Advertisement
২৩ জানুয়ারি ২০২৫
FIFA World Cup 2022

কেউ মডেল, কেউ চিয়ার লিডার, কেউ গৃহবধূ! এদের নিয়েই বিশ্বকাপের ৩৩তম দল, সদস্য কারা

বিশ্বকাপের সময় ফুটবলারদের নিয়ে আগ্রহের অন্ত থাকে না। নজরে থাকেন তাঁদের স্ত্রী, বান্ধবীরাও। বিখ্যাত ফুটবলারদের স্ত্রী, বান্ধবীদের অনেকেই অন্য পেশায় সফল। কেউ আবার ডাকসাইটে সুন্দরী।

শেষ আপডেট: ২০ নভেম্বর ২০২২ ০৯:১০
Share: Save:
০১ ৩০
আর দিন নয়। চলছে ঘণ্টা, মিনিট, সেকেন্ডের হিসাব। সময় যত এগোচ্ছে কাতার বিশ্বকাপ ঘিরে উত্তেজনার পারদ তত চড়ছে। মাঠের লড়াইয়ের আকর্ষণের কেন্দ্রে লিয়োনেল মেসি, ক্রিশ্চিয়ানো রোনাল্ডো, নেমাররা। গ্যালারির আকর্ষণের কেন্দ্রে তাঁদের স্ত্রী, বান্ধবীরা।

আর দিন নয়। চলছে ঘণ্টা, মিনিট, সেকেন্ডের হিসাব। সময় যত এগোচ্ছে কাতার বিশ্বকাপ ঘিরে উত্তেজনার পারদ তত চড়ছে। মাঠের লড়াইয়ের আকর্ষণের কেন্দ্রে লিয়োনেল মেসি, ক্রিশ্চিয়ানো রোনাল্ডো, নেমাররা। গ্যালারির আকর্ষণের কেন্দ্রে তাঁদের স্ত্রী, বান্ধবীরা।

০২ ৩০
ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর বান্ধবী জর্জিনা রদ্রিগেজ় ফুটবল বিশ্বে পরিচিত মুখ। বিভিন্ন অনুষ্ঠানে তাঁকে দেখা যায় পর্তুগিজ তারকার সঙ্গে। তিনি আদতে এক জন স্প্যানিশ মডেল এবং নৃত্যশিল্পী।

ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর বান্ধবী জর্জিনা রদ্রিগেজ় ফুটবল বিশ্বে পরিচিত মুখ। বিভিন্ন অনুষ্ঠানে তাঁকে দেখা যায় পর্তুগিজ তারকার সঙ্গে। তিনি আদতে এক জন স্প্যানিশ মডেল এবং নৃত্যশিল্পী।

০৩ ৩০
উরুগুয়ের অভিজ্ঞ স্ট্রাইকার লুই সুয়ারেসের স্ত্রী সোফিয়া বলবিও পরিচিত মুখ। তিনিও থাকবেন কাতারের গ্যালারিতে। ছোটবেলার বন্ধু সোফিয়াই সুয়ারেসকে পেশাদার ফুটবলার হতে উৎসাহিত করেন।

উরুগুয়ের অভিজ্ঞ স্ট্রাইকার লুই সুয়ারেসের স্ত্রী সোফিয়া বলবিও পরিচিত মুখ। তিনিও থাকবেন কাতারের গ্যালারিতে। ছোটবেলার বন্ধু সোফিয়াই সুয়ারেসকে পেশাদার ফুটবলার হতে উৎসাহিত করেন।

০৪ ৩০
কোস্টারিকার গোলরক্ষক কেলর নাভাসের স্ত্রী আন্দ্রেয়া সালাস পেশায় মডেল। একাধিক সৌন্দর্য প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছেন তিনি। আন্দ্রেয়া এক জন ফিটনেস বিশেষজ্ঞও। ইলেক্ট্রো বডি সেন্টার নামে তাঁর একটি ফিটনেস সেন্টার রয়েছে।

কোস্টারিকার গোলরক্ষক কেলর নাভাসের স্ত্রী আন্দ্রেয়া সালাস পেশায় মডেল। একাধিক সৌন্দর্য প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছেন তিনি। আন্দ্রেয়া এক জন ফিটনেস বিশেষজ্ঞও। ইলেক্ট্রো বডি সেন্টার নামে তাঁর একটি ফিটনেস সেন্টার রয়েছে।

০৫ ৩০
স্পেনের আলভারো মোরাতার স্ত্রী অ্যালিস ক্যাম্পেলোও ফুটবলপ্রেমীদের কাছে পরিচিত। তাঁর জন্ম ইতালিতে। পেশায় মডেল ক্যাম্পেলো। কাতারের গ্যালারিতে তাঁকেও দেখা যাবে।

স্পেনের আলভারো মোরাতার স্ত্রী অ্যালিস ক্যাম্পেলোও ফুটবলপ্রেমীদের কাছে পরিচিত। তাঁর জন্ম ইতালিতে। পেশায় মডেল ক্যাম্পেলো। কাতারের গ্যালারিতে তাঁকেও দেখা যাবে।

০৬ ৩০
এ বারই প্রথম বিশ্বকাপ খেলবেন ওয়েলসের গ্যারেথ বেল। তাঁর স্ত্রী এমা রাইস-জোন্সও ফুটবলপ্রেমীদের কাছে পরিচিত। আগে মডেলিং করলেও এখন তিনি কোনও পেশার সঙ্গে যুক্ত নন।

এ বারই প্রথম বিশ্বকাপ খেলবেন ওয়েলসের গ্যারেথ বেল। তাঁর স্ত্রী এমা রাইস-জোন্সও ফুটবলপ্রেমীদের কাছে পরিচিত। আগে মডেলিং করলেও এখন তিনি কোনও পেশার সঙ্গে যুক্ত নন।

০৭ ৩০
কাতার বিশ্বকাপে আমেরিকার অন্যতম ভরসা টেলর অ্যাডামস। এই মিডফিল্ডারের বান্ধবী সারা স্মিটও ফুটবলপ্রেমীদের কাছে জনপ্রিয় মুখ। তিনিও থাকবেন কাতারের গ্যালারিতে।

কাতার বিশ্বকাপে আমেরিকার অন্যতম ভরসা টেলর অ্যাডামস। এই মিডফিল্ডারের বান্ধবী সারা স্মিটও ফুটবলপ্রেমীদের কাছে জনপ্রিয় মুখ। তিনিও থাকবেন কাতারের গ্যালারিতে।

০৮ ৩০
উরুগুয়ের আর এক ফুটবলার ফেডেরিকো ভালভের্দের স্ত্রী মিনা বোনিনোও বেশ জনপ্রিয়। তিনি আদতে আর্জেন্টিনার বাসিন্দা। মিনায় পেশায় ক্রীড়া সাংবাদিক।

উরুগুয়ের আর এক ফুটবলার ফেডেরিকো ভালভের্দের স্ত্রী মিনা বোনিনোও বেশ জনপ্রিয়। তিনি আদতে আর্জেন্টিনার বাসিন্দা। মিনায় পেশায় ক্রীড়া সাংবাদিক।

০৯ ৩০
ফুটবলপ্রেমীদের নজরে থাকবেন নেদারল্যান্ডসের রক্ষণ ভাগের ফুটবলার মাথিয়াস দি লিটের বান্ধবী অ্যানিকি মোলেনার। তিনি পেশায় এক জন মডেল। অ্যানিকির বাবাও ছিলেন পেশাদার ফুটবলার।

ফুটবলপ্রেমীদের নজরে থাকবেন নেদারল্যান্ডসের রক্ষণ ভাগের ফুটবলার মাথিয়াস দি লিটের বান্ধবী অ্যানিকি মোলেনার। তিনি পেশায় এক জন মডেল। অ্যানিকির বাবাও ছিলেন পেশাদার ফুটবলার।

১০ ৩০
বেলজিয়ামের গোলরক্ষক থিবো কুর্তোয়ার বান্ধবী মিশেল জারজ়িগও ফুটবলবিশ্বে পরিচিত মুখ। তাঁদের সম্পর্কের বয়স অবশ্য বছর দেড়েকের। মিশেল এক জন ইজ়রায়েলের মডেল।

বেলজিয়ামের গোলরক্ষক থিবো কুর্তোয়ার বান্ধবী মিশেল জারজ়িগও ফুটবলবিশ্বে পরিচিত মুখ। তাঁদের সম্পর্কের বয়স অবশ্য বছর দেড়েকের। মিশেল এক জন ইজ়রায়েলের মডেল।

১১ ৩০
কাতারে থাকবেন ইংল্যান্ডের ফুটবলার রাহিম স্টার্লিংয়ের বান্ধবী পেজ মিলিয়ান। ম্যাঞ্চেস্টার সিটির স্ট্রাইকারের স্ত্রী পেশায় মডেল। পেজের নিজের একটি ব্যবসাও রয়েছে।

কাতারে থাকবেন ইংল্যান্ডের ফুটবলার রাহিম স্টার্লিংয়ের বান্ধবী পেজ মিলিয়ান। ম্যাঞ্চেস্টার সিটির স্ট্রাইকারের স্ত্রী পেশায় মডেল। পেজের নিজের একটি ব্যবসাও রয়েছে।

১২ ৩০
আমেরিকার গোলরক্ষক মেমো ওচোয়ার স্ত্রী কার্লা মোরার দিকে নজর থাকতে পারে ফুটবলপ্রেমীদের। তিন সন্তানের জননী কার্লার পেশা মডেলিং। ২০১৭ সালে বিয়ে হয় তাঁদের।

আমেরিকার গোলরক্ষক মেমো ওচোয়ার স্ত্রী কার্লা মোরার দিকে নজর থাকতে পারে ফুটবলপ্রেমীদের। তিন সন্তানের জননী কার্লার পেশা মডেলিং। ২০১৭ সালে বিয়ে হয় তাঁদের।

১৩ ৩০
আর্জেন্টিনার ফুটবলার রদ্রিগো দি পলের বান্ধবী টিনি আর্জেন্টিনার জনপ্রিয় পপ শিল্পী। কয়েক বছরের সম্পর্ক তাঁদের। যদিও হাটে হাঁড়ি ভেঙেছেন মেসি।

আর্জেন্টিনার ফুটবলার রদ্রিগো দি পলের বান্ধবী টিনি আর্জেন্টিনার জনপ্রিয় পপ শিল্পী। কয়েক বছরের সম্পর্ক তাঁদের। যদিও হাটে হাঁড়ি ভেঙেছেন মেসি।

১৪ ৩০
জার্মান ফুটবলার কাই হাভার্ৎজের বান্ধবী সোফিয়া ওয়েবারও যথেষ্ট জনপ্রিয় মুখ। তিনি জার্মানির ফ্যাশন মডেল এবং অভিনেত্রী। জার্মানির টেলিভিশনেও পরিচিত মুখ তিনি। সোফিয়া ছোট থেকেই হাভার্ৎজের বন্ধু ছিলেন।

জার্মান ফুটবলার কাই হাভার্ৎজের বান্ধবী সোফিয়া ওয়েবারও যথেষ্ট জনপ্রিয় মুখ। তিনি জার্মানির ফ্যাশন মডেল এবং অভিনেত্রী। জার্মানির টেলিভিশনেও পরিচিত মুখ তিনি। সোফিয়া ছোট থেকেই হাভার্ৎজের বন্ধু ছিলেন।

১৫ ৩০
লুকা মদ্রিচের প্রাক্তন স্ত্রী ভানা বসনিচও পরিচিত মুখ। ক্রোয়েশিয়ার তারকা ফুটবলারের বিচ্ছেদ হয়ে গিয়েছে স্ত্রীর সঙ্গে। যদিও সন্তানদের জন্য তাঁদের মধ্যে যোগাযোগ রয়েছে। বসনিচ প্রাক্তন বাস্কেটবল খেলোয়াড়। তাঁর একটি রেস্তোরাঁ রয়েছে।

লুকা মদ্রিচের প্রাক্তন স্ত্রী ভানা বসনিচও পরিচিত মুখ। ক্রোয়েশিয়ার তারকা ফুটবলারের বিচ্ছেদ হয়ে গিয়েছে স্ত্রীর সঙ্গে। যদিও সন্তানদের জন্য তাঁদের মধ্যে যোগাযোগ রয়েছে। বসনিচ প্রাক্তন বাস্কেটবল খেলোয়াড়। তাঁর একটি রেস্তোরাঁ রয়েছে।

১৬ ৩০
নজর থাকবে ফ্রান্সের কিলিয়ন এমবাপের বান্ধবী অ্যালিসিয়া অ্যালিসের উপরেও। প্রাক্তন মিস ফ্রান্সের কয়েক বছরের সম্পর্ক এমবাপের। এখনও বিয়ে করেননি তাঁরা।

নজর থাকবে ফ্রান্সের কিলিয়ন এমবাপের বান্ধবী অ্যালিসিয়া অ্যালিসের উপরেও। প্রাক্তন মিস ফ্রান্সের কয়েক বছরের সম্পর্ক এমবাপের। এখনও বিয়ে করেননি তাঁরা।

১৭ ৩০
সেনেগালের সাদিও মানের বান্ধবীও থাকবেন নজরে। মেলিসা রেড্ডি পেশায় ক্রীড়া সাংবাদিক। তিনি ফুটবল মহলে পরিচিত মূলত তাঁর পেশার জন্য।

সেনেগালের সাদিও মানের বান্ধবীও থাকবেন নজরে। মেলিসা রেড্ডি পেশায় ক্রীড়া সাংবাদিক। তিনি ফুটবল মহলে পরিচিত মূলত তাঁর পেশার জন্য।

১৮ ৩০
নেদারল্যান্ডসের ফুটবলার ফ্রেঙ্কি দি জংয়ের বান্ধবী মিক্কি কিয়েমেনি এক জন পেশাদার হকি খেলোয়াড়। ২০১৪ সাল থেকে তাঁদের সম্পর্ক। স্কুলে তাঁরা একসঙ্গে পড়তেন।

নেদারল্যান্ডসের ফুটবলার ফ্রেঙ্কি দি জংয়ের বান্ধবী মিক্কি কিয়েমেনি এক জন পেশাদার হকি খেলোয়াড়। ২০১৪ সাল থেকে তাঁদের সম্পর্ক। স্কুলে তাঁরা একসঙ্গে পড়তেন।

১৯ ৩০
ডেনমার্কের গোলরক্ষক ক্যাসপার স্কিমিসেলের স্ত্রী স্টিনি স্কিমিসেলকে নিয়ে আগ্রহ রয়েছে ফুটবল জনতার। তিনি সমাজসেবী। কাজ করেন সমাজের পিছিয়ে পড়া অংশের শিশুদের নিয়ে।

ডেনমার্কের গোলরক্ষক ক্যাসপার স্কিমিসেলের স্ত্রী স্টিনি স্কিমিসেলকে নিয়ে আগ্রহ রয়েছে ফুটবল জনতার। তিনি সমাজসেবী। কাজ করেন সমাজের পিছিয়ে পড়া অংশের শিশুদের নিয়ে।

২০ ৩০
আমেরিকার আর এক ফুটবলার ম্যাট টার্নারের স্ত্রী অ্যাসলি হেরনও ফুটবল মহলে জনপ্রিয় মুখ। অ্যাসলি পেশায় চিয়ার লিডার।

আমেরিকার আর এক ফুটবলার ম্যাট টার্নারের স্ত্রী অ্যাসলি হেরনও ফুটবল মহলে জনপ্রিয় মুখ। অ্যাসলি পেশায় চিয়ার লিডার।

২১ ৩০
ইংল্যান্ডের জ্যাক গ্রিলিশের বান্ধবীও জনপ্রিয়তায় পিছিয়ে নেই। সাশা অ্যাটউড এক জন মডেল। যদিও ইউটিউবার হিসাবে তিনি বেশি পরিচিত।

ইংল্যান্ডের জ্যাক গ্রিলিশের বান্ধবীও জনপ্রিয়তায় পিছিয়ে নেই। সাশা অ্যাটউড এক জন মডেল। যদিও ইউটিউবার হিসাবে তিনি বেশি পরিচিত।

২২ ৩০
স্পেনের ফেরান তোরেসের বান্ধবী সিরা মার্টিনেজ় সমাজমাধ্যমের পরিচিত মুখ। তাঁর আর একটি পরিচয় হল তিনি স্পেনের কোচ লুই এনরিকের কন্যা। তিনি পেশাদার শো জাম্পার।

স্পেনের ফেরান তোরেসের বান্ধবী সিরা মার্টিনেজ় সমাজমাধ্যমের পরিচিত মুখ। তাঁর আর একটি পরিচয় হল তিনি স্পেনের কোচ লুই এনরিকের কন্যা। তিনি পেশাদার শো জাম্পার।

২৩ ৩০
ব্রাজিলের ফিলিপে কুটিনহোর স্ত্রী অ্যানও জনপ্রিয় মুখ। তিন সন্তানের মা অবশ্য কোনও পেশার সঙ্গে যুক্ত নন।

ব্রাজিলের ফিলিপে কুটিনহোর স্ত্রী অ্যানও জনপ্রিয় মুখ। তিন সন্তানের মা অবশ্য কোনও পেশার সঙ্গে যুক্ত নন।

২৪ ৩০
ব্রাজিলেরই আর এক ফুটবলার মারকুইনহোসের বান্ধবীও সে দেশে বেশ জনপ্রিয়। গায়িকা এবং ব্লগার ক্যারোল ক্যাবরিনোকে দেখতেও আগ্রহী থাকবেন ফুটবলপ্রেমীরা।

ব্রাজিলেরই আর এক ফুটবলার মারকুইনহোসের বান্ধবীও সে দেশে বেশ জনপ্রিয়। গায়িকা এবং ব্লগার ক্যারোল ক্যাবরিনোকে দেখতেও আগ্রহী থাকবেন ফুটবলপ্রেমীরা।

২৫ ৩০
সার্বিয়ার ফুটবলার দুসান লাহভিচের বান্ধবী ক্যারোলিনা স্ট্রামারে ইতালির মেগান ফক্স হিসাবে বিখ্যাত। তিনি প্রাক্তন মিস ইটালি এবং পেশাদার মডেল।

সার্বিয়ার ফুটবলার দুসান লাহভিচের বান্ধবী ক্যারোলিনা স্ট্রামারে ইতালির মেগান ফক্স হিসাবে বিখ্যাত। তিনি প্রাক্তন মিস ইটালি এবং পেশাদার মডেল।

২৬ ৩০
আমেরিকার ওয়াকার জ়িমেরম্যানের স্ত্রী স্যালি টাকারও জনপ্রিয় মুখ। তিনি এক জন পেশাদার রূপটান শিল্পী। ২০১৬ সালে বিয়ে তাঁদের।

আমেরিকার ওয়াকার জ়িমেরম্যানের স্ত্রী স্যালি টাকারও জনপ্রিয় মুখ। তিনি এক জন পেশাদার রূপটান শিল্পী। ২০১৬ সালে বিয়ে তাঁদের।

২৭ ৩০
বেলজিয়ামের তারকা কেভিন ডি ব্রুয়েনের স্ত্রী মিচেল ল্যাক্রোইক্স সৌন্দর্যে টেক্কা দিতে পারেন যে কাউকে। তিনি পেশায় বিজ্ঞাপনের নির্দেশক।

বেলজিয়ামের তারকা কেভিন ডি ব্রুয়েনের স্ত্রী মিচেল ল্যাক্রোইক্স সৌন্দর্যে টেক্কা দিতে পারেন যে কাউকে। তিনি পেশায় বিজ্ঞাপনের নির্দেশক।

২৮ ৩০
আর্জেন্টিনার পাওলো ডিবালার বান্ধবী ওরিয়ানা সাবাতিনিকে নিয়েও আগ্রহ রয়েছে ফুটবল জনতার। তিনি পেশায় গায়িকা, অভিনেত্রী এবং মডেল।

আর্জেন্টিনার পাওলো ডিবালার বান্ধবী ওরিয়ানা সাবাতিনিকে নিয়েও আগ্রহ রয়েছে ফুটবল জনতার। তিনি পেশায় গায়িকা, অভিনেত্রী এবং মডেল।

২৯ ৩০
এর পর আসবেন রবার্ট লেয়নডস্কি বিয়ে করেছেন তাঁর ব্যক্তিগত ফিটনেস ট্রেনার আনা লেয়নডস্কিকে। ক্যারাটেতে দক্ষ লেয়নডস্কির সুন্দরী স্ত্রী।

এর পর আসবেন রবার্ট লেয়নডস্কি বিয়ে করেছেন তাঁর ব্যক্তিগত ফিটনেস ট্রেনার আনা লেয়নডস্কিকে। ক্যারাটেতে দক্ষ লেয়নডস্কির সুন্দরী স্ত্রী।

৩০ ৩০
লিয়োনেল মেসির স্ত্রী আন্তোনেয়া রোকুজোর পরিচয় আলাদা করে দেওয়ার নয়। তাঁরা দু’জনে ছেলেবেলার বন্ধু। পেশায় তিনি দাঁতের চিকিৎসক। কাতারের ফুটবল জনতার নজরে অবশ্যই থাকবেন আন্তোনিয়া।

লিয়োনেল মেসির স্ত্রী আন্তোনেয়া রোকুজোর পরিচয় আলাদা করে দেওয়ার নয়। তাঁরা দু’জনে ছেলেবেলার বন্ধু। পেশায় তিনি দাঁতের চিকিৎসক। কাতারের ফুটবল জনতার নজরে অবশ্যই থাকবেন আন্তোনিয়া।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
Follow us on: Save:
Advertisement

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or Continue with

By proceeding you agree with our Terms of service & Privacy Policy