Five reasons behind India's success against New Zealand in T20Is dgtl
India vs New Zealand
কিউয়িদের বিরুদ্ধে ভারতের টি২০ সিরিজ জয়ের প্রধান ৫ কারণ
ওয়ান ডে সিরিজের পর টি২০ সিরিজেও জয়ের ধারা অব্যহত রাখল ভারত। এক নজরে দেখে নেওয়া যাক টি২০ সিরিজে ভারতের জয়ের সেরা পাঁচ কারণ।
নিজস্ব প্রতিবেদন
শেষ আপডেট: ০৮ নভেম্বর ২০১৭ ১৫:২৮
Share:Save:
এই খবরটি সেভ করে রাখার জন্য পাশের আইকনটি ক্লিক করুন।
০১০৫
ভারতীয় ব্রিগেডের সিরিজ জয়ের পিছনে গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন জসপ্রীত বুমরা। ডেথ ওভারে বুমরার স্পেল বারবার সমস্যায় ফেলেছে প্রতিপক্ষ ব্যাটসম্যানদের। সিরিজের সেরাও নির্বাচিত হয়েছেন তিনি।
০২০৫
বুমরা ছাড়াও যাঁর বোলিং নাস্তানাবুদ করেছে কিউয়িদের, তিনি যুজবেন্দ্র সিংহ চাহাল। প্রথম এবং শেষ ম্যাচে তাঁর বোলিংয়ে ভর করেই জেতে ভারত।
০৩০৫
স্বভাবসিদ্ধ ভঙ্গিতে তিন ম্যাচেই বার বার দেখা গিয়েছে অধিনায়ক বিরাট কোহালির আগ্রাসন। ম্যাচের মাঝে কোহালির আগ্রাসন মনস্তাত্বিক ভাবে চাপে রেখেছিল কিউয়ি ক্রিকেটারদের।
০৪০৫
অধিনায়কত্বের পাশাপাশি মিডল অর্ডারে ভারতীয় ব্যাটিংয়ের নিয়ন্ত্রণ নিজের হাতে রেখেছেন কোহালি। প্রথম ম্যাচে অপরাজিত ২৬ এবং দ্বিতীয় ম্যাচে ৬৫ করেন তিনি।
০৫০৫
শুধু ব্যাট বা বল হাতেই নয়, ভারতীয় বিগ্রেডের অনবদ্য ফিল্ডিং ভারতের এই জয়ের অন্যতম প্রধান কারণ।