সমর্থকদের প্রহারে আহত গোলকিপার। প্রতীকী ছবি
ফুটবল নিয়ে তুরস্কে মাতামাতি বাকিদের থেকে কোনও অংশে কম নয়। সে দেশের ক্লাবের ম্যাচে সমর্থকদের মারপিটে জড়ানো নতুন ঘটনা নয়। তবে রবিবার ঘরোয়া লিগের ম্যাচে যা দেখা গেল, তা আগের সব ঘটনাকে ছাপিয়ে গিয়েছে। সমর্থকদের হাতে প্রহৃত হলেন তুরস্কের ঘরোয়া লিগের একটি ক্লাবের ফুটবলার। গুরুতর চোট লেগেছে তাঁর। সেলাই পড়েছে মাথায়।
তুরস্কের ঘরোয়া লিগে খেলা ছিল গোজ়তেপে এবং আলতাইয়ের। ইজমির শহরের এই দুই ক্লাবের লড়াইকে আনাতোলিয়ার ডার্বি বলা হয়। প্রতি ম্যাচে গণ্ডগোল হবেই। রবিবারের ম্যাচও তার ব্যতিক্রম ছিল না। শুরু থেকেই উত্তপ্ত হয়ে উঠেছিল ম্যাচ। আলতাইয়ের সমর্থকরা বিপক্ষ সমর্থকদের উদ্দেশে আতসবাজি ছুড়তে শুরু করেছিলেন। তার কিছু কিছু এসে পড়ছিল মাঠেও। এক সমর্থক গুরুতর আহত হন।
This happened today During the Altay-Goztepe match in Turkey.pic.twitter.com/FaEr50feO7
— Paul, Manc Bald and Bred (@MufcWonItAll) November 27, 2022
১৯ মিনিটের মাথায় ম্যাচ সাময়িক ভাবে বন্ধ রেখেছিলেন রেফারি। আলতাইয়ের ফুটবলাররা তাঁদের সমর্থকদের শান্ত করছিলেন। এমন সময় গোলের পাশ থেকে গোজ়তেপের এক সমর্থককে ছুটে আসতে দেখা যায়। তাঁর হাতে ছিল কর্নার ফ্ল্যাগের দণ্ডটি। কোনও বাধা ছাড়াই ফুটবলারদের কাছে পৌঁছে যান। এর পর সপাটে সেই দণ্ড দিয়ে আলতাই গোলকিপার ওজ়ান এভ্রিমের মাথায় মারেন। সঙ্গে সঙ্গে মাথা চেপে ধরে বসে পড়েন ওজ়ান। পিঠে আবার আঘাত করেন ওই সমর্থক। এর পরে বাকি ফুটবলার এবং পুলিশ এসে ওই সমর্থককে সরিয়ে নিয়ে যায়। তাতে অবশ্য আঘাতের পরিণাম এড়ানো যায়নি। ওজ়ানের মাথায় সেলাই পড়েছে। চার সেন্টিমিটার অংশ কেটে গিয়েছে।
ম্যাচের পর গোজ়তেপের বিবৃতিতে কোথাও সেই সমর্থকের অপরাধের কথা স্বীকার করা হয়নি। বলা হয়েছে, নিজেদের সমর্থকদের আঘাতে তারা দুঃখিত। পাল্টা আলতাই সমর্থকদের দিকে তোপ দেগে গোজ়তেপে জানিয়েছে, তাদের সমর্থকরাই প্রথমে গোলমাল শুরু করে।
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy