এমন ঘটনার পরেও খেলার সিদ্ধান্ত নেন বাহিয়া দলের কোচ গুটো ফেরেইরা। তিনি বলেন, “আমরা পেশাদার। বাহিয়ার রং পরে মাঠে ঢোকার মধ্যে গর্ব রয়েছে। দল ঠিক করেছে তারা মাঠে নামবে জার্সিকে সম্মান জানাতে।” ক্লাবের বাসে আঘাত হওয়ার পরে মাঠে নেমে সাম্পাইয়ো কোরিয়ার বিরুদ্ধে বাহিয়া ২-০ গোলে জেতে।
ছবি: টুইটার থেকে
ব্রাজিলের ফুটবল ক্লাব বাহিয়ার বাসে ভয়াবহ ঘটনা। সাম্পাইয়ো কোরিয়ার বিরুদ্ধে ম্যাচের আগে বোমা বিস্ফোরণ তাদের বাসে। তিন ফুটবলার আহত বলে জানা গিয়েছে। গোলরক্ষক ড্যানিলো ফার্নান্ডেজ হাসপাতালে ভর্তি হন। দু’জন ফুটবলারও আহত হয়েছেন। এই ঘটনার পরেও খেলতে নামে বাহিয়া।
বিস্ফোরণের ফলে বাসের মধ্যে গর্ত হয়ে গিয়েছে। তবে কী থেকে এই বিস্ফোরণ হয়েছে তা এখনও পর্যন্ত জানা যায়নি। সেই অনুসন্ধান চলছে বলে জানা গিয়েছে। বাসের বড় ক্ষতি হয়েছে বলেও জানা গিয়েছে। বাহিয়ার তরফে টুইটে লেখা হয়, ‘বোমার আঘাতে সব চেয়ে বেশি ক্ষতি হয়েছে গোলরক্ষক ড্যানিলোর। তাঁর মুখে বোমার টুকরো এসে লেগেছে। বাসের পাস দিয়ে একটি গাড়ি যাচ্ছিল। সেই গাড়ি যে মহিলা চালাচ্ছিলেন তিনিও আঘাত পেয়েছেন।’
এমন ঘটনার পরেও খেলার সিদ্ধান্ত নেন বাহিয়া দলের কোচ গুটো ফেরেইরা। তিনি বলেন, “আমরা পেশাদার। বাহিয়ার রং পরে মাঠে ঢোকার মধ্যে গর্ব রয়েছে। দল ঠিক করেছে তারা মাঠে নামবে জার্সিকে সম্মান জানাতে।” ক্লাবের বাসে আঘাত হওয়ার পরে মাঠে নেমে সাম্পাইয়ো কোরিয়ার বিরুদ্ধে বাহিয়া ২-০ গোলে জেতে।
Danilo Fernandes está bem, mas passará a noite no hospital. O goleiro teve múltiplos ferimentos na face, no pescoço e nos membros inferiores, que precisaram ser suturados, e ficará em observação pra exames complementares e avaliação de oftalmologista, pois há corte perto do olho. https://t.co/VuJn3pRYto
— Esporte Clube Bahia (@ECBahia) February 25, 2022
ক্লাবের চিকিৎসক রাফায়েল গার্সিয়া জানিয়েছেন গোলরক্ষক ড্যানিলো ছাড়াও আঘাত পেয়েছেন ম্যাথুয়েজ বাহিয়া এবং মার্সেলো সিরিনোর আঘাত রয়েছে। ড্যানিলোর মুখে একাধিক আঘাত রয়েছে। তাঁর ঘাড়ে এবং কাঁধেও আঘাত রয়েছে। সেলাই করা হয়েছে সেই সব জায়গায়। চোখের কাছেও আঘাত রয়েছে তাঁর।
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy