অবিনাশ রুইদাস জট আজও কাটল না। আইএফএ-র প্লেয়ার্স স্ট্যাটাস কমিটি থেকে সেই ঘটনা এ বার পৌঁছে গেল শৃঙ্খলারক্ষা কমিটির কাছে। চূড়ান্ত বিরক্ত আইএফএ সচিব উৎপল গঙ্গোপাধ্যায়। একাধিকবার ডাকা স্বত্ত্বেও দেখা করেননি অবিনাশ।
কাজিয়ার শুরু অবিনাশ আইএসএল-এ নাম লেখানোর সঙ্গেই। তখনই বেঁকে বসে ইস্টবেঙ্গল। এই ক্লাবের হাত ধরেই ভারতীয় ফুটবলে পরিচিত হওয়া অবিনাশের। দারুণ শুরু করেছিলেন। সাফল্যও এসেছিল। কিন্তু আইএসএল-এর হাতছানি ছেড়ে আই লিগে থাকতে চাননি অনেকেই। সেই তালিকায় রয়েছেন অবিনাশও। যাঁকে নিয়ে এই মুহূর্তে সরগরম ভারতীয় ফুটবল। বৃহস্পতিবার প্লেয়ার্স স্ট্যাটাস কমিটির মিটিংয়ে ইস্টবেঙ্গল ক্লাবের প্রতিনিধিরা থাকলেও আবারও আসেননি অবিনাশ। যাতে বেজায় চটেছেন আইএফএ সচিব। ইস্টবেঙ্গল অবিনাশকে ছেড়ে দিলেও যে আইএফএ এই অপমান মেনে নেবে না তা স্পষ্টই বুঝিয়ে দিলেন সচিব। মিটিং শেষে উৎপল গঙ্গোপাধ্যায় বলেন, ‘‘অবিনাশকে আমরা দু’বার নোটিস দিয়েছি। তাও ও আসেনি। পর পর ঘোরায়। কখনও বৃষ্টি জন্য, কখনও বাইরে খেলতে যাওয়ার কথা বলে।’’
আরও খবর: পরবর্তী প্রজন্মের অনুপ্রেরণা হবে মিতালিরা: বিজয় গয়াল
বৃহস্পতিবার প্লেয়ার্স স্ট্যাটাস কমিটির মিটিং শেষে আইএফএ সচিব জানান, তাঁরা অবিনাশের ঘটনা জানতে পারেন সংবাদ মাধ্যম থেকে। এর পরই তাঁরা সর্ব ভারতীয় ফুটবল ফেডারেশনকে পুরো ঘটনাটি জানান। এআইএফএফ সেটি আবার অবিনাশকে জানায়। ইস্টবেঙ্গল আগের দিন অবিনাশের টোকেন দেখিয়ে গিয়েছিল। সেই টোকেন নম্বর যে অবিনাশ নিজে হাতেই আইএফএ থে কে তুলে নিয়ে গিয়েছিল সই করে সেই প্রমাণও রয়েছে তাদের কাছে। এ দিন চুক্তির কাগজও দেখিয়ে গিয়েছে ক্লাব। ক্লাবের পক্ষ থেকে সব রকম সহযোগিতা করা হলেও অবিনাশ এখনও তাঁর দাবির সত্যতা প্রমাণ করেননি।
তবে এই ঘটনা শৃঙ্খলারক্ষা কমিটির কাছে পাঠানোর পিছনে দুটো কারণ রয়েছে। এক, অবিনাশকে বার বার নোটিস দিয়ে ডাকা স্বত্ত্বেও তিনি আইএফএ-তে না এসে শৃঙ্খলা ভঙ্গ করেছ। এর বিচার করবে এই কমিটি। অন্য দিকে কার দাবি সঠিক তারও বিচার করবে এই কমিটি। উৎপল গঙ্গোপাধ্যায় বলেন, ‘‘আমি অনুরোধ করব যেন হ্যান্ড রাইটিং এক্সপার্টকে দিয়ে অবিনাশের সই যেন দেখানো হয় যে ওটা সত্যিই ওর সই কি না।’’ অবিনাশ দাবি করেছিলেন চুক্তিতে ওর সই নেই। ওটা জাল সই। আগামী সপ্তাহের মধ্যেই এই নিয়ে আলোচনায় বসবে শৃঙ্খলারক্ষা কমিটি। যে মিথ্য কথা বলছে তারই শাস্তি হবে।
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy