Advertisement
২২ নভেম্বর ২০২৪
Goalkeeper

গোলরক্ষকের জলের বোতলে প্রস্রাব! সেই দর্শককে পাল্টা বোতল ছুড়ে লাল কার্ড

গোল পোস্টের পাশে রাখা বোতল থেকে জল খেতে গিয়ে বিস্বাদ লাগে থম্পসনের। বিপক্ষের এক সমর্থক দাবি করেন, তিনিই করেছেন কুকর্মটি। রাগে তাঁকে বোতল ছুড়ে মারেন থম্পসন।

গোলরক্ষকের জলের বোতলে প্রতিপক্ষের এক সমর্থক প্রস্রাব করে দেওয়াকে কেন্দ্র করে ঝামেলা হয়।

গোলরক্ষকের জলের বোতলে প্রতিপক্ষের এক সমর্থক প্রস্রাব করে দেওয়াকে কেন্দ্র করে ঝামেলা হয়। ছবি: টুইটার।

নিজস্ব প্রতিবেদন
শেষ আপডেট: ২০ নভেম্বর ২০২২ ১৮:৩৩
Share: Save:

দর্শকদের সঙ্গে ঝামেলায় জড়িয়ে লাল কার্ড দেখলেন এক গোলরক্ষক। ঘটনাটি ঘটেছে শনিবার এফএ ট্রফির ওয়ারিংটন টাউন বনাম গুইসলি ম্যাচে। দু’পক্ষের ঝামেলা হল অদ্ভুত কাণ্ড ঘিরে।

শান্তিতেই চলছিল দু’দলের ম্যাচ। দলের দুর্গ রক্ষা করতে ব্যস্ত ছিলেন ওয়ারিংটনের গোলরক্ষক টনি থম্পসন। প্রতি ম্যাচের মতোই গোল পোস্টের পাশে রেখেছিলেন নিজের জলের বোতল। সে দিকের গ্যালারিতে ছিলেন গুইসলি সমর্থকরা। তাঁরা সমানে থম্পসনকে বিরক্ত করছিলেন। ম্যাচের ৬০ মিনিট নাগাদ জল খেতে যান তিনি। তখনই বাধে বিপত্তি। বোতলের জল বিস্বাদ লাগে তাঁর। বুঝতে পারেন জলের মধ্যে কেউ প্রস্রাব করে দিয়েছে। গ্যালারির এক জন দর্শকও দাবি করেন, তিনিই অপকর্মটি করেছেন। তাতে মাথা গরম হয়ে যায় থম্পসনের। বোতলটি এই গুইসলি সমর্থকের দিকে ছুড়ে দেন ২৭ বছরের গোলরক্ষক। তাতে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। বিষয়টি নজর এড়ায়নি রেফারির। দর্শকদের আঘাত করার চেষ্টার অপরাধে থম্পসনকে লাল কার্ড দেখান রেফারি।

মাঠ ছাড়ার পরেও মাথা ঠান্ডা হয়নি ওয়ারিংটন গোলরক্ষকের। সমাজমাধ্যমে ক্ষোভ প্রকাশ করে তিনি লিখেছেন, ‘আজ আমি খেলাটার প্রেমে পড়ে গেলাম! মাঠে আমাকে অনেক নামে ডাকা হয়েছে। আমার জলের বোতলে কেউ এক জন প্রস্রাব করে দিয়েছেন। সেই জল মুখেও দিয়েছি আমি। অথচ আমাকে এই ঘটনার প্রতিবাদ জানানোর সুযোগ দেওয়া হল না। যিনি এই জঘন্য কাজটি করেছেন, তিনি আমার স্বস্থ্যের ক্ষতি করতে চেয়েছেন। আমার পরিবারকে বিপদে ফেলতে চেয়েছেন।’ ঘরের মাঠে খেলতে নেমে এমন অভিজ্ঞতায় অত্যন্ত হতাশ তিনি।

থম্পসন নিজের আচরণের জন্য পরে দুঃখপ্রকাশ করেছেন। তিনি বলেছেন, ‘মনে হয় না ভবিষ্যতে কখনও আর এমন আচরণ করব। গুইসলির সমর্থকরা পরে ক্ষমা চেয়েছেন। যেই করুক অত্যন্ত ঘৃণ্য কাজ করেছে। আশা করব কারও জীবনে এমন কিছু ঘটবে না।’ রেফারির লাল কার্ড দেখানো নিয়েও ক্ষুব্ধ তিনি। থম্পসন বলেছেন, ‘ওই উত্তেজনার পর পরিস্থিতি সম্ভবত রেফারির নিয়ন্ত্রণের বাইরে চলে গিয়েছিল। কেউ যদি আমার বোতলে প্রসাব করে দেয়, তা হলে সেটা তো ফেলেই দেব। তার জন্য আমাকে মাঠ থেকে বের করে দেওয়া অপমানজনক।’

এই ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছে ওয়ারিংটন কর্তৃপক্ষও। তারা বলেছে, ‘এমন কোনও ঘটনা ঘটলে ফুটবল নিয়ে কথা বলা কঠিন। আমাদের মতে খেলোয়াড়দের সুরক্ষাই সব থেকে গুরুত্বপূর্ণ। থম্পসনের সঙ্গে যা করা হয়েছে, তা অত্যন্ত খারাপ। যারা অমন কাজ করতে পারে, তাদের মাথা লজ্জায় নীচু হয়ে যাওয়া উচিত। তাদের কখনও ফুটবল মাঠে ঢুকতে দেওয়া উচিত নয়। রেফারিরও সাধারণ জ্ঞান থাকা উচিত।’

উল্লেখ্য, এই ঘটনার পর খেলা থেকে ক্রমশ হারিয়ে যায় ওয়ারিংটন। ম্যাচের শেষ মুহূর্তে গোল খেলে প্রতিযোগিতা থেকেও ছিটকে গিয়েছে তারা।

অন্য বিষয়গুলি:

Goalkeeper Urine Water Bottles football
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or Continue with

By proceeding you agree with our Terms of service & Privacy Policy