পহেলগাঁওয়ে ২২ এপ্রিল ঘটে যাওয়া নারকীয় ঘটনার নিন্দা করার ভাষা খুঁজে পাচ্ছেন না কেউই। শাহরুখ খান, সলমন খান থেকে ভিকি কৌশল, প্রিয়ঙ্কা চোপড়া— গোটা বলিউড প্রতিবাদে মুখর। বলিউডে বাতিল হচ্ছে নতুন ছবির একাধিক প্রচার অনুষ্ঠান। গুঞ্জন, তার মধ্যেই নাকি কেউ কেউ পাকিস্তানের হয়েও প্রশ্ন তুলেছেন। অনেক তারকা অভিনেতাদের অনুরাগীরা মন্তব্য বাক্সে এসে প্রশ্ন তুলছেন, ‘এতে পড়শি দেশের লাভ কী?' এ বার তাঁদের এক হাত নিলেন ভাগ্যশ্রী। তাঁর সপাট প্রশ্ন, “এত বোকা কেন! এই ধরনের প্রশ্ন করার কোনও মানে হয়?”
কাশ্মীর ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছিল। পর্যটকেরাও ইদানীং বে়ড়াতে আসছিলেন। তাঁদের মন থেকে ভয় মুছে যাচ্ছিল। জীবন স্বাভাবিক হচ্ছিল কাশ্মীরিদেরও। তার মধ্যেই পহেলগাঁওয়ের মতো ঘটনা। নিরীহ পর্যটকদের অকারণ হত্যা। আবারও রক্তাক্ত উপত্যকা। এই ঘটনা বাকিদের মতো মেনে নিতে পারছেন না অভিনেত্রীও। পাশাপাশি, কাশ্মীরিদের সমবেদনা জানিয়েছেন সলমনের নায়িকা। তাঁর মতে, তাঁদের আবারও পুরনো ছন্দে ফিরতে হবে।
আরও পড়ুন:
উল্লেখ্য, পর্যটকদের উপরে সন্ত্রাসবাদীদের হামলার তিন দিন কেটে গিয়েছে। আতঙ্ক জমাটবাঁধা ভূস্বর্গের অলিতে গলিতে। অধিবাসীরা দফায় দফায় প্রতিবাদ মিছিলে যোগ দিয়েছেন। ঘটনার তীব্র নিন্দা জানিয়েছেন তাঁরাও। যে সমস্ত পর্যটক এখনও কাশ্মীরে আটকে তাঁদের বিনা পারিশ্রমিকে নিরাপদে বিমানবন্দর, রেলওয়ে স্টেশনে পৌঁছে দেওয়ার দায়িত্ব নিয়েছেন স্থানীয় অটো, টোটো, রিক্সা চালকেরা।