কোথায় বল ফেলতে হবে, বুমরাহকে দেখিয়ে দিচ্ছেন ধোনি।
• গ্রিনপার্কের নেটে টিম ইন্ডিয়ার ইয়র্কার বিশেষজ্ঞ জসপ্রীত বুমরাহের সঙ্গে আলাদা নেট সেশন।
• ওয়াইড ইয়র্কার ঠিক জায়গায় ফেলতে অফ স্টাম্প থেকে এক ব্যাট দূরত্ব মেপে একটা কোকাবুরাকে মার্কার হিসেবে রাখা। বুমরাহকে মার্কারের জায়গায় বল পিচ করার নির্দেশ।
• স্টেপ আউট করে লং অফের উপর থেকে উড়িয়ে দেওয়া নিজের ট্রেডমার্ক শটের বদলে বুমরাহর ওয়াইড ইর্য়কারে স্টিয়ার শটের অনুশীলন ধোনির।
• ব্যাটটাকে তেরছা ভাবে রেখে পয়েন্ট ফিল্ডারের বাঁ-পাশ থেকে ওয়াইড ইয়র্কারগুলোকে প্লেস করার প্র্যাকটিস।
• ফিল্ডিংয়ে নিয়ন্ত্রণ থাকায় ডেথ ওভারে ডিপ পয়েন্ট বা থার্ডম্যান ফিল্ডার রাখা বিপক্ষ ক্যাপ্টেনের জন্য সহজ নয়। সেই সুযোগ কাজে লাগাতেই এই নয়া প্র্যাকটিস।
ভারতীয় নেটে প্র্যাকটিস সূচি।
ছবি: টুইটার।
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy
We will send you a One Time Password on this mobile number or email id
Or Continue with
By proceeding you agree with our Terms of service & Privacy Policy