধে ম্যাচ শুরু হওয়ার ১৪ সেকেন্ডের মধ্যে গোল করেন মনবীর।
FULL-TIME | #FCGATKMB
— Indian Super League (@IndSuperLeague) February 15, 2022
An entertaining #HeroISL clash sees @atkmohunbaganfc pick up all 3️⃣ points and do the double over @FCGoaOfficial! 💥 #HeroISL #LetsFootball pic.twitter.com/VwEDwYEXJr
এই জয়ের ফলে লিগ শীর্ষে থাকা হায়দরাবাদের সঙ্গে সমান পয়েন্ট হল মোহনবাগানের। যদিও সবুজ-মেরুন শিবির একটি ম্যাচ কম খেলেছে। ১৫ ম্যাচ খেলে তাদের পয়েন্ট ২৯। শনিবার কেরল ব্লাস্টার্সের মুখোমুখি হবে মোহনবাগান।