বেন স্টোকস। ছবি: এএফপি।
কয়েক দিন আগেই ব্রিস্টলের নাইট ক্লাবে অকথ্য ভাষায় গালিগালাজ এবং অজ্ঞাত পরিচয় ব্যক্তিকে মারধরের অভিযোগ উঠে ছিল বিশ্বের অন্যতম সেরা অলরাউন্ডার বেন স্টোকসের বিরুদ্ধে। স্টোকসের সঙ্গে ছিলেন ইংল্যান্ডের জাতীয় দলের ক্রিকেটার অ্যালেক্স হেলসও। ঘটনার একটি ভিডিও ক্লিপিংও প্রকাশ পেয়েছে। তবে, স্টোকসের বিরুদ্ধে কোনও চার্জ গঠন না হলেও তাঁর বিরুদ্ধে তদন্ত এখনও জারি রাখা হয়েছে।
আর এর জেরেই অনির্দিষ্ট কালের জন্য স্টোকসকে আন্তর্জাতিক ক্রিকেট থেকে সাসপেন্ড করল ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ড(ইসিবি)। ইসিবি-এর পক্ষ থেকে বলা হয়, “আগামী দিনে কোনও নোটিস না আসা পর্যন্ত বেন স্টোকস এবং অ্যালেক্স হেলসকে ইংল্যান্ডের হয়ে আন্তর্জাতিক ম্যাচের জন্য নির্বাচন করা হবে না।”
আরও পড়ুন: বিদেশের মাঠেও ধারাবাহিকতা বজায় রাখতে হবে: কোহালি
আরও পড়ুন: মারামারির সেই ভিডিও ফাঁস, চাপে স্টোকস
বোর্ডের তরফ থেকে আরও বলা হয় যে স্টোকসকে সাসপেন্ড করার বিষয় সম্পূর্ণ ভাবে সমর্থন করেছেন ইসিবি চেয়ারম্যান কলিন গ্রেভস।
আসন্ন অ্যাসেজের জন্য ইংল্যান্ডের ঘোষিত দলে নামও ছিল স্টোকসের। কিন্তু হঠাৎ করেই স্টোকসের এই আচরণে বিপাকে ইংল্যান্ড ক্রিকেট।
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy