Advertisement
০৬ নভেম্বর ২০২৪
Virat Kohli

বিরাট আগ্রাসনের মুখে নিজেকে অসহায় লেগেছিল ল্যাঙ্গারের

বাস্তবে দেখা গিয়েছে অস্ট্রেলীয় ক্রিকেটাররাও পাল্টা স্লেজ করেছেন। এবং, এর পিছনে কোচেরও সমর্থন ছিল।

স্বীকার: কোহালিকে স্লেজ করতে বলেছিলেন ল্যাঙ্গার। ফাইল চিত্র

স্বীকার: কোহালিকে স্লেজ করতে বলেছিলেন ল্যাঙ্গার। ফাইল চিত্র

নিজস্ব প্রতিবেদন
কলকাতা শেষ আপডেট: ১৯ মার্চ ২০২০ ০৬:৩৬
Share: Save:

বিরাট কোহালির আগ্রাসন নিয়ে অনেকেই অনেক কথা বলেছেন। কেউ তাঁর সমালোচনা করেছেন। আবার অনেকেই ভারত অধিনায়কের পাশে দাঁড়িয়েছেন। বল-বিকৃতি কাণ্ডের পরে অস্ট্রেলিয়া দলকে নিয়ে ‘দ্য টেস্ট’ বলে একটি তথ্যচিত্র তৈরি হয়েছে। সদ্য সম্প্রচারিত সেই তথ্যচিত্রের একটি পর্বে অস্ট্রেলীয় কোচ জাস্টিন ল্যাঙ্গার নিজের মনোভাব পরিষ্কার করে দিয়েছেন। তিনি বলেছেন, কোহালির আগ্রাসী উৎসব দেখে তাঁর নিজেকে পাঞ্চিং ব্যাগ বলে মনে হচ্ছিল। বছর দুয়েক আগে, অস্ট্রেলিয়ার মাটিতে কোহালির নেতৃত্বে টেস্ট সিরিজ জিতেছিল ভারত। ওই সিরিজে নিজেদের ভাবমূর্তি ফেরানোর জন্য ভারত অধিনায়কের সঙ্গে কোনও বাগ্‌যুদ্ধে যেতে চায়নি অস্ট্রেলিয়া বলে দেখানো হয়েছে এই তথ্যচিত্রে। যেখানে ল্যাঙ্গার বলেছেন, ‘‘আমার এখনও সেই দিনের কথা মনে আছে। আমরা পাল্টা কিছু বলতে পারছিলাম না। মনে হচ্ছিল, আমাদের হাত পিছমোড়া করে বাঁধা। তাই সব কিছু সহ্য করতে হচ্ছিল। নিজেকে মনে হচ্ছিল একটা পাঞ্চিং ব্যাগ।’’

কিন্তু বাস্তবে দেখা গিয়েছে অস্ট্রেলীয় ক্রিকেটাররাও পাল্টা স্লেজ করেছেন। এবং, এর পিছনে কোচেরও সমর্থন ছিল। ল্যাঙ্গারও জানিয়েছেন, দলের ক্রিকেটারদের তিনি স্লেজ করার কথা বলেছিলেন। কিন্তু সতর্ক করে দিয়েছিলেন, সীমা না পেরোতে, অভব্যতা না করতে। ল্যাঙ্গারের মন্তব্য, ‘‘আমি বলে দিয়েছিলাম, কখনওই অভব্যতা না করতে। বিরাটের সঙ্গে অভব্যতা করার কোনও জায়গা ছিল না। সেটা না করেও পাল্টা জবাব দেওয়ার রাস্তা থাকে।’’

তবে দেখা গিয়েছিল ভারতীয়দের পাল্টা স্লেজ করা শুরু করেন অস্ট্রেলীয় অধিনায়ক টিম পেন। ঋষভ পন্থকে ‘বেবি সিটার’ বলে বিদ্রুপ করেছিলেন তিনি। পার্‌থ টেস্টের চতুর্থ দিনে কোহালির সঙ্গেও ঝামেলায় জড়িয়ে পড়েন পেন। যা নিয়ে অস্ট্রেলীয় অধিনায়ক বলেছেন, ‘‘মনে হয়েছিল, এ বার পাল্টা কিছু বলা উচিত আমার। নিজেকে বলেছিলাম, ‘আমি তো অধিনায়ক। এ বার আমাকে এর জবাব দিতে হবে। বিরাটকে বোঝাতে হবে, আমরাও লড়াই করতে এসেছি।’ তাই রুখে দাঁড়াই।’’

পার্‌থ টেস্টে পেন ব্যাট করতে নামার সময় স্টাম্প মাইক্রোফোনে কোহালিকে বলতে শোনা গিয়েছিল, ‘‘ও ঝামেলায় পড়লেই আমরা ২-০ এগিয়ে যাব। তখন কে কথা বলবে।’’ যার জবাবে পেন বলেছিলেন, ‘‘তার আগে তোমাদের ব্যাট করতে হবে।’’ সেই সিরিজের ছবিই আবার ফিরে এল এই তথ্যচিত্রে।

ফলের অপেক্ষায় পাক বোর্ড: সদ্য বাতিল হয়ে যাওয়া পাকিস্তান সুপার লিগের সঙ্গে সংশ্লিষ্ট প্রায় ১০০ জনের করোনাভাইরাস পরীক্ষা করা হয়েছে। জানাল পাকিস্তান ক্রিকেট বোর্ড এঁদের মধ্যে ক্রিকেটাররাও রয়েছেন। মঙ্গলবারই পাকিস্তানের এই টি-টোয়েন্টি টুর্নামেন্ট বাতিল করা হয়। আর টুর্নামেন্ট চলতে চলতেই দেশে ফিরে যান সুপার লিগ খেলতে আসা ইংল্যান্ডের ক্রিকেটাররা। তার মধ্যে নতুন বিতর্ক সৃষ্টি হয় প্রাক্তন পাক অধিনায়ক রামিজ রাজার একটি মন্তব্য ঘিরে। তিনি বলেছিলেন, পিএসএল খেলতে আসা ইংল্যান্ডের ক্রিকেটার অ্যালেক্স হেলসের নাকি করোনাভাইরাসের উপসর্গ দেখা গিয়েছিল।

পাক বোর্ডের এক কর্তা জানিয়েছেন, যে ১০০ জনের করোনা-পরীক্ষা হয়েছে তাদের প্রথম ফল জানা যাবে বৃহস্পতিবারই। তাঁর মন্তব্য, ‘‘এখন পর্যন্ত পরীক্ষার কোনও ফলই আমরা পাইনি। তবে আশা করছি প্রথম ফলটা অন্তত আগামীকাল পাওয়া যাবে। এমনিতে আমরা রোগ প্রতিরোধের জন্য সব ধরনের সাবধানতা অবলম্বন করেছিলাম। সেমিফাইনাল ম্যাচগুলির সঙ্গে যুক্ত ছিলেন যাঁরা, তাঁদের সবার স্বাস্থ্যের কথা মাথায় রাখা হয়েছে। সেমিফাইনালিস্ট সব দল, আম্পায়ার, ধারাভাষ্যকার এমনকি পিসিবি কর্তাদেরও।’’ এই কর্তা অবশ্য পরিষ্কার করে বলেননি যে সুপার লিগ খেলতে আসা বিদেশিদের নিজের নিজের দেশে ফিরে যাওয়ার অনুমতি দেওয়া হয়েছে কি না। তাঁর সংক্ষিপ্ত মন্তব্য, ‘‘পরীক্ষা পদ্ধতি চলছে। আমার ফলের অপেক্ষায় আছি।’’

সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE