Advertisement
১৯ ডিসেম্বর ২০২৪
বিশ্বকাপ জিতলেন মেসিরা।

বিশ্বকাপ জিতলেন মেসিরা। ছবি: রয়টার্স

নিজস্ব প্রতিবেদন
শেষ আপডেট: ১৯ ডিসেম্বর ২০২২ ১০:০৬
Share: Save:
শুধু মূল বিষয়গুলি
timer শেষ আপডেট: ১৮ ডিসেম্বর ২০২২ ২৩:২৬ key status

৩৬ বছর ট্রফি আর্জেন্টিনার

দুর্দান্ত ম্যাচের অবসান হল টাইব্রেকারে। ৪-২ ব্যবধানে টাইব্রেকারে জিতে বিশ্বকাপ নিয়ে গেল ফ্রান্স। বিশ্বকাপ ফাইনালে হ্যাটট্রিক করেও ট্র্যাজিক হিরো থাকতে হল এমবাপেকে।

timer শেষ আপডেট: ১৮ ডিসেম্বর ২০২২ ২৩:২২ key status

চুয়ামেনির শট বাইরে

পোস্টের বাইরে মারলেন চুয়ামেনি।

Advertisement
timer শেষ আপডেট: ১৮ ডিসেম্বর ২০২২ ২৩:২১ key status

গোল ডিবালার

দ্বিতীয় শটে গোল ডিবালার।

timer শেষ আপডেট: ১৮ ডিসেম্বর ২০২২ ২৩:২০ key status

কোমানের শট সেভ

ডান দিকে ঝাঁপিয়ে বাঁচালেন মার্তিনেস।

timer শেষ আপডেট: ১৮ ডিসেম্বর ২০২২ ২৩:২০ key status

গোল মেসির

প্রথম শটে গোল মেসির।

timer শেষ আপডেট: ১৮ ডিসেম্বর ২০২২ ২৩:১৯ key status

গোল এমবাপের

প্রথম শটে গোল এমবাপের।

Advertisement
timer শেষ আপডেট: ১৮ ডিসেম্বর ২০২২ ২৩:১৬ key status

ম্যাচ টাইব্রেকারে

আর্জেন্টিনা-ফ্রান্স ফাইনাল গড়াল টাইব্রেকারে। কে জিতবে বিশ্বকাপ?

timer শেষ আপডেট: ১৮ ডিসেম্বর ২০২২ ২৩:১১ key status

১১৯ মিনিট। গোওওওওওওওওওল

এর থেকে ভাল বিশ্বকাপ ফাইনাল আর হতে পারে? অতিরিক্ত সময়ে পিছিয়ে গিয়েও সমতা ফেরাল ফ্রান্স। পেনাল্টি থেকে গোল করলেন এমবাপে। বিপক্ষ গোলকিপার এমিলিয়ানোর কিছু করার ছিল না। 

timer শেষ আপডেট: ১৮ ডিসেম্বর ২০২২ ২৩:০৬ key status

পেনাল্টি পেল ফ্রান্স

এমবাপের শট আটকাতে গিয়ে বক্সের মধ্যেই বল হাতে লাগালেন মন্তিয়েল। রেফারি সঙ্গে সঙ্গে পেনাল্টির নির্দেশ দিলেন।

timer শেষ আপডেট: ১৮ ডিসেম্বর ২০২২ ২৩:০৫ key status

১১৪ মিনিট

যে ভাবে নির্ধারিত সময়ের শেষ দিকে গোলদু’টি করেছিল ফ্রান্স, তাতে ম্যাচ অতিরিক্ত সময়ে গড়ালেও শুরুতেই গোল করে ম্যাচ শেষ করে দেওয়া উচিত ছিল তাদের। সেটা না করে অহেতুক অপেক্ষা করার মাসুল হয়তো দিতে হতে পারে তাদের।

timer শেষ আপডেট: ১৮ ডিসেম্বর ২০২২ ২৩:০২ key status

১০৮ মিনিট। গোওওওওওওওওওওওওওল। অতিরিক্ত সময়ে গোল মেসির

দুরন্ত আক্রমণে গোল দিলেন মেসি। লাউতারো মার্তিনেসের শট দারুণ ভাবে বাঁচিয়ে দিলেও শেষ রক্ষা করতে পারলেন না। ফিরতি বল মেসির হাঁটুতে লেগে গোলে ঢুকে গেল। বিশ্বকাপের ফাইনালে জোড়া গোল হয়ে গেল মেসির। ফ্রান্স অফসাইডের আবেদন করেছিল। কিন্তু ভার-এর চিত্রে দেখা গেল, ফ্রান্সের ডিফেন্ডার কিছুটা ভেতরে ঢুকে ছিলেন।

timer শেষ আপডেট: ১৮ ডিসেম্বর ২০২২ ২২:৫২ key status

জোড়া আক্রমণ আর্জেন্টিনার

হঠাৎই জেগে উঠল আর্জেন্টিনা। প্রথমে লাউতারোর শট বাঁচালেন ফরাসি ডিফেন্ডার। পর ক্ষণেই ম্যাক অ্যালিস্টারের শট হেড করে উড়িয়ে দিলেন ভারানে।

timer শেষ আপডেট: ১৮ ডিসেম্বর ২০২২ ২২:৪৯ key status

আক্রমণ বাড়াতে চাইছে আর্জেন্টিনা

গোলের লক্ষ্যে আলভারেসকে তুলে লাউতারোকে নামালেন স্কালোনি। তবে এখনও সে ভাবে গোলের মুখ খুলতে পারেনি আর্জেন্টিনা। এমবাপের একটি মুভ বাদে ফ্রান্সেরও বলার মতো আক্রমণ হয়নি।

timer শেষ আপডেট: ১৮ ডিসেম্বর ২০২২ ২২:৪১ key status

চাপ নিয়ে নামল আর্জেন্টিনা

শেষ মুহূর্তে দু’টি গোল পেয়ে যাওয়ায় অনেক বেশি উৎসাহ নিয়ে খেলতে নেমেছে ফ্রান্স। উল্টো দিকে, আর্জেন্টিনার ফুটবলারদের আত্মবিশ্বাস কিছুটা কম লাগছে। শেষ বেলায় দু’টি গোল খেয়ে যাওয়া অনেকেই বিশ্বাস করতে পারছেন না। 

timer শেষ আপডেট: ১৮ ডিসেম্বর ২০২২ ২২:৩৫ key status

ম্যাচ আরও ৩০ মিনিট

নির্ধারিত সময়ে আর কোনও গোল হল না। ম্যাচ গড়াল অতিরিক্ত সময়ে। শেষ ১০ মিনিটে একের পর এক আক্রমণ দেখা গেল ফ্রান্সের। আরও একটি গোল করতে পারত তারা। 

timer শেষ আপডেট: ১৮ ডিসেম্বর ২০২২ ২২:৩১ key status

দুর্ধর্ষ শট মেসির, দুর্দান্ত সেভ লরিসের

বাঁ দিক থেকে বল নিয়ে ফ্রান্সের গোলমুখে ঢুকছিলেন মেসি। বক্সের বাইরে থেকেই বাঁ পায়ে দুরন্ত শট নিয়েছিলেন তিনি। এক হাতে অনবদ্য ভঙ্গিতে সেটি বাঁচিয়ে দিলেন হুগো লরিস। দিনের সেরা সেভ। ম্যাচের প্রথম দিকে যে ঝাঁজ দেখা যাচ্ছিল আর্জেন্টিনার আক্রমণে, সেই ঝাঁজ দেখা গেল ফ্রান্সের খেলায়।

timer শেষ আপডেট: ১৮ ডিসেম্বর ২০২২ ২২:২৮ key status

৯০+৪ মিনিট

আবার আক্রমণ করেছিল ফ্রান্স। এ বার বাঁ দিক থেকে আক্রমণে ঢুকেছিলেন কিংসলে কোমান। পাস দিয়েছিলেন এমবাপে। সেখান থেকে বল পেয়ে হাঁবিয়ের শট বাঁচিয়ে দিলেন এমিলিয়ানো। শেষ বেলায় এসে অসাধারণ খেলা দেখাচ্ছে ফ্রান্স। 

timer শেষ আপডেট: ১৮ ডিসেম্বর ২০২২ ২২:২১ key status

শেষ বেলায় কি নায়ক এমবাপে?

গোটা ম্য়াচে তাঁকে খুঁজেই পাওয়া যায়নি। শেষ বেলায় এসে কি সব হিসাব পাল্টে দেবেন এমবাপে? দ্বিতীয় গোলটি দেখে সেটা মনে হতে বাধ্য। হাঁবিয়ের পাস পেয়ে যে ভাবে শরীর নিয়ন্ত্রণে রেখে বল মাটিতে পড়তে না দিয়ে শট করলেন, তা দেখে বোঝাই গিয়েছে, তিনিই পরবর্তী প্রজন্মের নায়ক হওয়ার অধিকারী। সে তিনি শেষ পর্যন্ত কাপ জিতুন বা না-ই জিতুন।

timer শেষ আপডেট: ১৮ ডিসেম্বর ২০২২ ২২:১৯ key status

দুর্ধর্ষ এমবাপে

ফাইনালের শেষ প্রান্তে এসে মাতিয়ে দিলেন এমবাপে। দু’মিনিটে দু’টি গোল করলেন তিনি। প্রথমে ফ্রান্সের আক্রমণের সময় বক্সের মধ্যে হাঁটু দিয়ে কোলো মুয়ানিকে মারেন ওটামেন্ডি। পেনাল্টি থেকে গোল করেন এমবাপের। পরের মুহূর্তেই আবার আক্রমণ করে ফ্রান্স। ডান দিক থেকে এমবাপেকে লম্বা বল বাড়িয়েছিলেন কোমান। হাঁবিয়ের সঙ্গে দ্রুত পাস খেলে মাটিতে পড়ে যেতে যেতে অনবদ্য শটে গোল করলেন।

timer শেষ আপডেট: ১৮ ডিসেম্বর ২০২২ ২২:০৯ key status

৭৫ মিনিট

ফ্রান্স কতটা বিভ্রান্ত সেটা তাদের খেলা দেখেই বোঝা যাচ্ছে। নিজেদের মধ্যে পাস খেলতে গিয়ে বল বাইরেই বের করে দিলেন ফুটবলাররা। নিজেদের মধ্যে কোনও বোঝাপড়াই নেই তাদের। নিয়ন্ত্রণে থাকা বলও হারিয়ে ফেলল তারা।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
Follow us on: Save:
Advertisement
Advertisement

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or Continue with

By proceeding you agree with our Terms of service & Privacy Policy