পরামর্শ: মোহনবাগানের অনুশীলনের ফাঁকে কোচ জুয়ানের সঙ্গে আলোচনা রয় কৃষ্ণের (মাঝে)। ছবি: টুইটার।
এটিকে-মোহনবাগানের নতুন কোচ জুয়ান ফেরান্দোর সঙ্গে হায়দরাবাদ এফসির চাণক্য মানোলো মার্কুয়েসের আশ্চর্য মিল। দু’জনেরই জন্ম বার্সেলোনায়। অস্ত্র আক্রমণাত্মক ও পাসিং ফুটবল। দু’জনেরই অপছন্দ রক্ষণাত্মক ফুটবল। তবে আজ, বুধবার এটিকে-মোহনবাগান বনাম হায়দরাবাদ এফসি ম্যাচ শুধু জুয়ান ও মানোলের মগজাস্ত্রের দ্বৈরথ নয়। আকর্ষণের কেন্দ্রে থাকবে রয় কৃষ্ণ, হুগো বুমোস, লিস্টন কোলাসোর সঙ্গে বার্তোলোমেউ ওগবেচের লড়াইও।
আট ম্যাচে আট গোল করে এই মুহূর্তে শীর্ষে রয়েছেন ওগবেচে। তৃতীয় স্থানে রয়েছেন বুমোস ও লিস্টন। সবুজ-মেরুনের দুই তারকাই আট ম্যাচে পাঁচটি করে গোল করেছেন। একটু পিছিয়ে রয়েছেন কৃষ্ণ। আট ম্যাচে চারটি গোল করেছেন। কিন্তু আগের ম্যাচে এফসি গোয়ার বিরুদ্ধে অসাধারণ গোল করে ছন্দে ফেরার বার্তা দিয়ে রেখেছেন তিনি।
আন্তোনিয়ো লোপেস হাবাসের বিদায়ের পরে আইএসএলের মাঝপথে দায়িত্ব নিয়েই এটিকে-মোহনবাগানকে জয়ের সরণিতে ফিরিয়েছেন জুয়ান। বুধবার হায়দরাবাদকে হারাতে পারলে শুধু জয়ের হ্যাটট্রিকই করবেন না স্পেনীয় কোচ, দখল করবেন লিগ টেবলের শীর্ষ স্থানও। আট ম্যাচে ১৪ পয়েন্ট নিয়ে চতুর্থ স্থানে রয়েছেন কৃষ্ণরা। লক্ষ্যপূরণ করতে আরও আগ্রাসী ফুটবল খেলার বার্তা দিয়ে রাখলেন জুয়ান। মঙ্গলবার ভার্চুয়াল সাংবাদিক বৈঠকে তিনি বললেন, ‘‘আমি এই ম্যাচ জেতা ছাড়া আর কিছুই ভাবতে চাই না। যে কোনও মূল্যে আমাদের তিন পয়েন্ট অর্জন করতেই হবে।’’ তিনি আরও বলেছেন, ‘‘ফুটবলাররা প্রচণ্ড পরিশ্রম করছে। মাত্র দু’সপ্তাহ দলের দায়িত্ব নিয়েছি। আমি যে ধরনের ফুটবল খেলাতে চাই, তা খুব একটা সহজ নয়। আমার দর্শনও আলাদা। ফুটবলারদের মানিয়ে নিতে একটু সময় লাগবেই। ধাপে ধাপে এগোতে হবে।’’
আইএসএলে এই মরসুমে আট ম্যাচে ১৬টি গোল খেয়েছে এটিকে-মোহনবাগান। সমস্যা আরও বেড়েছে চোট পেয়ে শুভাশিস বসু ছিটকে যাওয়ায়। এই পরিস্থিতিতে বুধবার বিপক্ষে থাকবেন ওগবেচের মতো ভয়ঙ্কর স্ট্রাইকার। রক্ষণ নিয়ে সবুজ-মেরুন সমর্থকেরা উদ্বিগ্ন হয়ে পড়লেও নির্লিপ্ত জুয়ান। তিনি ব্যস্ত হায়দরাবাদের রক্ষণ ভেদ করে গোল তুলে আনার রণকৌশল তৈরি করতে। বলেছেন, ‘‘হায়দরাবাদের রক্ষণ খুব শক্তিশালী। বিশেষ করে, ওদের সেন্টার ব্যাক (খুয়ান গঞ্জালেস) অসাধারণ।তা ছাড়া মাঝমাঠে এদু গার্সিয়াও দারুণ খেলছে। কঠিন লড়াই হবে।’’ যোগ করেন, ‘‘আমাদের ও হায়দরাবাদের খেলার ধরন প্রায় একই রকম। তাই এই ম্যাচটা খুব আকর্ষণীয় হবে বলে মনে করি।’’
ওগবেচেকে আটকানোর রণনীতি কী? জুয়ানের কথায়, ‘‘ওগবেচে দুর্দান্ত। হায়দরাবাদের আক্রমণভাগের প্রধান অস্ত্র।’’ রক্ষণাত্মক রণনীতি যে তাঁর একেবারেই পছন্দ নয়, আরও একবার স্পষ্ট করে দিলেন তিনি। বললেন, ‘‘আক্রমাত্মক খেললে অনেক সময় গোল হজম করতে হয়। তা নিয়ে চিন্তিত নই। আমি চাই, ফুটবলাররা মাঠে নেমে খেলাটা উপভোগ করুক।’’
জনি কাউকো-কে শেষ দু’টি ম্যাচে জুয়ান প্রথম দলে রাখেননি। চর্চা শুরু হয়ে গিয়েছে কোচের সঙ্গে ফিনল্যান্ডের হয়ে ইউরো ২০২০-তে খেলা তারকার সম্পর্কের অবনতি নিয়ে। সাংবাদিক বৈঠকে জুয়ান সেই জল্পনা উড়িয়ে বলে দিলেন, ‘‘জনি অসাধারণ পেশাদার।ওর মতো মানসিকতার ফুটবলারদের আমি খুব পছন্দ করি। ও প্রথম এগারোয় না থাকলেও প্রচণ্ড পরিশ্রম করে। আমাদের খেলার ধরনের সঙ্গেও মানিয়ে নিয়েছে।’’ যোগ করেন, ‘‘জনি দলকে সাহায্য করার জন্য সর্বদা প্রস্তুত। একদম উইলির (ডেভিড উইলিয়ামস) মতো। জনিকে যখনই প্রয়োজন হয়, একশো শতাংশ দেওয়ার জন্য তৈরি থাকে। এটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ।’’
হায়দরাবাদের সামনেও এটিকে-মোহনবাগানকে হারিয়ে আইএসএল টেবলের শীর্ষ স্থানে ওঠার হাতছানি রয়েছে। এই মহূর্তে আট ম্যাচে ১৫ পয়েন্ট অর্জন করে দ্বিতীয় স্থানে রয়েছেন ওগবেচেরা।গত মরসুমে অল্পের জন্য প্লে-অফ যোগ্যতা অর্জন করতে পারেনি হায়দরাবাদ। এ বার নতুন ভাবে দল সাজিয়েছেন মানোলো। বার্সেলোনা যুব দলের প্রাক্তন কোচ জোর দিয়েছেন তারুণ্যে।
গত বারের চ্যাম্পিয়ন মুম্বই সিটি এফসি থেকে সই করিয়েছেন ওগবেচেকে। এটিকে-মোহনবাগান থেকে এনেছেন মাঝমাঠের অন্যতম ভরসা এদু গার্সিয়াকে। এ ছাড়াও হাভিয়ের সেভেরিয়োর সঙ্গে রয়েছেন জামশেদপুর এফসি ছেড়ে যোগ দেওয়া অনিকেত যাদব। দুর্দান্ত ছন্দে রয়েছেন প্রতিশ্রুতিমান রোহিত দানু। আছেন মোহনবাগানের প্রাক্তন সৌভিক চক্রবর্তীও। তবে ধরে রাখতে পারেননি এটিকে-মোহনবাগানের নতুন তারকা লিস্টনকে।তা নিয়ে অবশ্য খুব একটা চিন্তিত নন মানোলো।
২০২১ সালের ডিসেম্বর মাসে অপরাজিত ছিল হায়দরাবাদ। ওড়িশা এফসিকে আগের ম্যাচেই ওগবেচেরা ৬-১ চূর্ণ করেছেন।এটিকে-মোহনবাগানের বিরুদ্ধেও কী হলুদ ঝড় দেখা যাবে? নিজ়ামের শহরের দলের কোচ বলেছেন, ‘‘আমাদের প্রধান লক্ষ্য ধারাবাহিকতা বজায় রাখা।’’
বুধবার আইএসএলে: এটিকে-মোহনবাগান বনাম হায়দরাবাদ এফসি (সন্ধে ৭.৩০, স্টার স্পোর্টস টু চ্যানেলে)।
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy
We will send you a One Time Password on this mobile number or email id
Or Continue with
By proceeding you agree with our Terms of service & Privacy Policy