Advertisement
০২ নভেম্বর ২০২৪
FIFA World Cup 2022

গ্যারেথ বেলের দেশকে হারিয়ে দিল ইরান, বিশ্বকাপে আবার এশিয়ার রূপকথা

আগের ম্যাচে ইংল্যান্ডের কাছে ছ’গোল খেয়েছিল ইরান। সেই দেশই গ্যারেথ বেলের ওয়েলসকে হারিয়ে দিল দ্বিতীয় ম্যাচে। একেবারে শেষ মুহূর্তে গোল করেন রুজবে চেশমি।

গোলের পর ইরানের ফুটবলারদের উচ্ছ্বাস।

গোলের পর ইরানের ফুটবলারদের উচ্ছ্বাস। ছবি: রয়টার্স

নিজস্ব প্রতিবেদন
শেষ আপডেট: ২৫ নভেম্বর ২০২২ ১৭:৩৬
Share: Save:

বিশ্বকাপে আবার এশিয়া দেশের রূপকথা। সৌদি আরব, জাপানের পর এ বার ইরান। গ্যারেথ বেলের দেশ ওয়েলসকে বিশ্বকাপের দ্বিতীয় ম্যাচে ২-০ গোলে হারিয়ে দিল তারা। গোল করলেন রুজবে চেশমি এবং রামিন রেজিয়ান। দু’টি গোলই হয়েছে অতিরিক্ত সময়ে। ওয়েলসের গোলকিপার লাল কার্ড দেখে বেরিয়ে যাওয়ার পর।

ম্যাচের আগেই নজির গড়ে ফেলেন গ্যারেথ বেল। ক্রিস গুন্টারকে টপকে ওয়েলসের হয়ে সবচেয়ে বেশি ম্যাচে খেলার নজির গড়লেন তিনি (১১০)। তবে ম্যাচে তাঁকে সে ভাবে দেখা গেল। শুরুটা ভাল করে ওয়েলই। ১২ মিনিটের মাথায় কিফার মুর ইরানের গোল লক্ষ্য করে শট নেন। ডান দিক দিয়ে পাস বাড়িয়েছিলেন রবার্টস। তবে মুরের শট সরাসরি হোসেন হোসেইনির হাতে যায়।

ম্যাচের গতির বিপরীতে আক্রমণ করে হঠাৎই গোল করে দেয় ইরান। নিজেদের অর্ধে বল ক্লিয়ার করে সতীর্থকে পাস বাড়িয়েছিলেন রবার্টস। তাঁর থেকে বল কেড়ে নেন গোলিজাদেহ। সর্দার আজমুনের সঙ্গে পাস খেলে আক্রমণে উঠতে থাকেন। এক দম শেষে পাস বাড়ান আজমুনকে। আজমুনের সামনে সুযোগ ছিল নিজেই শট নেওয়ার। কিন্তু তিনি গোলিজাদেহকে পাস দিতে যান। গোলিজাদেহ বল জালে জড়ালেও সাদা চোখেই বোঝা গিয়েছিল তিনি অফসাইড। রেফারি ভার-এর সঙ্গে কথা বলে গোল বাতিল করে দেন।

এর পর দু’দলই একে অপরকে আক্রমণ করতে থাকে। কিন্তু কেউই গোলের মুখ খুলতে পারছিল না। শেষ দিকে নুরুল্লাহির পাস থেকে আজমুন আবার গোল করার সুযোগ পেয়েছিলেন। তবে কাজে লাগাতে পারেননি। তবে আজমুনকে নামানোয় এ দিন ইরানের আক্রমণ ভাগ অনেক শক্তিশালী লেগেছে।

অন্য বিষয়গুলি:

FIFA World Cup 2022 Gareth Bale Wales Iran
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE