কেরলের বিরুদ্ধে গোল করে উচ্ছ্বাস বুমোসের ছবি: টুইটার থেকে।
শুক্রবার জোড়া গোল করে এটিকে মোহনবাগানকে প্রথম ম্যাচেই জিতিয়েছেন হুগো বুমোস। এটিকে মোহনবাগানের জার্সি গায়ে অভিষেক ম্যাচেই সেরার পুরস্কার পেয়েছেন তিনি।
প্রথম ম্যাচ বলে কাজটা যে কঠিন ছিল, ম্যাচের পর বলেছেন বুমোস। আইএসএল ডিজিটালকে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেন, “প্রথম ম্যাচ। তাই কঠিন ছিল। জিতেছি, তিন পয়েন্ট পেয়েছি, এটাই সবচেয়ে বড় কথা। আমার কাছ থেকে দল গোল চেয়েছিল। একটা নয়, দুটো গোল করেছি। প্রথম ম্যাচ হিসেবে ভালই হয়েছে। এটিকে মোহনবাগানের হয়ে প্রথম ম্যাচ স্মরণীয় হয়ে থাকবে আমার কাছে। কারণ, দল চার গোল দিয়ে জিতেছে, তিন পয়েন্ট পেয়েছি আমরা। মরশুমের শুরুটা দারুণ হল।’’
শুক্রবার তিন মিনিটের মাথায় গোল করে দলকে এগিয়ে দেন গত বারের চ্যাম্পিয়ন মুম্বই সিটি এফসি থেকে আসা ফরাসি অ্যাটাকিং মিডফিল্ডার হুগো বুমোস। ৩৯ মিনিটের মাথায় দ্বিতীয় গোল করেন তিনি।
রয় কৃষ্ণর সঙ্গে খেলার অভিজ্ঞতা নিয়ে তিনি বলেন, “রয়ের সঙ্গে খেলা দারুণ অভিজ্ঞতা। ও গত বছর সোনার বল জিতেছে। ওর জন্য আমারও অনেক সুবিধা হচ্ছে। লিস্টনের গোলটাও অসাধারণ। এই গোলের মাধ্যমে প্রমাণ করল ও কতটা যোগ্য এবং ওর মধ্যে কতটা সম্ভাবনা রয়েছে।’’
আগামী শনিবার ডার্বি ম্যাচ। সেই প্রসঙ্গে বুমোস বলেন, “দুর্দান্ত একটা ম্যাচ হবে। প্রথম ম্যাচে সব কিছু নিখুঁত হয়নি। ভুলগুলো থেকে আমাদের শিক্ষা নিতে হবে। আজ আমরা দুটো গোল খেয়েছি। আরও বেশি গোল দিতে পারতাম। আমাদের ভুল হয়েছে বলেই এগুলো হয়েছে। বল দখলও আমাদের বেশি হওয়া উচিত ছিল। এখনও আমাদের অনেক উন্নতি করতে হবে।’’
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy