Advertisement
০৫ নভেম্বর ২০২৪

সিএবি লিগে নজির বিধ্বংসী দেবব্রতর

পরপর তিন ম্যাচে একটা তিনশোর ইনিংস ও দুটো ডাবল সেঞ্চুরি। সিএবি লিগের ইতিহাসে নাকি এমন নজির নেই। সে রকমই কাণ্ড ঘটিয়ে ফেললেন মোহনবাগানের উইকেটকিপার-ব্যাটসম্যান দেবব্রত দাস।

রান মেশিন দেবব্রতকে অভিনন্দন ঋদ্ধিমান সাহার। —নিজস্ব চিত্র।

রান মেশিন দেবব্রতকে অভিনন্দন ঋদ্ধিমান সাহার। —নিজস্ব চিত্র।

নিজস্ব সংবাদদাতা
কলকাতা শেষ আপডেট: ১৪ জানুয়ারি ২০১৭ ০২:৫৮
Share: Save:

পরপর তিন ম্যাচে একটা তিনশোর ইনিংস ও দুটো ডাবল সেঞ্চুরি। সিএবি লিগের ইতিহাসে নাকি এমন নজির নেই। সে রকমই কাণ্ড ঘটিয়ে ফেললেন মোহনবাগানের উইকেটকিপার-ব্যাটসম্যান দেবব্রত দাস। শুক্রবার যিনি কুমারটুলি ইনস্টিটিউটের বিরুদ্ধে ১৭৪ বলে ২২৪ রান করেন। লিগে এর আগের দুই ম্যাচেও এ রকম বিধ্বংসী মেজাজে ছিলেন দেবব্রত। ভূকৈলাশের বিরুদ্ধে ৩১৫, ও নেতাজি ইনস্টিটিউটের বিরুদ্ধে ২৩৮ রান করেছিলেন তিনি। এ বার এই ইনিংস। তাঁর এই দাপটে মোহনবাগান ৮১ ওভারে তুলল ৫৭৩-৯। জাতীয় টি টোয়েন্টি ওয়ান ডে-র আগে তাঁর এই পারফরম্যান্স তাঁকে যে বাংলা দলে জায়গা করে দেবে, এমনই ধারণা বিশেষজ্ঞদের। তবে ওসব নিয়ে ভাবছেন না দেবব্রত। বলেন, ‘‘ব্যাটিংয়ের টেকনিকে কিছুটা বদল এনে এই ফল পেয়েছি। নিজের মানসিকতাতেও খানিকটা বদল এসেছে। কেরিয়ারের সেরা ফর্মে আছি। এই ফর্মে থাকা অবস্থায় বাংলা দলে সুযোগ পেলে নিশ্চয়ই সেরাটা দিতে পারব।’’ এ দিন স্পোর্টিং ইউনিয়নের সুরজিত দাসও ২০৩ করে নট আউট থাকেন পোর্ট ট্রাস্টের বিরুদ্ধে। এ দিন সিএবি-র ছত্রছায়ায় মোট ৬২টি ম্যাচ খেলা হয়, যা নাকি এক বিরল ঘটনা। কিন্তু দুর্ভাগ্যজনক ঘটনা হল, এর মধ্যে ছ’টি ম্যাচে সিএবি তাদের নিজস্ব স্কোরার দিতে পারেনি। ক্লাবের স্কোরার দিয়েই কাজ চলে।

অন্য বিষয়গুলি:

Debabrata Das CAB League
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE