কাতার বিশ্বকাপের দলে সুযোগ পেয়েই বান্ধবীকে বিয়ের প্রস্তাব দিলেন ব্রাজিলের পেড্রো। ছবি: টুইটার।
প্রথম বার সুযোগ পেয়েছেন দেশের বিশ্বকাপ দলে। ফ্ল্যামেঙ্গোর তরুণ স্ট্রাইকার পেদ্রো স্যান্তোসের কাছে দিনটা তাই বিশেষ। এই দিনটাকে আরও বিশেষ করে তুলতে বান্ধবীকে বিয়ের প্রস্তাব দিয়ে ফেললেন তিনি।
সোমবার কাতার বিশ্বকাপের জন্য ২৬ জনের দল ঘোষণা করেছেন ব্রাজিলের কোচ তিতে। দলে সুযোগ পাওয়ার আশা ছিল পেদ্রোর। দল ঘোষণার সময় বাড়িতে পরিবারের অন্য সদস্যদের সঙ্গে টেলিভিশনের সামনে বসেছিলেন তিনি। ছিলেন তাঁর বান্ধবী ফার্নান্দো নোগুয়েইরাও। নিজের নাম শুনেই আনন্দে লাফিয়ে ওঠেন ২৫ বছরের স্ট্রাইকার। সকলকে জড়িয়ে ধরেন। তার পরেই হাঁটু মুড়ে বসে বান্ধবীকে বিয়ের প্রস্তাব দেন পেদ্রো। নিরাশ করেননি নোগুয়েইরাও। প্রেমিকের দেওয়া বিয়ের প্রস্তাবে কাঁদতে কাঁদতে সম্মতি জানান তিনি। ব্রাজিলীয় স্ট্রাইকারের বিশেষ মুহূর্তের ভিডিয়ো ছড়িয়ে পড়েছে সমাজমাধ্যমে।
পেদ্রো বলেছেন, ‘‘বিশ্বকাপের দলে ডাক পাওয়ার দিনটা আমার কাছে বিশেষ। সেটাকেই আরও বিশেষ করে তুললাম। এটাই আমার প্রথম বিশ্বকাপ হতে চলেছে। ছোটবেলার স্বপ্ন সফল হতে চলেছে। দিনটা আমার সারাজীবন মনে থাকবে।’’ হঠাৎ বিয়ের প্রস্তাব পেয়ে উচ্ছ্বসিত নোগুয়েইরাও। তিনি বলেছেন, ‘‘এমন কিছু হতে পারে ভাবতে পারিনি। একেবারেই প্রত্যাশা ছিল না।’’
চলতি মরসুমে ফ্ল্যামেঙ্গোর স্ট্রাইকার আটটি ম্যাচ খেলে ৩টি গোল করেছেন। সতীর্থদের দিয়ে করিয়েছেন আরও ২টি গোল। ফুটবল জীবনে খারাপ সময়েও প্রেমিকাকে পাশে পেয়েছেন পেদ্রো। তাই জীবনের সব থেকে খুশি দিনেই প্রেমিকাকে জীবনসঙ্গী হওয়ার প্রস্তাব দিলেন তিনি।
CONVOCADO E AGORA NOIVO! @Pedro9oficial pediu sua namorada Fernanda Nogueira em casamento logo após a convocação! LINDOS! #CRF pic.twitter.com/atHwqKKi0j
— Flamengo (@Flamengo) November 7, 2022
৬ ফুট ১ ইঞ্চির স্ট্রাইকার এখনও পর্যন্ত জাতীয় দলের হয়ে দু’টি ম্যাচ খেলেছেন। গোল করেছেন একটি। অনূর্ধ্ব ২৩ ব্রাজিল দলের হয়ে ১০টি ম্যাচ খেলে পাঁচটি গোল করেছিলেন। রিয়েল মাদ্রিদ তাঁকে নেওয়ার আগ্রহ দেখিয়েছিল গত চলতি মরসুমের শুরুতে। কথা শুরু হলেও চোট থাকায় শেষ পর্যন্ত ফ্ল্যামেঙ্গোতেই থেকে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছিলেন তিনি। বান্ধবীকে বিয়ের প্রস্তাব দিলেও আপাতত কাতার বিশ্বকাপে দেশের জন্য নিজের সেরাটা দেওয়াই লক্ষ্য পেদ্রোর।
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy
We will send you a One Time Password on this mobile number or email id
Or Continue with
By proceeding you agree with our Terms of service & Privacy Policy