সূচনা: অলিম্পিক্স মশাল বাহকের হাতে অলিভ পাতা তুলে দিচ্ছেন গ্রিক অভিনেত্রী জিয়োর্জিউ। গেটি ইমেজেস
১২ মার্চ: মারণ ভাইরাস করোনা সংক্রমণে কাবু আন্তর্জাতিক ক্রীড়া মহল। যার প্রকোপ দেখে টোকিয়ো অলিম্পিক্স এক বছর পিছিয়ে দেওয়ার পরামর্শ দিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বৃহস্পতিবার তিনি বলেন, ‘‘পরিস্থিতি গুরুতর বুঝলে ফাঁকা স্টেডিয়ামে অলিম্পিক্স আয়োজন করার চেয়ে, তা এক বছর পিছিয়ে দেওয়া যেতেই পারে।’’ এ দিনই গ্রিসের অলিম্পিয়া থেকে শুরু হল অলিম্পিক্সের মশাল দৌড়। করোনা-সংক্রমণ রুখতে সেখানে দর্শক সমাবেশ বাতিল করা হয়।
স্বেচ্ছাবন্দি রোনাল্ডো: করোনা ভাইরাসের সংক্রমণের প্রভাবে ক্রীড়া জগতের অবস্থা এতটাই গুরুতর যে বৃহস্পতিবার ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর ক্লাব জুভেন্টাস জানিয়ে দিল, তাদের ডিফেন্ডার ড্যানিয়েলে রুগানি করোনা ভাইরাসে সংক্রমিত হয়েছেন। যে খবর জেনে ক্রিশ্চিয়ানো রোনাল্ডোও জানিয়ে দিলেন, এই মুহূর্তে তিনি ইটালিতে ফিরছেন না। বর্তমানে অসুস্থ মাকে দেখতে পর্তুগালে তাঁর শহর মাদেইরাতে রয়েছেন রোনাল্ডো। সেখানে রোনাল্ডো সংক্রমণ প্রতিরোধের জন্য কোয়ারেন্টাইন অর্থাৎ রোগ-অন্তরীণ অবস্থায় রয়েছেন তিনি। রোগলক্ষণ না থাকলেও স্বেচ্ছাবন্দি হয়েছেন সি আর সেভেন। জুভেন্টাস কর্তৃপক্ষকে তিনি জানিয়ে দিয়েছেন, তুরিন শহর (এখানকার ক্লাব জুভেন্টাস)-সহ ইটালির অবস্থা ফের স্বাভাবিক না হওয়া পর্যন্ত তিনি ফিরবেন না।
তিন দিন আগে ইন্টার মিলানকে দর্শকহীন স্টেডিয়ামে জুভেন্টাস ২-০ হারানোর পরে ড্রেসিংরুমে দলের সঙ্গে ছবি তুলে তা টুইট করেন রুগানি। যে ছবিতে রয়েছেন রোনাল্ডোও। তার পরেই আশঙ্কা বেড়েছে এই তারকা ফুটবলার-সহ জুভেন্টাসের বাকি খেলোয়াড়দের।
রুগানি সম্পর্কে এ দিন বিবৃতি দিয়ে জুভেন্টাস কর্তৃপক্ষ জানিয়ে দিয়েছে, ২৫ বছরের এই ডিফেন্ডারের শরীরে রোগলক্ষণ এখনও স্পষ্ট নয়। স্বাস্থ্য-সতর্কতা মেনে রুগানি ও তাঁর সংস্পর্শে আশা ব্যক্তিদের আলাদা করে রাখার পদ্ধতি শুরু হয়েছে।
বাতিল কোপা দেল রে ফাইনাল: দর্শকহীন স্টেডিয়ামে খেলা হবে না। এই দাবিতে বাতিল হল ১৮ এপ্রিলের কোপা দেল রে ফাইনালও। যেখানে মুখোমুখি হবে অ্যাথলেটিক বিলবাও বনাম রিয়াল সোসিদাদ। কবে হবে এই ফাইনাল তা জানানো হয়নি।
স্থগিত লা লিগা: বৃহস্পতিবার থেকে কোয়ারেন্টাইনে চলে গিয়েছে রিয়াল মাদ্রিদও। কারণ, স্পেনের এই ক্লাবের বাস্কেটবল দলের এক খেলোয়াড় করোনা ভাইরাসে সংক্রমিত। তার জেরেই এই সিদ্ধান্ত। এ খবর জেনে লা লিগাও দু’সপ্তাহ তাদের সব ম্যাচ স্থগিত রেখেছে।
চিন্তিত উয়েফা: আগামী মঙ্গলবার তুরিনে চ্যাম্পিয়ন্স লিগের প্রি-কোয়ার্টার ফাইনালের ফিরতি পর্বের ম্যাচ ছিল জুভেন্টাসের। সেই ম্যাচ বাতিল করেছে উয়েফা। একই দিনে ছিল ম্যাঞ্চেস্টার সিটি বনাম রিয়াল মাদ্রিদের। সেই ম্যাচও বাতিল হয়েছে। তবে আগামী বুধবারের বার্সেলোনা বনাম নাপোলি এবং বায়ার্ন মিউনিখ বনাম চেলসি ম্যাচ হবে দর্শকশূন্য স্টেডিয়ামে। জরুরিকালীন পরিস্থিতিতে আগামী মঙ্গলবার উয়েফা তাদের সদস্য ৫৫ টি দেশের প্রতিনিধিদের নিয়ে জরুরি বৈঠক করতে চলেছে।
খেলা বন্ধ এনবিএ-তেও: মার্কিন মুলুকে বাস্কেটবল প্রতিযোগিতা এনবিএ-র ম্যাচও আপাতত স্থগিত রাখার সিদ্ধান্ত হল বৃহস্পতিবার। কারণ, এই লিগের দল ইউটা জ্যাজ় দলের এক খেলোয়াড় করোনা ভাইরাসে সংক্রমিত। তার পরেই এনবিএ কর্তারা বিবৃতি দিয়ে জানিয়েছেন, ‘‘করোনা ভাইরাসের সংক্রমণ বিশ্ব জুড়ে মহামারিতে পরিণত হয়েছে। তাই বর্তমান পরিস্থিতিতে সব ম্যাচ স্থগিত রাখা হচ্ছে। পরবর্তী নির্দেশ না আসা পর্যন্ত খেলা স্থগিত থাকবে।’’
বাতিল প্রতিযোগিতা: ইউরোপের চার দেশ বিশ্বকাপ রানার্স ক্রোয়েশিয়া, গত বছরের ইউরো কাপ চ্যাম্পিয়ন পর্তুগাল, বেলজিয়াম ও সুইৎজ়ারল্যান্ডকে নিয়ে এ বারের ইউরো কাপের আগে একটি প্রস্তুতি প্রতিযোগিতার আয়োজন করেছিলেন আয়োজকেরা। ২৬-৩০ মার্চ যে প্রতিযোগিতা হওয়ার কথা ছিল কাতারে। কিন্তু সেখানে করোনা ভাইরাসের সংক্রমণ বাড়ছে। তাই প্রস্তুতি প্রতিযোগিতা বাতিল হয়েছে।
উদ্বিগ্ন ইসিবি: শ্রীলঙ্কায় এই মুহূর্তে সফর করছে ইংল্যান্ড ক্রিকেট দল। সে দেশের ক্রিকেট বোর্ড ইসিবি জানিয়েছে, সফর বাতিল হওয়ার কোনও সম্ভাবনা এই। তবে পরিস্থিতি বদলাচ্ছে প্রতিদিন। একই সঙ্গে তারা এও জানিয়েছে, জুন মাসে ইংল্যান্ডে আসবে ওয়েস্ট ইন্ডিজ। সে সময় ইংল্যান্ডে করোনা সংক্রমণ ভয়ঙ্কর হতে পারে। ফলে সেই সফর বাতিল হওয়া নিয়ে উদ্বেগ বাড়ছে।
দশর্কহীন বুন্দেশলিগা: বুন্দেশলিগার দ্বিতীয় ডিভিশনের ক্লাব হ্যানোভার ৯৬-এর ফুটবলার টিমো হুয়েবার্স আক্রান্ত করোনা ভাইরাসে। তাই বুন্দেশলিগার সব বিভাগের খেলাই দর্শকহীন স্টেডিয়ামে করার সিদ্ধান্ত হয়েছে। একই পরিস্থিতি ইংলিশ প্রিমিয়ার লিগেও। কারণ ব্রিটেনে ইতিমধ্যেই আট জনের প্রাণ গিয়েছে মারণ এই ভাইরাসের সংক্রমণে।
ফাঁকা স্টেডিয়ামে পিএসএল: করোনা সংক্রমণে কাঁপছে পাকিস্তানও। ইতিমধ্যেই সেখানে আক্রান্তের সংখ্যা ২৪। এই পরিস্থিতিতে পাকিস্তান সুপার লিগের বাকি সব ক্রিকেট ম্যাচ দর্শকহীন স্টেডিয়ামে করার সিদ্ধান্ত নিল সে দেশের ক্রিকেট বোর্ড।
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy
We will send you a One Time Password on this mobile number or email id
Or Continue with
By proceeding you agree with our Terms of service & Privacy Policy