বুধবার থেকে শুরু চ্যাম্পিয়ন্স ট্রফি। বৃহস্পতিবার বাংলাদেশের বিরুদ্ধে নিজেদের প্রথম ম্যাচ খেলতে নামবে ভারত। তার আগে ভারতের সাজঘরে অশান্তির খবর পাওয়া গিয়েছে। কোচ গৌতম গম্ভীরের সিদ্ধান্ত নিয়ে নাকি খুশি নন উইকেটরক্ষক ঋষভ পন্থ।
গম্ভীর কোচের দায়িত্ব নেওয়ার পরে প্রথম বার কোনও আইসিসি ট্রফি খেলতে নামছে ভারত। এ বারের প্রতিযোগিতায় ভারত দু’জন উইকেটরক্ষক নিয়ে গিয়েছে। লোকেশ রাহুল ও ঋষভ পন্থ। চ্যাম্পিয়ন্স ট্রফির আগে ইংল্যান্ডের বিরুদ্ধে তিনটি এক দিনের ম্যাচ খেলছে ভারত। সেখানে খেলানো হয়েছে রাহুলকে। প্রথম দু’টি ম্যাচে রান পাননি রাহুল। তৃতীয় ম্যাচে করেছেন ৪০ রান।
চ্যাম্পিয়ন্স ট্রফি শুরু হওয়ার আগেই কোচ গম্ভীর স্পষ্ট করে দিয়েছেন যে, তাঁর দলে প্রথম উইকেটরক্ষক রাহুল। যদি কোনও কারণে রাহুল খেলতে না পারেন তবেই পন্থের জায়গা হবে। গাড়ি দুর্ঘটনার পরে সুস্থ হয়ে আন্তর্জাতিক ক্রিকেটে ফিরে টেস্ট ও টি-টোয়েন্টি দলে জায়গা করতে পারলেও এক দিনের দলে তেমন সুযোগ পাননি পন্থ। মাত্র একটি ম্যাচ খেলেছেন তিনি। চ্যাম্পিয়ন্স ট্রফিতেও তাঁর খেলার সম্ভাবনা নেই বললেই চলে। রাহুল খেললে পুরো প্রতিযোগিতা বেঞ্চে বসে কাটাতে হবে পন্থকে।
আরও পড়ুন:
গম্ভীরের এই সিদ্ধান্ত নাকি মানতে পারছেন না পন্থ। সূত্রের খবর, সুযোগ না দিয়েই যে ভাবে তাঁকে বাদ রাখা হচ্ছে, তাতেই আপত্তি রয়েছে পন্থের। তিনি চেয়েছিলেন, কয়েকটি ম্যাচ খেলতে। রান না করতে পারলে যদি তাঁকে বাইরে রাখা হত তা হলে কিছু বলার ছিল না তাঁর। কিন্তু এ ক্ষেত্রে নিজেকে প্রমাণ করার সুযোগই পাননি তিনি। অন্য দিকে রাহুল ব্যর্থ হলেও তাঁকে টানা খেলানো হয়েছে। সতীর্থদের কারও সঙ্গে নাকি এই বিষয়ে কথাও বলেছেন পন্থ।

গ্রাফিক: আনন্দবাজার অনলাইন।
এই বিষয়ে অবশ্য কোচ গম্ভীর, পন্থ বা দলের অন্য কেউ কিছু বলেননি। দুবাইয়ে ভারতীয় দলের অনুশীলনে পন্থকে নিয়মিত দেখা যাচ্ছে। ব্যাট করছেন তিনি। কিপিংও করছেন। কিন্তু সূত্রের খবর, বাইরে থেকে দেখা না গেলেও দলের অন্দরের পরিবেশ ফুরফুরে নয়। কোচের উপর ক্ষোভ কমছে না পন্থের।