দুই কোচ আলেসান্দ্রো মেনেন্দেস এবং শঙ্করলাল চক্রবর্তী।—ফাইল চিত্র।
সুযোগ তৈরি করেও কেন গোল হচ্ছে না, আই লিগে আপাতত এই প্রশ্নেরই উত্তর খুঁজছেন মোহনবাগান কোচ শঙ্করলাল চক্রবর্তী ও ইস্টবেঙ্গল কোচ আলেসান্দ্রো মেনেন্দেস।
শনিবার যুবভারতীতে চেন্নাই সিটি এফসির বিরুদ্ধে সনি নর্দের দুর্দান্ত গোলের পরেও তিন পয়েন্ট নিয়ে ফিরতে পারেনি সবুজ-মেরুন শিবির। তাই নিয়ে আক্ষেপ মোহনবাগানে। বিষয়টি নিয়ে শনিবার ম্যাচের পরে আলোচনা করেন মোহনবাগান কোচ। সবুজ-মেরুন শিবিরের পরবর্তী ম্যাচ ১৬ ডিসেম্বরের ডার্বি। ডার্বিতে যাতে ফের একই ভুল না হয়, তার জন্য আগামী দু’সপ্তাহে পিন্টু মাহাতো-হেনরিদের গোলের সামনে গিয়ে খেই হারিয়ে ফেলা বন্ধ করাটাই লক্ষ্য মোহনবাগানে।
মোহনবাগানে যখন গোল কেন হচ্ছে না, তার ময়নাতদন্ত চলছে। ইস্টবেঙ্গলে তখন ভাগ্যের সহায়তা না পাওয়ার আক্ষেপ। ইস্টবেঙ্গল কোচ আলেসান্দ্রো মেনেন্দেস বলছেন, ‘‘মিনার্ভা ম্যাচে ঘরের মাঠে খেলার সুবিধা নিতে হবে আমাদের।’’ তিনি আরও বলেন, ‘‘ গত দুই ম্যাচে কিছু ভাগ্য খারাপ থাকায় গোল হয়নি। এ বার ভাগ্য ফেরানোর সঙ্গে ভুলও শোধরাতে হবে মিনার্ভার বিরুদ্ধে।’’
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy