শেষ বিদায় ডিন জোন্সকে। ছবি-এএফপি।
একসময়ে তাঁর খেলা দেখার জন্য এই মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ড ভর্তি থাকত। আজ তাঁর শেষ বিদায়ে উপস্থিত থাকলেন পরিবারের দশ সদস্য। করোনাভাইরাসের জন্য লকডাউন। সেই কারণে ফাঁকা এমসিজিতে ‘ল্যাপ অব অনার’ দেওয়া হয় অস্ট্রেলিয়ার প্রাক্তন ক্রিকেটার ডিন জোন্সকে।
বিশালাকায় এমসিজি প্রদক্ষিণ করছিল সাদা রংয়ের একটি গাড়ি। তাতে শায়িত ছিল জোন্সের নশ্বর দেহ। স্টেডিয়ামের পাবলিক অ্যাড্রেস সিস্টেমে বাজছিল এলটন জন এবং আইএনএক্সএসের গান। এ ভাবেই এ দিন শ্রদ্ধাজ্ঞাপন করা হয় প্রাক্তন তারকাকে।
ভারতের মাটিতে জোন্স তাঁর জীবনের অন্যতম সেরা টেস্ট ইনিংসটি খেলেছিলেন। আর সেই ভারতের মাটিতেই ২৪ সেপ্টেম্বর শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। এর পর অস্ট্রেলিয়ার হাই কমিশনের চেষ্টায় জোন্সের দেহ ফেরানো হয় অস্ট্রেলিয়ায়। জোন্সের স্ত্রী জেন বলেন, “গত সপ্তাহ জুড়ে ডিনের প্রতি ভালবাসা প্রকাশের যে প্রবাহ দেখেছি, তাতে আমরা মুগ্ধ। আমাদের সঙ্গে তাঁদের স্মৃতি ভাগ করে নেওয়ার জন্য, আমাদের প্রতি তাঁদের সমর্থনের জন্য প্রত্যেককে আলাদা করে ধন্যবাদ জানানোও যথেষ্ট বলে মনে করছি না।”
Till we meet again 💔 https://t.co/TTxEw7Gwqz
— Jane Jones (@Janey_Jones_) October 7, 2020
৫২ টেস্ট ও ১৬৪টি ওয়ানডে ম্যাচ খেলেছেন জোন্স। রয়েছে ২৪৫টি ফার্স্ট ক্লাস ও ২৮৫টি লিস্ট এ ম্যাচ খেলার অভিজ্ঞতা। ফার্স্ট ক্লাস কেরিয়ারে একবার অপরাজিত ৩২৪ রানের ইনিংস খেলেছিলেন তিনি। ‘প্রফেসর ডিনো’র শেষ যাত্রার গাড়িতে ফুল দিয়ে লেখা ছিল ৩২৪। জোন্স চলে গেলেন, রয়ে গেল তাঁর অনেক স্মৃতি।
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy