Advertisement
০৬ অক্টোবর ২০২৪
Wimbledon 2024

উইম্বলডনের শেষ আটে মুখোমুখি রিবাকিনা-সোয়াইতোলিনা, বিদায় দ্বিতীয় বাছাই গফের

উইম্বলডনেও মুখোমুখি হতে চলেছেন এলিনা রিবাকিনা এবং এলিনা সোয়াইতোলিনা। মেয়েদের বিভাগে দ্বিতীয় বাছাই কোকো গফ হেরে বিদায় নিয়েছেন। কোয়ার্টার ফাইনালে উঠেছেন জেলেনা অস্টাপেঙ্কো।

tennis

এলিনা রিবাকিনা। ছবি: রয়টার্স।

আনন্দবাজার অনলাইন ডেস্ক
কলকাতা শেষ আপডেট: ০৮ জুলাই ২০২৪ ২৩:০৮
Share: Save:

উইম্বলডনেও মুখোমুখি হতে চলেছেন এলিনা রিবাকিনা এবং এলিনা সোয়াইতোলিনা। অতীতে দুই খেলোয়াড়ের মধ্যে তিক্ততার উদাহরণ রয়েছে। উইম্বলডনেও তা দেখা যাবে কি না, তা দেখতে উৎসুক টেনিসবিশ্ব। এ দিকে, মেয়েদের বিভাগে দ্বিতীয় বাছাই কোকো গফ হেরে বিদায় নিয়েছেন। কোয়ার্টার ফাইনালে উঠেছেন জেলেনা অস্টাপেঙ্কো।

চতুর্থ বাছাই রিবাকিনা এবং ২১তম বাছাই সোয়াইতোলিনা, দু’জনেই সোমবার প্রি-কোয়ার্টারের ম্যাচ জিতেছেন। ২০২২ সালের উইম্বলডন জয়ী রিবাকিনা ১৭তম বাছাই আনা কালিনস্কায়াকে হারিয়েছেন। রিবাকিনা ৬-৩, ৩-০ এগিয়ে থাকার সময় কালিনস্কায়া কব্জির চোটের কারণে ম্যাচ থেকে সরে দাঁড়ান। অন্য দিকে, সোয়াইতোলিনা মাত্র ৫৫ মিনিটের লড়াইয়ে ৬-২, ৬-১ হারিয়েছেন ওয়াং শিনিউকে।

রিবাকিনা এবং সোয়াইতোলিনা অতীতে চার বার গ্র্যান্ড স্ল্যামে মুখোমুখি হয়েছেন। এ বছরের ফরাসি ওপেনেই একে অপরের বিরুদ্ধে খেলেছিলেন তাঁরা। সেই ম্যাচে রিবাকিনা স্ট্রেট সেটে জেতেন। ঘাসের কোর্টে একমাত্র সাক্ষাতেও জিতেছিলেন রিবাকিনা।

সোমবার জিতে তিনি বলেন, “সোয়াইতোলিনা কঠিন প্রতিপক্ষ। ম্যাচ ভাল বুঝতে পারে। রক্ষণ করতে পারে। ফলে আমার লড়াই সহজ হবে না। তবে আমি আগ্রাসী খেললে, ভাল সার্ভিস করলে অবশ্যই জেতার সুযোগ রয়েছে। নিজের খেলার দিকেই নজর রাখছি।”

অস্টাপেঙ্কো ৬৮ মিনিটের লড়াইয়ে হারিয়েছেন ১৩তম বাছাই ইউলিয়া পুতিনসেভাকে। ২০১৮ সালের পর প্রথম উইম্বলডনের কোয়ার্টারে উঠলেন। সব মিলিয়ে তৃতীয় বার। উইম্বলডনে মাত্র ১৫টি গেম হারিয়েছেন অস্টাপেঙ্কো। কোর্টে মাত্র চার ঘণ্টা পাঁচ মিনিট কাটিয়েছেন। দীর্ঘ দিন পর ভাল ফর্মে রয়েছেন।

এ দিকে, মেয়েদের দ্বিতীয় বাছাই কোকো গফ হেরেছেন রবিবার রাতের ম্যাচে। আমেরিকার এমা নাভারোর কাছে ৪-৬, ৩-৬ গেমে হেরেছেন তিনি। মেয়েদের বিভাগে প্রথম ১০ বাছাইয়ের মধ্যে মাত্র দু’জন বেঁচে রইলেন। এ বছর অস্ট্রেলিয়ার ওপেন এবং ফরাসি ওপেনের সেমিফাইনাল খেললেও ঘাসের কোর্টে প্রি-কোয়ার্টারেই শেষ হয়ে গেল গফের লড়াই।

ছেলেদের বিভাগে সোমবার কোয়ার্টার ফাইনালে উঠেছেন লোরেঞ্জো মুসেত্তি। তিনি ফ্রান্সের জিয়োভান্নি পেরিকার্ডকে হারিয়েছেন ৪-৬, ৬-৩, ৬-৩, ৬-২ গেমে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE