FIFA World Cup 2022: Seven interesting facts in this year’s football world cup dgtl
FIFA World Cup 2022
নজরে ৭: কাতারে ফুটবল বিশ্বকাপের আগেই রেকর্ড বইয়ে কী ভাবে ঢুকে পড়লেন মেসিরা
আগামী রবিবার থেকে শুরু হতে চলেছে ফুটবল বিশ্বকাপ। কাতারে ফুটবল বিশ্বকাপ শুরু হওয়ার আগে দেখে নেওয়া যাক এমন সাতটি বিষয়, যা এ বার ঘটতে চলেছে।
নিজস্ব প্রতিবেদন
শেষ আপডেট: ১৭ নভেম্বর ২০২২ ০৯:০৪
Share:Save:
এই খবরটি সেভ করে রাখার জন্য পাশের আইকনটি ক্লিক করুন।
০১০৮
২০ ডিসেম্বর থেকে শুরু হতে চলেছে ফুটবল বিশ্বকাপ। এ বারই প্রথম মধ্যপ্রাচ্যে হতে চলেছে ফুটবল বিশ্বকাপ। তার আগে চোখ রাখা যাক এমন কিছু বিষয়ে, যা এ বারের বিশ্বকাপে ঘটতে চলেছে।
০২০৮
সব থেকে তরুণ ফুটবলার: এ বারের বিশ্বকাপের সব থেকে তরুণ ফুটবলার জার্মানির ইউসুফা মৌকোকো। তাঁর জন্ম ২০০৪ সালের ২০ নভেম্বর। সেই হিসাবে মৌকোকো মাত্র ১৭ বছর বয়সে বিশ্বকাপের প্রথম ম্যাচ খেলবেন।
০৩০৮
সব থেকে বয়স্ক ফুটবলার: এ বারের বিশ্বকাপের সব থেকে বয়স্ক ফুটবলার মেক্সিকোর আলফ্রেডো তালাভেরা। তাঁর জন্ম ১৯৮২ সালের ১৮ সেপ্টেম্বর। ৪০ বছর বয়সে বিশ্বকাপ খেলতে নামবেন তিনি।
০৪০৮
সব থেকে খর্বকায় ফুটবলার: কাতার বিশ্বকাপের সব থেকে খর্বকায় ফুটবলার মরক্কোর ইলিয়াস চেয়ার। তাঁর উচ্চতা ৫ ফুট ২ ইঞ্চি।
০৫০৮
সব থেকে দীর্ঘকায় ফুটবলার: নেদারল্যান্ডসের আন্দ্রিয়েস নোপ্পের্ত এ বারের বিশ্বকাপের সব থেকে দীর্ঘকায় ফুটবলার। তাঁর উচ্চতা ৬ ফুট ৬ ইঞ্চি।
০৬০৮
সব থেকে বেশি ম্যাচ খেলা ফুটবলার: লিয়োনেল মেসি। ২০০৬, ২০১০, ২০১৪ ও ২০১৮, চারটি বিশ্বকাপে মোট ১৯টি ম্যাচ খেলেছেন তিনি। এ বারের বিশ্বকাপে নামা কোনও ফুটবলার এত ম্যাচ খেলেননি।
০৭০৮
সব থেকে বেশি গোল: এ বারের বিশ্বকাপে যে ফুটবলাররা খেলছেন তাঁদের মধ্যে সব থেকে বেশি গোল করেছেন জার্মানির থমাস মুলার। বিশ্বকাপে ১০টি গোল করেছেন তিনি।
০৮০৮
সব থেকে বেশি অ্যাসিস্ট: এই নজিরও মুলারের দখলে। জার্মানির এই ফুটবলার এখনও পর্যন্ত বিশ্বকাপে ৬টি অ্যাসিস্ট করেছেন।