Advertisement
১৯ ডিসেম্বর ২০২৪
Dimitri Petratos

নিজেদের ক্ষমতা নিয়ে কখনও সংশয় ছিল না, বলছেন দিমিত্রি পেত্রাতস

এত কড়াকড়ির মধ্যেও তিনি, দিমিত্রি পেত্রাতস রয়েছেন ফুরফুরে মেজাজে। যুবভারতীতে ডুরান্ড কাপের ফাইনালে ইস্টবেঙ্গলের বিরুদ্ধে গোল করে মোহনবাগানকে চ্যাম্পিয়ন করেছিলেন।

Dimitri Petratos

মহড়া: ডার্বিতে ফের জ্বলে ওঠার অপেক্ষায় দিমিত্রি। — ফাইল চিত্র।

শুভজিৎ মজুমদার
কলকাতা শেষ আপডেট: ০৯ মার্চ ২০২৪ ০৬:২৩
Share: Save:

ডার্বির আটচল্লিশ ঘণ্টা আগে মোহনবাগান শিবিরে রীতিমতো যুদ্ধের আবহ! শুক্রবার বিকেলে যুবভারতীতে অনুশীলন ছিল সবুজ-মেরুনের। ব্যারিকেড বসিয়ে মাঠের প্রায় ৫০০ মিটার আগেই বন্ধ করে দেওয়া হয়েছে রাস্তা। নিরাপত্তারক্ষীরা শুধু ঢুকতে দিচ্ছিলেন মোহনবাগান দলের সঙ্গে যুক্ত কর্মীদের। সংবাদমাধ্যমের প্রতিনিধি থেকে সমর্থক— সকলেরই প্রবেশ নিষেধ। রবিবারের ডার্বিতে ইস্টবেঙ্গলকে হারানোর পরিকল্পনা ফাঁস হয়ে যাওয়ার আশঙ্কায় এই সতর্কতা।

এত কড়াকড়ির মধ্যেও তিনি, দিমিত্রি পেত্রাতস রয়েছেন ফুরফুরে মেজাজে। যুবভারতীতে ডুরান্ড কাপের ফাইনালে ইস্টবেঙ্গলের বিরুদ্ধে গোল করে মোহনবাগানকে চ্যাম্পিয়ন করেছিলেন। আইএসএলে প্রথম পর্বের ডার্বিতে তিনিই হার বাঁচিয়েছিলেন দলের। সম্প্রতি জামেশদপুর এফসি-র বিরুদ্ধে গোল করেই সনি নর্দের ভঙ্গিতে উৎসব করে মন জয় করেছেন সবুজ-মেরুন সমর্থকদের।

সদাহাস্যময় দিমিত্রি সম্পূর্ণ বদলে যান ডার্বিতে। ইস্টবেঙ্গলের বিরুদ্ধে মাঠে নামলেই ভয়ঙ্কর হয়ে ওঠার কারণ কী? আনন্দবাজারকে দেওয়া সাক্ষাৎকারে সবুজ-মেরুন তারকা বললেন, ‘‘আমি এমনিতে খুবই শান্ত। কিন্তু আগের ডার্বিতে আমরা তখন ১-২ গোলে পিছিয়ে ছিলাম। ম্যাচের একদম শেষ পর্বে গোল করেছিলাম বলেই হয়তো আবেগের প্রকাশ ওই রকম হয়েছিল।’’

আন্তোনিয়ো লোপেস হাবাস যেমন ক্লেটন সিলভাকে নিষ্ক্রিয় করে রাখার ছক কষছেন, তেমনই ইস্টবেঙ্গল কোচ কার্লেস কুয়াদ্রাতের লক্ষ্য থাকবে দিমিত্রিকে গোল করতে না দেওয়া। কতটা উদ্বিগ্ন আপনি? সবুজ-মেরুন তারকা বলে দিলেন, ‘‘ভালই তো হবে, আমাদের দলের বাকি দশ জনকে খেলার সুযোগ করে দেবে ওরা।’’

এএফসি কাপের গ্রুপ পর্ব থেক বিদায়ের পরে আইএসএলে হারের হ্যাটট্রিক। মরসুমের মাঝখানে কোচ জুয়ান ফেরান্দোকে সরিয়ে হাবাসকে ফেরান সবুজ-মেরুন কর্তারা। তার পর থেকেই বদলে যেতে শুরু করে ছবিটা। মোহনবাগান শুধু ঘুরেই দাঁড়ায়নি, খেতাবের অন্যতম দাবিদারও এখন। দিমিত্রি বললেন, ‘‘সুপার কাপের পরেই আমরা নতুন কোচের সঙ্গে আলোচনা করেছিলাম। সব ভুলে নতুন করে শুরু করি। নিজেদের ক্ষমতা নিয়ে আমাদের কোনও সংশয় ছিল না।’’

হাবাস দায়িত্ব নিয়ে কী পরিবর্তন করেন দলে? দিমিত্রির ব্যাখ্যা, ‘‘হাবাস আমাদের সংঘবদ্ধ ভাবে খেলতে সাহায্য করেছেন।’’ ডার্বির আগে মোহনবাগান কোচ নূন্যতম ঝুঁকিও নিচ্ছেন না। দিমিত্রিও কি বিশেষ প্রস্তুতি নিচ্ছেন? শুক্রবার যুবভারতীতে সমর্থকদের উপহার দেওয়া সনি নর্দের নাম লেখা জার্সি পেয়ে আপ্লুত সবুজ-মেরুন তারকা বললেন, ‘‘ডার্বি সবসময়ই বিশেষ তাৎপর্যপূর্ণ। কিন্তু আমাদের বিনয়ী থাকতে হবে। কারণ, পয়েন্ট টেবলে উপরের দিকে উঠে আসাই মূল লক্ষ্য।’’

গত মরসুমে আইএসএলে মোহনবাগানের চ্যাম্পিয়ন হওয়ার নেপথ্যে অন্যতম কারিগর ছিলেন দিমিত্রি। মোহনবাগান কোচের পাখির চোখ এ বার টেবলের শীর্ষ স্থানে শেষ করে শিল্ড-জয়? সতর্ক দিমিত্রির জবাব, ‘‘শিল্ড জয়ের কথা না ভেবে ম্যাচ ধরে ধরে এগোতে হবে।’’

ডার্বির আগে অন্য কিছু ভাবতেই চান না দিমিত্রি।

অন্য বিষয়গুলি:

Dimitri Petratos football
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or Continue with

By proceeding you agree with our Terms of service & Privacy Policy