পানামাকে ৫-০ ব্যবধানে হারিয়ে কোপা আমেরিকার সেমিফাইনালে কলম্বিয়া। এই নিয়ে টানা ২৭টি ম্যাচ অপরাজিত থাকল কলম্বিয়া। ফাইনালে ওঠার লড়াইয়ে তাদের প্রতিপক্ষ উরুগুয়ে। কোপা আমেরিকার অন্য সেমিফাইনালে আর্জেন্টিনার প্রতিপক্ষ এ বারের চমক কানাডা।
জেমস রদ্রিগেজদের আগ্রাসী ফুটবলের সঙ্গে এঁটে উঠতে পারল না পানামা। কোয়ার্টার ফাইনালে নিজে গোল করলেন এবং সতীর্থদের দিয়েও করালেন রদ্রিগেজ। ম্যাচের ৮ মিনিটেই জন কর্ডোবার গোলে এগিয়ে যায় কলম্বিয়া। রদ্রিগেজের কর্নারে মাথা ছুঁইয়ে গোল করেন তিনি। এর ৭ মিনিট পরেই পেনাল্টি পায় কলম্বিয়া। জন আরিয়াসকে বক্সের মধ্যে ফাউল করেন পানামার গোলরক্ষক অরল্যান্ডো মসকুয়েরা। গোল করতে ভুল করেননি রদ্রিগেজ। ৪১ মিনিটে দলের পক্ষে তৃতীয় গোলটি করেন লুইস ডিয়াজ়। প্রথমার্ধেই ৩-০ গোলে এগিয়ে যায় কলম্বিয়া।
আরও পড়ুন:
প্রথম ৪৫ মিনিটে জয় এক রকম নিশ্চিত করে ফেললেও দ্বিতীয়ার্ধে আক্রমণের ঝাঁজ কমাননি রদ্রিগেজরা। বরং তাঁদের দ্রুত গতির সামনে পানামার কোনও কৌশলই কাজ করেনি। তাদের বার বার রক্ষণে ফাঁক তৈরি হয়েছে। সেই সুযোগ কাজে লাগিয়েছেন কলম্বিয়ার ফুটবলারেরা। ৭০ মিনিটে গোল করেন রিচার্ড রিয়োস। একদম শেষে সংযুক্ত সময়ে কলম্বিয়ার পঞ্চম গোলটি মিগুয়োল বোরহার পা থেকে এসেছে।