গোলের পর সালাহ। ছবি টুইটার
ইপিএল-এ প্রথম তিন দলের মধ্যে চলছে জোর টক্কর। ম্যাঞ্চেস্টার সিটি, লিভারপুল এবং চেলসি, তিন দলই শনিবার জিতল। কিন্তু সেই জয় এল কষ্ট করেই। তিন দলকেই দ্বিতীয়ার্ধের পেনাল্টিতে জিততে হল।
ঘরের মাঠে উলভারহ্যাম্পটনের বিপক্ষে একেবারেই ভাল খেলেনি ম্যান সিটি। দ্বিতীয়ার্ধে রাহিম স্টার্লিংয়ের পেনাল্টিতে জেতে সিটি। ইপিএল-এ এটি স্টার্লিংয়ের শততম গোল।
প্রথম বার কোচ হয়ে লিভারপুলের ঘরের মাঠ অ্যানফিল্ডে ফিরেছিলেন স্টিভন জেরার্ড। তাঁর দল অ্যাস্টন ভিলা প্রায় পয়েন্ট কেড়েই নিয়েছিল লিভারপুলের থেকে। শেষমেশ য়ুর্গেন ক্লপের দলকে বাঁচান সেই মহম্মদ সালাহ। ৬৭ মিনিটে পেনাল্টি থেকে ম্যাচের একমাত্র গোল করেন।
FULL-TIME Liverpool 1-0 Aston Villa
— Premier League (@premierleague) December 11, 2021
Mohamed Salah's second-half penalty prevents Steven Gerrard from enjoying a positive return to Anfield#LIVAVL pic.twitter.com/dtzTafGJsg
স্ট্যামফোর্ড ব্রিজে চেলসি জিতেছে সংযুক্ত সময়ে জর্জিনহোর করা পেনাল্টি থেকে। লিডসকে ২৮ মিনিটে রাফিনহা এগিয়ে দিলেও সমতা ফেরান ম্যাসন মাউন্ট। দ্বিতীয়ার্ধে জর্জিনহো পেনাল্টি থেকে চেলসিকে এগিয়ে দিলেও ৮৩ মিনিটে সমতা ফেরান জো গেলহার্ড। সংযুক্ত সময়ে জর্জিনহোর পেনাল্টি চেলসিকে জেতায়।
এদিকে, বুন্দেশলিগায় শীর্ষস্থান মজবুত করল বায়ার্ন মিউনিখ। শনিবার তারা ২-১ হারিয়েছে মেঞ্জকে। দ্বিতীয় স্থানে থাকা ডর্টমুন্ড ১-১ ড্র করেছে বোচুমের বিরুদ্ধে।
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy