Advertisement
০৪ নভেম্বর ২০২৪
ISL 2021-22

ISl 2021-22: তিনে উঠল চেন্নাইয়িন

ছয় ম্যাচে ১১ পয়েন্ট নিয়ে চেন্নাইয়িন চলে এল তৃতীয় স্থানে। আর এই ম্যাচ হারায় ছ’ম্যাচে ৯ পয়েন্ট নিয়ে ওড়িশা চলে গেল পঞ্চম স্থানে।

ছবি টুইটার।

ছবি টুইটার।

নিজস্ব প্রতিবেদন
কলকাতা শেষ আপডেট: ১৯ ডিসেম্বর ২০২১ ০৭:২৪
Share: Save:

আইএসএল

চেন্নাইয়িন এফসি ২ ওড়িশা এফসি ১

তিলক ময়দানে শনিবার চেন্নাইয়িনকে হারাতে পারলেই পয়েন্ট তালিকায় এগিয়ে যাওয়ার সুযোগ ছিল ওড়িশা এফসির সামনে। কিন্তু শেষ পর্যন্ত চেন্নাইয়ের দলটির বিরুদ্ধে ১-২ হারায় লিগ তালিকায় এক ধাপ নেমে গেল ওড়িশার দলটি। ম্যাচ জিতে লিগে প্রথম চার দলের মধ্যে চলে এল চেন্নাইয়িন এফসি।

ছয় ম্যাচে ১১ পয়েন্ট নিয়ে চেন্নাইয়িন চলে এল তৃতীয় স্থানে। আর এই ম্যাচ হারায় ছ’ম্যাচে ৯ পয়েন্ট নিয়ে ওড়িশা চলে গেল পঞ্চম স্থানে।

২৩ মিনিটে ডানদিক থেকে ভেসে আসা বল ধরে তা ওড়িশার জালে জড়িয়ে দেন চেন্নাইয়িনের জরমনপ্রীত সিংহ। বিরতিতে ম্যাচের ফল ছিল ১-০। ৬৩ মিনিটে চেন্নাইয়িনের হয়ে ২-০ করেন মিরলান মুরজায়েভ। ৯০ মিনিটে ওড়িশার হয়ে ব্যবধান কমান জাভি হার্নান্দেস। অন্য ম্যাচে, এফসি গোয়া ও হায়দরাবাদের ম্যাচ ১-১ ড্র হয়। ৫৪ মিনিটে হায়দরাবাদের জোয়েল শিয়ানিস গোল করেন। ৬২ মিনিটে। সমতা ফেরান আরিয়ান ক্যাবরেরা।

অন্য বিষয়গুলি:

ISL 2021-22 Chennayin FC Odisha FC
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE