চলতি মরসুমে ডার্বিতে দাপট দেখিয়েছে মোহনবাগান। ইস্টবেঙ্গলই হোক, বা মহমেডান, একের পর এক ম্যাচ জিতেছে তারা। ৩৩১ দিন পরে ডার্বি জিতল ইস্টবেঙ্গল। চলতি মরসুমে দ্বিতীয় বার। ছোটদের বড় ম্যাচে মোহনবাগানকে ২-১ গোলে হারিয়েছে তারা।
রিলায়্যান্স ফাউন্ডেশন ডেভেলপমেন্ট লিগের ম্যাচে মঙ্গলবার মুখোমুখি হয়েছিল দুই প্রধান। ব্যারাকপুরের মাঠে ৩৮ মিনিটের মাথায় ইস্টবেঙ্গলকে এগিয়ে দেন আরোমল এমকে। এক গোলে এগিয়ে বিরতিতে যায় ইস্টবেঙ্গল। দ্বিতীয়ার্ধে ৭২ মিনিটের মাথায় ব্যবধান বাড়ান শ্যামল বেসরা। মোহনবাগানের হয়ে এক গোল শোধ করেন দর্জি তামাং। শেষ দিকে অনেক আক্রমণ করেও ইস্টবেঙ্গলরে রক্ষণকে ভাঙতে পারেননি সবুজ-মেরুন ফুটবলারেরা। ২-১ গোলে জিতে মাঠ ছাড়ে ইস্টবেঙ্গল।
শেষ বার ২০২৪ সালের ২৪ মার্চ ডার্বি জিতেছিল ইস্টবেঙ্গল। এই প্রতিযোগিতাতেই ২-০ গোলে তারা হারিয়েছিল মোহনবাগানকে। সেই ম্যাচে লাল-হলুদের হয়ে গোল করেছিলেন সায়ন বন্দ্যোপাধ্যায় ও শ্যামল। এই ম্যাচেও গোল করলেন শ্যামল।
আরও পড়ুন:
চলতি মরসুমে মোহনবাগান ও ইস্টবেঙ্গল মোট ১৩ বার মুখোমুখি হয়েছে। তার মধ্যে মোহনবাগান জিতেছে ন’বার। দু’টি ম্যাচ ড্র হয়েছে। এর আগে ছোটদের একটি ডার্বি জিতেছিল ইস্টবেঙ্গল। মঙ্গলবার সেই ছোটরাই আরও একটি ডার্বি জিতলেন। ফলে মরসুমে দু’টি ডার্বি জিতেছে ইস্টবেঙ্গল।
সিনিয়রদের ডার্বিতে ইস্টবেঙ্গলের অবস্থা আরও খারাপ। আইএসএলে এখনও পর্যন্ত একটি ডার্বিও জিততে পারেনি তারা। মোট ১০ বারের সাক্ষাতে মোহনবাগান জিতেছে ন’বার। একটি ম্যাচ ড্র হয়েছে। এ বারও দু’টি ম্যাচ হারতে হয়েছে ইস্টবেঙ্গলকে। আইএসএলে দুই প্রধান অবস্থা দু’রকম। এক দিকে মোহনবাগান খেলছে লিগ-শিল্ডের লক্ষ্যে। রবিবার ঘরের মাঠে ওড়িশাকে হারাতে পারলেই টানা দ্বিতীয় বার লিগ-শিল্ড জেতার রেকর্ড করবে তারা। অন্য দিকে ইস্টবেঙ্গল রয়েছে ১১ নম্বরে। প্লে-অফে ওঠার আশা প্রায় শেষ তাদের। এখনও পর্যন্ত আইএসএলের প্লে-অফে উঠতে পারেনি ইস্টবেঙ্গল। সেই পথেই আরও এক বার এগোচ্ছে তারা।