Advertisement
১৮ নভেম্বর ২০২৪

সেট-পিসে জোর এখন ইস্টবেঙ্গল কোচের

শেষ তিন ম্যাচ খেলতে হবে কলকাতার বাইরে গিয়ে। আই লিগের এই সংশোধিত সূচি নিয়ে ক্ষোভ বাড়ছে ইস্টবেঙ্গলে। মঙ্গলবার সকালে সল্টলেকে জবি জাস্টিনদের অনুশীলনের পরে এ ব্যাপারে ক্ষোভ জানান লাল-হলুদের অন্যতম শীর্ষ কর্তা। তবে সেই ক্ষোভ সরিয়ে আপাতত লাজং ম্যাচের প্রস্তুতিতে ব্যস্ত ইস্টবেঙ্গল কোচ আলেসান্দ্রো মেনেন্দেস।

প্রস্তুতি: ফিটনেস ট্রেনিংয়ে মনোযোগ জবি জাস্টিনদের। নিজস্ব চিত্র

প্রস্তুতি: ফিটনেস ট্রেনিংয়ে মনোযোগ জবি জাস্টিনদের। নিজস্ব চিত্র

নিজস্ব সংবাদদাতা
শেষ আপডেট: ১৩ ফেব্রুয়ারি ২০১৯ ০৩:২১
Share: Save:

শেষ তিন ম্যাচ খেলতে হবে কলকাতার বাইরে গিয়ে। আই লিগের এই সংশোধিত সূচি নিয়ে ক্ষোভ বাড়ছে ইস্টবেঙ্গলে। মঙ্গলবার সকালে সল্টলেকে জবি জাস্টিনদের অনুশীলনের পরে এ ব্যাপারে ক্ষোভ জানান লাল-হলুদের অন্যতম শীর্ষ কর্তা। তবে সেই ক্ষোভ সরিয়ে আপাতত লাজং ম্যাচের প্রস্তুতিতে ব্যস্ত ইস্টবেঙ্গল কোচ আলেসান্দ্রো মেনেন্দেস।

লাল-হলুদ শিবিরে জবি, এনরিকেদের মূলমন্ত্র এখন একটাই। তা হল—এই পরিস্থিতিতে আই লিগ জিততে হলে ফিটনেসে খামতি থাকা চলবে না। তাই এ দিনও জবি, খাইমে সান্তোস কোলাদো, কমলপ্রীত সিংহদের নিয়ে দীর্ঘক্ষণ অনুশীলন করান ইস্টবেঙ্গল কোচ। পাশাপাশি, সেট পিসেও দলের কোনও খামতি রাখতে নারাজ আলেসান্দ্রো। এ দিন দুই দফায় সেট পিস অনুশীলন করালেন তিনি। প্রথমে দুই প্রান্ত থেকে বক্সে বল ফেলে হল বিপন্মুক্ত করার অনুশীলন। এই সময় জনি আকোস্তা-বোরখা গোমেস পেরেসরা রুখছিলেন এনরিকে, কোলাদো, জবিদের হেডে গোল করার প্রয়াস। আর অনুশীলনের শেষ লগ্নে দলের ফরোয়ার্ড ও মাঝমাঠের ফুটবলারদের নিয়ে হল সেট পিসে গোল করার মহড়া। যেখানে ইস্টবেঙ্গল কোচ তুলে আনছিলেন জনি-বোরখাদের। সেট পিসের সময় সকলের নজর এড়িয়ে লাল-হলুদ শিবিরের এই দুই ডিফেন্ডার উঠে আসছিলেন হেডে গোল করার জন্য। সূত্রের খবর, লাজংয়ের বিরুদ্ধে শুরু থেকে কোলাদোর বদলে এনরিকেকে খেলানো হতে পারে। এ দিন অনুশীলনেও জবির সঙ্গে স্ট্রাইকারে রাখা হয়েছিল মেক্সিকান এই ফুটবলারকে। অন্য দিকে লেফ্ট ব্যাকে খেলতে পারেন মনোজ মহম্মদ। অনূর্ধ্ব-২৩ ভারতীয় দলে সুযোগ পাওয়া কমলপ্রীত সিংহ সে ক্ষেত্রে খেলতে পারেন রাইট ব্যাকে। কারণ, লালরাম চুলোভার ফিটনেস নিয়ে এখনও নিশ্চিত নয় লাল-হলুদ থিঙ্কট্যাঙ্ক।

সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or Continue with

By proceeding you agree with our Terms of service & Privacy Policy