সচিন তেন্ডুলকর থেকে ভিভিএস লক্ষ্মণ। নাগপুরে রবিবার বাংলাদেশের বিরুদ্ধে সিরিজের তৃতীয় টি-টোয়েন্টিতে হ্যাটট্রিক সহ ছয় উইকেটের পর দীপক চাহারের প্রশংসায় উচ্ছ্বসিত ক্রিকেটমহল। ২৭ বছর বয়সির ক্রিকেট জীবন অবশ্য সরল পথে এগোয়নি। আইপিএলে সুযোগ পেয়েই নজর কেড়ে নেওয়া পেসারের বিধ্বংসী সুইং কী ভাবে উঠে এল, জেনে নিন।
১৯৯২ সালের ৭ অগস্ট উত্তরপ্রদেশের আগরায় জন্ম। বাবা লোকেন্দ্র সিংহ চাহার ছিলেন ভারতীয় বায়ুসেনার প্রাক্তন কর্মী। নেটে নতুন বল তুলে দিতেন ছেলের হাতে। চাইতেন ছেলের হাতে সুইং যেন থাকে। আর তাই নেটে বল পুরনো হয়ে গেলে তা বদলে ফেলতেন। এবং ফের নতুন বল তুলে দিতেন ছেলের হাতে। দীপকের হাতের মারাত্মক সুইংয়ের নেপথ্যে এটাই কারণ।