Advertisement
০৩ নভেম্বর ২০২৪
FIFA World Cup 2022

গ্রুপ শীর্ষে থেকে শেষ ষোলোয় উঠলে মেসিদের প্রতিপক্ষ কে? দু’নম্বরে থাকলে সামনে কোন দল

আর্জেন্টিনা প্রি-কোয়ার্টার ফাইনালে উঠতে পারলে তাদের প্রতিপক্ষ কারা হতে পারে? গ্রুপ শীর্ষে শেষ করলে কাদের সামনে পড়তে হবে মেসিদের? দ্বিতীয় স্থানে থাকলে কাদের বিরুদ্ধে খেলতে হবে?

গ্রুপ শীর্ষে থেকে শেষ করতে না পারলে শেষ ষোলোয় শক্তিশালী দলের বিরুদ্ধে খেলতে হতে পারে মেসিদের।

গ্রুপ শীর্ষে থেকে শেষ করতে না পারলে শেষ ষোলোয় শক্তিশালী দলের বিরুদ্ধে খেলতে হতে পারে মেসিদের। —ফাইল চিত্র

নিজস্ব প্রতিবেদন
শেষ আপডেট: ২৯ নভেম্বর ২০২২ ১৮:০৭
Share: Save:

এখনও বিশ্বকাপের প্রি-কোয়ার্টার ফাইনাল নিশ্চিত হয়নি আর্জেন্টিনার। তার জন্য গ্রুপের শেষ ম্যাচে পোল্যান্ডের বিরুদ্ধে জিততে হবে লিয়োনেল মেসিদের। পোল্যান্ডের বিরুদ্ধে ড্র করলেও শেষ ষোলোয় যাওয়ার সুযোগ রয়েছে তাঁদের। তবে সে ক্ষেত্রে প্রি-কোয়ার্টার ফাইনালেই কড়া প্রতিপক্ষের সামনে পড়তে হতে পারে তাঁদের।

বিশ্বকাপের সূচি অনুযায়ী, প্রি-কোয়ার্টার ফাইনালে গ্রুপ সি ও গ্রুপ ডি-র মধ্যে খেলা হবে। গ্রুপ সি-তে রয়েছে আর্জেন্টিনা, পোল্যান্ড, সৌদি আরব ও মেক্সিকো। অন্য দিকে গ্রুপ ডি-তে রয়েছে ফ্রান্স, অস্ট্রেলিয়া, ডেনমার্ক ও তিউনিশিয়া।

দু’টি গ্রুপের আটটি দলই এখনও পর্যন্ত ২টি করে ম্যাচ খেলেছে। গ্রুপ সি-তে শীর্ষে পোল্যান্ড। তাদের পয়েন্ট ৪। দ্বিতীয় স্থানে থাকা আর্জেন্টিনার পয়েন্ট ৩। একই পয়েন্ট নিয়ে গোল পার্থক্যে তৃতীয় স্থানে সৌদি আরব। চতুর্থ স্থানে থাকা মেক্সিকোর পয়েন্ট ১।

অন্য দিকে গ্রুপ ডি-র শীর্ষে ফ্রান্স। তাদের পয়েন্ট ৬। প্রথম দল হিসাবে বিশ্বকাপের শেষ ষোলো নিশ্চিত করেছে ফ্রান্স। ৩ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে অস্ট্রেলিয়া। তৃতীয় স্থানে থাকা ডেনমার্কের পয়েন্ট ১। একই পয়েন্ট নিয়ে গোল পার্থক্যে চার নম্বরে তিউনিশিয়া।

এই গ্রুপের শেষ ম্যাচে ফ্রান্সের মুখোমুখি তিউনিশিয়া। এমবাপেরা যা খেলছে তাতে শেষ ম্যাচে তাদের জেতার সম্ভাবনা বেশি। ড্র করলেও শীর্ষে থেকে প্রি-কোয়ার্টার ফাইনালে যাবে ফ্রান্স। কোনও কারণে যদি তারা তিউনিশিয়ার কাছে হেরে যায় তাও গোল পার্থক্যে তাদেরই শীর্ষে শেষ করার কথা। অন্য দিকে দ্বিতীয় স্থানে থাকার সব থেকে সুযোগ বেশি অস্ট্রেলিয়ার। ডেনমার্ককে হারাতে পারলে বা তাদের বিরুদ্ধে ড্র করলে প্রি-কোয়ার্টার ফাইনালে পা দেবে তারা। কিন্তু ডেনমার্ক যদি অস্ট্রেলিয়াকে হারিয়ে দেয় তা হলে দ্বিতীয় দল হিসাবে বিশ্বকাপের শেষ ষোলোয় যাবে তারা।

অন্য দিকে গ্রুপ শীর্ষে থাকতে হলে পোল্যান্ডের বিরুদ্ধে জিততেই হবে মেসিদের। জিতলে ৬ পয়েন্ট হবে তাদের। কিন্তু আর্জেন্টিনা ড্র করলে তাদের তাকিয়ে থাকতে হবে সৌদি বনাম মেক্সিকো ম্যাচের দিকে। সেই ম্যাচে মেক্সিকো জিতলে বা ম্যাচ ড্র হলে দ্বিতীয় স্থানে শেষ করার সুযোগ থাকবে মেসিদের।

প্রি-কোয়ার্টার ফাইনালে গ্রুপ সি-র শীর্ষে থাকা দলের বিরুদ্ধে খেলবে গ্রুপ ডি-র দ্বিতীয় স্থানে থাকা দল। আবার গ্রুপ ডি-র শীর্ষে থাকা দলের বিরুদ্ধে খেলবে গ্রুপ সি-র দ্বিতীয় স্থানে থাকা দল। অর্থাৎ আর্জেন্টিনা গ্রুপ শীর্ষে শেষ করলে অস্ট্রেলিয়া বা ডেনমার্কের মধ্যে কোনও দলের বিরুদ্ধে খেলবে তারা। কিন্তু দ্বিতীয় স্থানে শেষ করলে শেষ ষোলোয় ফ্রান্সের সামনে পড়ার সম্ভাবনা মেসিদের। ফ্রান্স অনেক কঠিন প্রতিপক্ষ। তাই পোল্যান্ডকে হারিয়ে গ্রুপ শীর্ষে শেষ করতে চাইবেন মেসিরা।

অন্য বিষয়গুলি:

FIFA World Cup 2022 Lionel Messi Argentina Football
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE