Advertisement
০৫ নভেম্বর ২০২৪
indian super league

ISL 2021-22: করোনার থাবা! এ বার বেঙ্গালুরুর বিরুদ্ধে ম্যাচও স্থগিত এটিকে মোহনবাগানের

শনিবার সন্ধ্যায় গোয়ার ফতোরদার জওহরলাল নেহরু স্টেডিয়ামে ম্যাচটি হওয়ার কথা ছিল। জানানো হয়েছে, কয়েক দিন পরে এই ম্যাচটি হবে।

ফের এটিকে মোহনবাগানের ম্যাচ স্থগিত

ফের এটিকে মোহনবাগানের ম্যাচ স্থগিত ছবি: টুইটার

নিজস্ব প্রতিবেদন
কলকাতা শেষ আপডেট: ১৫ জানুয়ারি ২০২২ ১১:২৭
Share: Save:

আশঙ্কা ছিল। সেটাই হল। ওড়িশা এফসি-র পরে এ বার বেঙ্গালুরু এফসি-র বিরুদ্ধে এটিকে মোহনবাগানের ম্যাচও স্থগিত করে দেওয়া হল। শনিবার সন্ধ্যায় গোয়ার ফতোরদার জওহরলাল নেহরু স্টেডিয়ামে ম্যাচটি হওয়ার কথা ছিল। জানানো হয়েছে, কয়েক দিন পরে এই ম্যাচটি হবে। সেই সূচি পরে জানিয়ে দেওয়া হবে।

আইএসএল-এর তরফে জানানো হয়েছে, প্রতিটি খেলার আগে বেশ কয়েকটি বিষয় মাথায় রাখা হচ্ছে। যেমন, কোনও ক্লাব দল নামামোর মতো অবস্থায় রয়েছে কি না, কোনও ক্লাবের কত ফুটবলার করোনা আক্রান্ত হয়েছেন প্রভ়ৃতি। এই সব বিষয় বিবেচনা করেই শনিবারের ম্যাচ স্থগিত রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

আয়োজকদের তরফে আরও জানানো হয়েছে, জৈবদুর্গের মধ্যে থাকা ফুটবলারদের শারীরিক সুস্থতা তাদের কাছে সব থেকে বেশি গুরুত্বপূর্ণ। তাই প্রতিটি ক্লাবের দিকে নজর রাখা হচ্ছে। পরিস্থিতি অনুয়ায়ী ব্যবস্থা নেওয়া হচ্ছে।

এটিকে মোহনবাগানে কোভিড থাবা বসিয়েছে অনেক আগেই। গত শনিবার জানা যায় রয় কৃষ্ণ এবং সন্দেশ জিঙ্ঘন করোনা আক্রান্ত হয়েছেন। এ ছাড়াও আরও দুই ফুটবলারের করোনা পরীক্ষার ফল পজিটিভ আসে। ফলে শনিবার ওড়িশা এফসি-র বিরুদ্ধে তাদের ম্যাচ স্থগিত হয়ে যায়। দু’ দিন পরে সোমবার এটিকে মোহনবাগানের আরও চার জনের করোনা পরীক্ষার ফল পজিটিভ আসে।

সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE