Advertisement
২২ ডিসেম্বর ২০২৪
fifa world cup

বিশ্বকাপের শেষ ষোলোয় আর্জেন্টিনার প্রতিপক্ষ কে? কাদের বিরুদ্ধে খেলতে হবে ফ্রান্সকে?

গ্রুপ সি-র শীর্ষে শেষ করে পরের রাউন্ডে গিয়েছে আর্জেন্টিনা। অন্য দিকে গ্রুপ ডি-র শীর্ষে শেষ করেছে ফ্রান্স। প্রি-কোয়ার্টার ফাইনালে কাদের মুখোমুখি হবে আর্জেন্টিনা ও ফ্রান্স?

বিশ্বকাপের প্রি-কোয়ার্টার ফাইনালে পৌঁছে গিয়েছে আর্জেন্টিনা। সেখানে মেসিদের মুখোমুখি কারা?

বিশ্বকাপের প্রি-কোয়ার্টার ফাইনালে পৌঁছে গিয়েছে আর্জেন্টিনা। সেখানে মেসিদের মুখোমুখি কারা? ছবি: রয়টার্স

নিজস্ব প্রতিবেদন
শেষ আপডেট: ০১ ডিসেম্বর ২০২২ ০৮:৩৯
Share: Save:

পোল্যান্ডকে ২-০ গোলে হারিয়ে বিশ্বকাপের প্রি-কোয়ার্টার ফাইনালে পৌঁছে গিয়েছে আর্জেন্টিনা। গ্রুপ সি-র শীর্ষে শেষ করেছে তারা। অন্য দিকে আর্জেন্টিনার কাছে হেরেও শেষ ষোলোয় উঠেছে রবার্ট লেয়নডস্কির পোল্যান্ড। প্রি-কোয়ার্টার ফাইনালে কাদের বিরুদ্ধে খেলবেন লিয়োনেল মেসিরা?

ফিফার সূচি অনুযায়ী, প্রি-কোয়ার্টার ফাইনালে গ্রুপ সি ও গ্রুপ ডি-র চার দলের খেলা হবে নিজেদের মধ্যে। গ্রুপ সি-র শীর্ষে থাকা দল খেলবে গ্রুপ ডি-র দ্বিতীয় স্থানে থাকা দলের বিরুদ্ধে। আবার গ্রুপ ডি-র শীর্ষে থাকা দল খেলতে গ্রুপ সি-র দ্বিতীয় স্থানে থাকা দলের বিরুদ্ধে।

গ্রুপ সি-র শীর্ষে রয়েছে আর্জেন্টিনা। দ্বিতীয় স্থানে রয়েছে পোল্যান্ড। অন্য দিকে গ্রুপ ডি-র শীর্ষে রয়েছে ফ্রান্স। দ্বিতীয় স্থানে শেষ করেছে অস্ট্রেলিয়া।

এই সূচি অনুযায়ী, আর্জেন্টিনার বিরুদ্ধে খেলবে অস্ট্রেলিয়া। ৩ ডিসেম্বর, শনিবার আহমেদ বিন আলি স্টেডিয়ামে হবে সেই খেলা। ভারতীয় সময় রাত ১২.৩০ মিনিটে শুরু হবে মেসিদের খেলা।

অন্য দিকে ফ্রান্সের বিরুদ্ধে প্রি-কোয়ার্টার ফাইনালে খেলবে পোল্যান্ড। ৪ ডিসেম্বর, রবিবার আল থুমামা স্টেডিয়ামে হবে সেই খেলা। ভারতীয় সময় রাত ৮.৩০ মিনিটে শুরু হবে ম্যাচ।

অন্য বিষয়গুলি:

fifa world cup Lionel Messi Argentina Football France Football
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or Continue with

By proceeding you agree with our Terms of service & Privacy Policy