গোলের পর দেপাই। ছবি রয়টার্স
লিগের ১৪তম ম্যাচে এসে অবশেষে ঘরের বাইরে জয় পেল বার্সেলোনা। শনিবার ভিয়ারিয়ালকে ৩-১ ব্যবধানে হারাল তারা। তবে এই ম্যাচেও বার্সেলোনাকে জিততে হল কষ্ট করে। শেষ দিকে পরপর দু’টি গোল লিয়ো মেসির প্রাক্তন ক্লাবের জয় নিশ্চিত করে।
শনিবার এস্তাদিয়ো দে লা সেরামিকায় বার্সেলোনাকে এগিয়ে দিয়েছিলেন ফ্রেঙ্কি দি জং। তবে ভিয়ারিয়ালের স্যামুয়েল চুকুয়ুজে সমতা ফেরান। এরপর ৮৮ মিনিট পর্যন্ত কোনও গোল হয়নি। একসময় মনে হচ্ছিল এক পয়েন্ট নিয়েই ফিরতে হবে জাভির দলকে। কিন্তু মেম্ফিস দেপাইয়ের গোলে এগিয়ে যায় বার্সেলোনা। অতিরিক্ত সময়ে পেনাল্টি থেকে বার্সেলোনার জয় নিশ্চিত করেন ফিলিপে কুটিনহো।
#SundayMood 👇 pic.twitter.com/1Ve3voY1Fi
— FC Barcelona (@FCBarcelona) November 28, 2021
ম্যাচের পর হতাশা ঝরে পড়েছে কোচ জাভির গলায়। বলেছেন, “এই ম্যাচে আমরা একেবারেই শাসন করতে পারিনি। কিন্তু তা-ও জিতেছি। মঙ্গলবার আমাদের জেতা উচিত ছিল। কিন্তু ড্র করেছিলাম। আজ ড্র করতে পারতাম, কিন্তু জিতে গিয়েছি। এই জয় দলের আত্মবিশ্বাস বাড়ালেও আরও উন্নতি করতে হবে।”
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy