Advertisement
০৫ নভেম্বর ২০২৪
ICC World Test Championship

বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে ওঠার রাস্তা সহজ হল ভারতের, অস্ট্রেলিয়া উঠবে তো?

বর্ডার-গাওস্কর ট্রফির লড়াই চলছে। সেই সঙ্গে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে কারা খেলবে সেই নিয়েও চলছে লড়াই। কোন দুই দল উঠতে পারে এ বারের ফাইনালে?

Ravindra Jadeja celebrating after taking wicket

উইকেট নেওয়ার পর রবীন্দ্র জাডেজার উচ্ছ্বাস। ছবি: এএফপি

নিজস্ব প্রতিবেদন
শেষ আপডেট: ১১ ফেব্রুয়ারি ২০২৩ ১৭:২৭
Share: Save:

ভারত বনাম অস্ট্রেলিয়া টেস্ট শুধু একটা দ্বিপাক্ষিক সিরিজ় নয়। এই বর্ডার-গাওস্কর সিরিজ় আসলে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে ওঠার লড়াই। পর পর দু’বার এই চ্যাম্পিয়নশিপের ফাইনালে ওঠার সুযোগ রয়েছে ভারতের কাছে। অস্ট্রেলিয়াকে এই সিরিজ়ে হারালেই ফাইনালের রাস্তা পাকা হয়ে যাবে ভারতের। তবে রোহিত শর্মারা যে ভাবে আড়াই দিনে নাগপুর টেস্ট জিতলেন, তাতে চার ম্যাচের সিরিজ়ে অস্ট্রেলিয়াকে চুনকাম করার সম্ভাবনাও রয়েছে।

এ বারের বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে ওঠার লড়াইয়ে ভারত, অস্ট্রেলিয়া ছাড়াও রয়েছে শ্রীলঙ্কা। নাগপুর টেস্টে হারের পরেও অস্ট্রেলিয়া লিগ তালিকায় শীর্ষে রয়েছে। তাদের রয়েছে ৭০.৮৩ শতাংশ পয়েন্ট। ভারত দ্বিতীয় স্থানে ৬১.৬৭ শতাংশ পয়েন্ট নিয়ে রয়েছে। ৪ টেস্টের সিরিজ়ে ভারত যদি ৪-০ ব্যবধানে জেতে তা হলে অস্ট্রেলিয়াকে টপকে লিগ তালিকায় শীর্ষে উঠে আসবে তারা। অস্ট্রেলিয়ার তখন হবে ৫৯.৬৪ শতাংশ পয়েন্ট। ভারত তাদের টপকে যেতে পারবে। কিন্তু অস্ট্রেলিয়া যদি ০-৪ ব্যবধানে হেরে যায় তা হলে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে ওঠার ক্ষেত্রে তাদের লড়াইয়ের মুখে পড়তে হবে।

শ্রীলঙ্কার এখনও দু’টি ম্যাচ খেলা বাকি। নিউ জ়িল্যান্ডের বিরুদ্ধে খেলবে তারা। সেই ম্যাচ হবে কেন উইলিয়ামসনদের মাঠে। শ্রীলঙ্কা যদি সেই দু’টি টেস্ট জেতে তা হলে তাদের হবে ৬১.১১ শতাংশ পয়েন্ট। অর্থাৎ ভারতের বিরুদ্ধে অস্ট্রেলিয়া যদি ০-৪ হারে তা হলে তাদের টপকে যাবে শ্রীলঙ্কা। সে ক্ষেত্রে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে দেখা হবে ভারত এবং শ্রীলঙ্কার।

গ্রাফিক: শৌভিক দেবনাথ

দক্ষিণ আফ্রিকার এখনও দু’টি টেস্ট বাকি। ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে খেলবে তারা। সেই দু’টি টেস্টে দক্ষিণ আফ্রিকা জিতলে তাদের হবে ৫৫.৫৫ শতাংশ পয়েন্ট। অর্থাৎ অস্ট্রেলিয়া বা শ্রীলঙ্কার পয়েন্ট শতাংশকে টপকানো তাদের পক্ষে সম্ভব নয়। তাই লড়াই এখনও তিন দেশের মধ্যেই। তবে শ্রীলঙ্কার পক্ষে নিউ জ়িল্যান্ডের মাটিতে টেস্ট জেতা বেশ কঠিন। তাই বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালে ভারত বনাম অস্ট্রেলিয়া দেখা যেতে পারে বলে মনে করা হচ্ছে।

অন্য বিষয়গুলি:

ICC World Test Championship Team India ICC
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE