হতাশ ওয়ার্নার। ফাইল ছবি
ভারতের বিরুদ্ধে একদিনের সিরিজে চোট পাওয়ার পর তড়িঘড়ি টেস্ট সিরিজে ফেরা ভুল হয়েছিল। মেনে নিলেন ডেভিড ওয়ার্নার। পাশাপাশি জানিয়েছেন, বিশ্বকাপ ক্রিকেটে খেলা এখনও তাঁর লক্ষ্য।
ভারতের বিরুদ্ধে দ্বিতীয় একদিনের ম্যাচে কুঁচকিতে চোট পেয়েছিলেন ওয়ার্নার। প্রথম দুটি টেস্টে খেলতে পারেননি। কিন্তু তৃতীয় ও চতুর্থ টেস্টের দলে ছিলেন। যদিও ওই দুটি টেস্টেই পুরোপুরি ফিট দেখায়নি তাঁকে।
এদিন অজি সংবাদমাধ্যমে ওয়ার্নার বলেছেন, “তাড়াতাড়ি ফিরতে গিয়ে অনেকটাই পিছিয়ে পড়েছিলাম। এখন পিছন দিকে তাকিয়ে ভাবি, অত দ্রুত ফেরা উচিত হয়নি। এখন চোটের কথা ভেবে মনে হচ্ছে তখন না করে দিলেই ভাল হত। দক্ষিণ আফ্রিকা সফর বাতিল হয়ে যাওয়ায় সেরে ওঠার সময় পাচ্ছি।”
পরপর দুটি টি-টোয়েন্টি বিশ্বকাপ ছাড়াও ২০২৩-এ ৫০ ওভারের বিশ্বকাপে খেলার স্বপ্ন রয়েছে ওয়ার্নারের। সেই প্রতিযোগিতাকেও পাখির চোখ করেছেন তিনি। বলেছেন, “ভারতে বিশ্বকাপ খেলা এবং জেতার সুযোগ রয়েছে আমাদের সামনে। আমাদের কয়েকজনের কাছে এটাই শেষ সুযোগ। তারপরেই হয়তো ছাড়তে হবে। তবে টেস্ট ক্রিকেটার হিসেবে যতদিন পারব খেলে যেতে চাই।”
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy